আপনার মোবাইলের অপেরা মিনি তে কাষ্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন যেভাবে।

কেমন আছেন সবাই?নিশ্চয় ভাল(বেকার প্রশ্ন করলাম)।

যাহোক,, মোবাইল ব্রাউজার হিসাবে অপেরা মিনি ব্যাবহার করেননি এমন মানুষ খুব কমই আছেন এবং কোন ভাবনা ছাড়াই বলা যায়,এটা খুব জনপ্রিয় একটা ব্রাউজার।

হয়ত খেয়াল করেছেন,ডিফল্ট ভাবে অপেরা মিনিতে কিছু সার্চ ইঞ্জিন যুক্ত থাকে।যেমন Google,Amazon,Yahoo,Bing,Wikipedia etc.

কখনও কি ভেবেছেন যদি এই সার্চ ইঞ্জিন লিষ্টে আপনার পছন্দ মত সার্চ ইঞ্জিন যুক্ত করতে পারতেন,তাহলে নিশ্চয় মন্দ হতনা!

হ্যাঁ,আজকে আমি এটাই দেখাবো কিভাবে আপনার মোবাইলের অপেরা মিনিতে কাষ্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন।

তাহলে চলুন শুরু করা যাক,টেকটিউনসের সার্চ ইঞ্জিনকে আমরা অপেরা মিনিতে যুক্ত করব।

প্রথমে আপনার মোবাইলের অপেরা মিনি ওপেন করুন।তারপর টেকটিউনসে প্রবেশ করুন।

সাইটি পুরোপুরি লোড হয়ে গেলে স্ক্রল করে নিচে আসুন এবং টেকটিউনসের সার্চ বস্কের কাছে এসে থামুন।

এবার সার্চ বস্কের উপর কার্সর রেখে আপনার মোবাইলের ১ কি প্রেস করুন।তাহলে নিচের মত দেখতে পাবেন।

Add Search Engine সিলেক্ট করুন তাহলে নতুন সার্চ ইঞ্জিনের নাম ইনপুট দেওয়ার জন্য ফিল্ড পাবেন।আমি নাম দিলাম Techtunes Search.

এবার add করুন।এরপর অপেরা মিনির সার্চ বস্কে গিয়ে দেখুন আপনার দেওয়া নামে নতুন সার্চ ইঞ্জিন যুক্ত হয়েছে,নিচের মত।

এবার ঐটা সিলেক্ট করে আপনার পছন্দ মত কিওয়ার্ড দিয়ে সার্চ করুন তাহলে দেখবেন সার্চ রেজাল্ট সহ টেকটিউনসের সার্চ পেজ আপনার সামনে হাজির হয়েছে।

অর্থাত পূর্বে যেখানে আপনাকে টেকটিউনসে প্রবেশ করে সার্চ বস্কে গিয়ে সার্চ করতে হত,সেখানে এখন আপনি সরাসরি অপেরা মিনি থেকেই সার্চ করতে পারছেন।

নোটঃ এভাবে শুধু টেকটিউনস নয়,যেকোন সাইটের সার্চ ইঞ্জিন কে আপনি অপেরা মিনিতে যুক্ত করতে পারবেন।

কেমন লাগল এবং কোথাও বুঝতে অসুবিধা হল কিনা জানাবেন।চেষ্টা থাকবে সাধ্য মত বোঝাবার।

ভাল থাকবেন সবাই।সকল প্রযুক্তি পাগল ভাইদের জন্য নতুন বছরের শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jana chilo. Khub valo hoyeche curry on

    @FIROZ AHMMED ROSE: হ্যাঁ ভাই এটা আপনার আমার মত অনেকেই জানে।তারপরেও অনেক ভাই আছে জানেনা।এটা তাদের জন্য দিলাম।মন্তব্যের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।

Level 0

Tnx

    @SK Miskat: মন্তব্যের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।