Walton Primo ZX এর অফিশিয়াল ঘোষণা

বানিজ্য মেলাতে সর্বপ্রথম দেখা গিয়েছিল এই ফোনটির। কিন্তু অফিশিয়াল কোনো কিছু জানানো হয়নি। সবার অধীর আগ্রহে অপেক্ষা। অবশেষে গত ১০ই ফেব্রুয়ারী বাংলাদেশী মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি ওয়ালটন ঘোষণা দিল তাদের নতুন Walton Primo ZX স্মার্টফোনটির। যার দাম হতে যাচ্ছে ৩০-৩৩,০০০ টাকার মধ্যে। এর আগে ওয়ালটনের সবচেয়ে দামী মোবাইল ছিল প্রিমো X2 (২৩,৯৯০ টাকা)। এছাড়া বাকি সব ২০,০০০ টাকার নিচে। ফেসবুকে ওয়ালটনের অফিশিয়াল পেজে গিয়ে Primo ZX এর রিলিজের পোস্টে প্রচুর লাইক আর শেয়ার দেখা গেলেও অনেকের কমেন্ট দেখা বুঝা গেল তারা ভাবছেন, ওয়ালটনের মোবাইল; মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। অত ভালো মোবাইল তাদের কাছ থেকে আশা করা যায় না। কিন্তু ওদিকে দেখা গেছে যে এটি বহুল জনপ্রিয় Antutu Benchmark স্কোরে স্যামসাং নোট ৩ এর মত মোবাইলকে পিছনে ফেলে দিয়েছে। বুঝা গেল ওয়ালটন এবার সস্তা অ্যান্ড্রয়েড এর সাথে সাথে কিছু শক্তিশালী ফীচার আর পারফরমেন্স স্মার্টফোনের দিকে নজর দিচ্ছে। কিন্তু ব্র্যান্ড ইমেজ এত সহজে বদলানো তো সম্ভব না। তাই অনেকেই বেশি টাকা খরচ করে ওয়ালটনের ফোন কিনতে রাজি না।

Walton-Primo-ZX-Black

Walton Primo ZX ফিচার -

RAM:

যে যাই বলুক না কেন এর ফিচার বেশ তাক লাগানোর মতই। সবার আগে বলতে হয় ৩ জিবি LP DDR3 RAM এর কথা। আমার জানা মতে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে একটাই ৩ জিবি RAM এর স্মার্টফোন এসেছে Samsung Galaxy Note 3 যা স্যামসাং এর শোরুমে ৬২,০০০ টাকার উপরে দাম। এই RAM থাকলে বাঘা বাঘা সাইজ আর গ্রাফিক্স এর গেমও lag করার কথা না।

ক্যামেরা:

Walton-Primo-ZX-camera

আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সাথে customized ফ্ল্যাশ যা ওয়ালটনের ভাষ্যমতে সাধারণ এলইডি ফ্ল্যাশ এর চেয়ে ৬০% বেশি উজ্জল। তাই এবার রাতের ছবি হবে দিনের মত ফকফকা। থাকছে watermark অ্যাড করার অপশন, ইন্টেলিজেন্ট গ্যালারি, শক্তিশালী Sapphire Lens সহ বেশ কিছু উদ্ভাবনী ফিচার। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা যাবে ফুল এইচডি ভিডিও কল!

প্রসেসসর:

৪ কোর বা অক্টাকোর এর ২.২ গিগাহার্জের প্রসেসরও বাজারে বেশ নতুনই। এছাড়া আছে কোয়ালকমের Snapdragon ৮০০ চিপসেট। এটি স্মার্টফোনের ওভারঅল স্পিড দেবার কথা কালবৈশাখী ঝড়ের হওয়ার মত।

ডিসপ্লে:

৫.৫ ইঞ্চি ১৯২০ x ১০৮০ পিক্সেলের ফুল এইচডি ডিসপ্লেতে ভিডিও দেখে, গেম খেলে এমনকি পিডিএফ ইবুক পড়েও চমত্কার মজা পাওয়া যাবে।

সেন্সর:

এতে ১৩, ১৪টার মত সেন্সর আছে যার কিছু কিছু যেমন Linear Acceleration, Rotation Vector এগুলোর নাম প্রথমবারের মত শুনলাম।

ইন্টারনাল মেমরি এবং ব্যাটারী:

আছে ৩২ জিবি রম। যাতে অ্যাংরি বার্ডস এর মত ছোট গেম ইনস্টল করলেও মেমরি ফুল হয়ে যাবার ভয়টা কাটিয়ে উঠতে পারবেন। ২৭৫০ mAh এর ব্যাটারী ব্যাকআপ সন্তোষজনক হবার কথা, যদিও ওয়ালটন কখনই তাদের টক টাইম বা স্ট্যান্ডবাই টাইম সম্পর্কে তথ্য দিয়ে থাকে না।

স্পেশাল ফিচার এবং অন্যান্য:

স্পেশাল ফিচারের মধ্যে আছে YAMAHA YDA168B Audio, Wireless Display Sharing, Keyless Wakeup, Quick Operating, Smart Gesture, OTG এর মত ব্যাপার। এছাড়া ৩জি নেটওয়ার্ক, জিপিএস, রেডিও, ওয়্যারলেস ল্যান ইত্যাদি তো আছেই।

এরপরেও যদি খুত ধরতে থাকেন তবে হয়ত কিছু একটা মিস করছেন। তবু আমি যার যার নিজস্ব মতামতকে সন্মান করার চেষ্টা করি, তাই একটা কমেন্ট দিলে খুশি হব 🙂

Level 0

আমি jahidhaque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এর থেকে samsung s3 কিনা বুদ্ধিমানের কাজ হবে।

    Level 0

    @Ratul007: S3 er cheye etai better hoar kotha, meditek use jehetu kore nai, eta onek besi fast hobe

Level 2

30000 Takai Samsung S4 paoa jabe Chapai a…

আপনি তো গরিলা গ্লাস ৩ এর কথা বলেনই নি ।

Level 0

This is the Re-brand of Gionee Elife E7