ফোনটির গুজব শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। ধারণা করা হয়েছিল খুব দ্রুত বাজারে আসবে এটি। আর সবাই ধরে নিয়েছিল এটি আসবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই। তবে না তার আগেই এই শুক্রবার ঘোষণা করা হল গ্যালাক্সি নোট থ্রি এর একটি স্বল্পমূল্যের সংস্করণ গ্যালাক্সি নোট থ্রি নিও।
ঘোষণা করা হলেও স্যামসাং সাথে এটিও জানিয়ে দিয়েছে যে এই ফোনটি তারা ইউএস এবং ইউকের বাজারে উন্মুক্ত করবে না। তবে বিষয়টি কিছুটা অবাক করার মতন যে কেন স্যামসাং এই সিধান্ত নিল। স্যামসাং তাদের এই সিধান্তের বিষয়ে ফোনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই জানিয়ে দেয়। গ্যালাক্সি নোট থ্রি নিও সত্যিকার অর্থেই নোট থ্রি এর একটি স্বল্পমূল্যের সংস্করণ। এতে আছে একটি ৫.৫ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন হল ১২৮০x৭২০ পিক্সেল, অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন, ৩১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০২.১১ a/b/g/n/ac ওয়াই-ফাই, এনএফসি, ব্লুটুথ ৪.০, আইআর ব্লাস্টার, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, এস পেন সাপোর্ট, মেমোরি কার্ড সাপোর্ট প্রভৃতি। নোট থ্রি এর মতন এটিও দুটি প্রসেসর সংস্করণে পাওয়া যাবে। একটি হবে ১.৬ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ভিত্তিক এবং অপর ফোরজি মডেলটি হবে ডুয়াল কোর ১.৭ গিগাহার্জ প্রসেসর এবং কোয়াড ১.৩ গিগাহার্জ প্রসেসরের সংমিশ্রণ। তবে প্রসেসরগুলো কোন প্রতিষ্ঠানের বা আর্কিটেকচারের সে বিষয়ে ঠিক করে কিছু জানা যায়নি। তবে হেক্সা কোর প্রসেসরটি স্যামসাং এর এক্সিনোস চিপ হবে বলা ধারণা করা যায়।
স্বল্পমূল্যের বলা হলেও স্যামসাং এর দাম এখনও ঘোষণা করেনি। স্যামসাং এর পোল্যান্ডের পেইজে প্রথম এটি দেখা যযায় এবং আগামী ফেব্রুয়ারিতে এটি বাজারে সাদা, সবুজ এবং কাল রঙে পাওয়া যাবে। আশা করা যাচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এটি সকলের কাছে প্রদর্শনের জন্যে উন্মুক্ত করা হবে।
আমি সৈয়দ ইয়ামিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am notthing but something .
jai ho movier download link ta den, apnar site giya bujte parina.