সিম্ফনী w125 এ এখন পর্যন্ত সরাসরি কাস্টম রম ফ্ল্যাশ করার ব্যবস্থা নেই। আর এজন্য প্রথমে এখান থেকে ফ্লাই ৪৪৬ স্টক রম ফাইলগুলো ডাউনলোড করে নিন। উল্লেখ্য এখানে স্টক রিকভারীর পরিবর্তে twrp টাচ রিকভারী সরাসরি দেয়া আছে। কারো স্টক রিকভারীর প্রয়োজন হলে stock recovery.rar কে আন-রার করে আগের রিকভারী রিপ্লেস করে ব্যবহার করতে পারেন।
spflash tools দিয়ে যেভাবে ফ্ল্যাশ করতে হবেঃ
১. প্রথমে সবগুলো ফাইল ডাউন করে একটি ফোন্ডারে রাখতে হবে। এরপর SP_Flash_Tool_v3.1304.0.119.rar কে আন-রার করার পর flash_tool.exe তে ক্লিক করুন।
২. এবার নিচের চিত্রের মত scatter loading এ ক্লিক করুন।
৩. নিচের চিত্রের মত এবার ডাউনলোডকৃত রম ফোল্ডারে MT6589_Android_scatter_emmc ফাইলটিতে ক্লিক করুন। তাহলে রমের ফাইলগুলো ফ্ল্যাশটুলে লোড নিবে।
৪. এবার firmware->upgrade এ ক্লিক করুন নিচের চিত্রের মত।
৫. এরপর মোবাইল বন্ধ করুন এবং ব্যাটারী খুলে ফেলুন এবং ডাটা কেবল দিয়ে মোবাইল টিকে কম্পিউটার পোর্টে কানেক্ট করুন।
৭. সব ঠিক থাকলে ফাইল লোড নেয়া শুরু হবে এবং শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নিচের চিত্রের মত দেখালে বুঝবেন ফ্ল্যাশ শেষ।
কাস্টম রম ফ্ল্যাশ করবেন যেভাবেঃ
১. প্রথমে কিছু সময় power+volup প্রেসকরে ধরবেন
২. আগেই উল্লেখ করেছি twrp টাচ সাপোর্টেড রিকভারী। wipe সিলেক্ট করুন। Cache, Dalvik Cache, Factory Reset এবং System একের পর এক সিলেক্ট করবেন।
৩. এবার install সিলেক্ট করুন এবং আপনার ডাউনলোড করা .zip ফাইলের রমটির লোকেশন দেখিয়ে দেন এবং Swipe করুন ফ্ল্যাশ করার জন্য।
৪. কিছুক্ষন অপেক্ষা করুন এবং ফ্ল্যাশ শেষে Cache এবং dalvik Cache wipe করুন এবং Reboot to system করুন।
৫. ব্যাস কাজ শেষ এবার সিস্টেম চালু হবার জন্য কিছুটা সময় অপেক্ষা করুন।
কিছু কাস্টম রম লিঙ্কঃ
xolo q800 এর কাস্টম রমগুলো আপনি এটায় ফ্ল্যাশ করে ব্যবহার করতে পারেন। লিঙ্ক এখানে
আমার মত অনেকেরই MiUi Rom ভালো লাগে। symphony w125 এর MiUi রম লিঙ্ক এখানে
আমি russell310। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Symphony – Xplorer W140 , W128,W16 (2G),W16 (3G), W22 (2G), W65,W66, W69,W72, W82,W85, W92 ZI,ZII factory flash file থাকলে দিবেন।