চুরি হয়ে যাওয়া আপনার মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করুন । মেগা পোস্ট

আমাদের অতি প্রিয় মোবাইলটি যখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কিছুই করার থাকে না। কিন্তু আপনি ইচ্ছা করলেই এখন থেকে মোবাইলের হদিস বের করতে পারবেন খুব সহজেই!

তবে সেজন্য আপনাকে একটা সফটওয়্যার ব্যাবহার করতে হবে । সফটওয়্যার টি হল Guardian-Mobile ।

config1-168x300

আপনি যদি মোবাইলে এই সফট ইন্সটল করে রাখেন তাহলে মোবাইল চুরি হওয়ার পর চোর যখন তার সিম মোবাইলে ঢুকাবে ঠিক তখনি তার নাম্বার থেকে গোপনে ম্যাসেজ চলে আসবে আপনার কাছে! শুধু তাই না আপনি ইচ্ছা করলে চোরের লোকেশনের ধারনাও পাবেন। এমনকি ফোন লকও হয়ে যাবে। আর এসব কিছুই হবে চোরের অজান্তে তাহলে চলুন তৈরি করা যাক চোর প্রতিরোধোক মোবাইল।mobile cheek

প্রথমে এখান থেকে Guardian সফট ডাউনলোড করে নিন।
ইন্সটল করতে হলে আপনার সেট হ্যাক করা থাকতে হবে।

এবার Guardian Unsigned.sisx ফাইলটি ইন্সটল করুন। সফটওয়্যার টি Registration করুন 0000 কোড দিয়ে।
তারপর Guardian Platinum Cracked.sisx ফাইলটি ইন্সটল করুন।
ব্যাস কাজ শেষ!

সিম্বিয়ান S60 V3 ও V5 সেটগুলোতে এই সফট সাপোর্ট করবে। নোকিয়া ছাড়াও কিছু সেট আছে সাপোর্ট করবে।

Guardian যেভাবে কনফিগার করবেনঃ

Recipient এ এমন কারও নাম্বার দিন যার কাছে চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসবে। এক্ষেত্রে আপনার ফ্যামিলির কারও নাম্বার দিতে পারেন।
Secret Code থেকে আপনার পাসওয়ার্ড সেট করুন। মনে রাখবেন পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যা হবে।
সব শেষে Status থেকে Enable করুন।

config2-168x300আপনি ইচ্ছা করলে যে কোন প্রোগ্রাম লক করেও রাখতে পারবেন।

prot1-168x300চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসলে এমন হবে।

theft2-168x300

চোরের লোকেশন জানতে *password code*localize* লিখে চোরের নাম্বারে ম্যাসেজ করুন। ফিরতি ম্যাসেজে দেখবেন চোরের লোকেশন লিঙ্ক দেয়া আছে।

local1-168x300

local2-300x168এছাড়াও এভাবে বিভিন্ন ম্যাসেজ দিয়ে অনেক কিছুই করা যাবে।

ধন্যবাদ সবাই কে । আপনার মোবাইল টি ভালো ভাবে দেখে রাকুন । মোবাইল এখন আমাদের জীবন ।

পূর্ব এখানে প্রকাশিত হয়েছে। দয়া করে দেখে নিতে পারেন এখান থেকে

Level 0

আমি Raselkhulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am happy to join techtunes.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Link nei keno?

@@[0:[478897975537517:1: খাঁচার ভিতর অচিন পাখি কেমনেআসে যায়,তারে ধরতে পারলে মনবেড়ি, দিতাম পাখির পায়… … হয়তো একদিন আমি থাকবোনা,হারিয়ে যাবো কোনো এক অজানায়|বন্ধু তুমি আমাকে খুঁজতে এসোনা,মনে করিও আমি তোমার পাশেই আছি সবসময় |দুঃখ নেই, কষ্ট নেই আমি রবো সারাজীবন তোমার পাশে ছাঁয়া হইয়ে |সবকিছু জেনেও মনের অজান্তে একটি ভুল করে ফেলেছি |ক্ষমা করে দিয়ো আমায়,শুধু বলা হলো না আমার না বলা কথা – ]]

@[478897975537517:]

    @টিউনার বিডি.নেট: @টিউনার বিডি.নেট: @RASELKOBIR75: টেকটিউনস এ এসব কি শুরু হইসে???????????????
    সবাই কি এখানে ফাযলামো করতে আছে????

vi backlink ta share koren

মেগাটিউন এতো বড় হয় সেটা আমার জানা ছিলো না।
😛

সফটওয়্যার টা আপনি আগে ট্রাই করে দেখেছেন তো?? সিম্বিয়ান তো এখন পুরানো হয়ে গেছে।
যাই হোক,ভালো হয়েছে।ধন্যবাদ