মোবাইল ইউজারদের জন্য নতুন চ্যাট সফটওয়্যার Frenzyim এর যাত্রা শুরু হল আজ থেকে।

আজ আমি নতুন একটি ইনস্ট্যান্ট চ্যাট সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। তবে যারা পূর্বে Mig33 ব্যবহার করেছেন তাদের কাছে এই সফটওয়্যার পরিচিত।

Frenzyim এটি একটি মোবাইল চ্যাট সফটওয়্যার। আপাতত জাভা, স্যাম্বিয়ান এবং এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম এর জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। আসুন দেখি কি কি ফিচার আছে।

# অন্যসব ইনস্ট্যান্ট মেসেঞ্জার এর মতই প্রাইভেট চ্যাট করা যায়।
# Public রুম এর চ্যাট করার সুবিধা।
# Abusive কর্মকাণ্ড প্রতিরোধের জন্য রয়েছে কিক করার সুবিধা
# রয়েছে Global Admin সিস্টেম।
# Virtual Gift

যেহেতু এটার ফাইনাল ভার্সন বের হয়নি তাই কিছু সিমিত ফিচার যুক্ত করা হয়েছে। পরবর্তীতে Merchant, mentor, Play room, Calling, World Wide Messaging সহ আরও অনেক ফিচার যুক্ত করা হবে সেই সাথে Android ইউজারদের জন্য Android ভার্সন বের করা হবে। আশা করি সবার ভাল লাগবে।

এটি টেস্ট ভার্সন তাই মাঝে মাঝে server জনিত সমস্যা দেখা দিতে পারে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

আজ থেকে এর পথচলা শুরু হল। যদিও পূর্বে এটি Max99 নামে পরিচিত ছিল। Mig33 এর মত Level সিস্টেম এখানে নেই। এখানে রয়েছে Coin সিস্টেম। যত চ্যাট করবেন তত কয়েন বারবে। এই কয়েন দিয়ে Public রুম এ কিক করতে পারবেন। আপনার সর্বমোট কয়েন জানতে যেকোনো Frenzyim চ্যাট রুম এ > /coins < এই কমান্ড দিলে আপনার কয়েন জানতে পারবেন। অথবা আপনার প্রোফাইল এও কয়েন উল্লেখ করা থাকবে।

বি দ্র ঃ প্রতিটা কিক এর জন্য ২০ কয়েন কমে যাবে এবং কোন কারনে Global Admin কিক খেলে ২০০ কয়েন কমে যাবে।
http://frenzyim.com/ এই ঠিকানা থেকে Frenzyim এর .জার ডাউনলোড করতে পারবেন। কোন সমস্যা হলে এবং আরও বিস্তারিত জানতে এই গ্রপ https://www.facebook.com/groups/frenzyim/ এর সাহায্য নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি তাকি ইলিয়াস। Software Engineer, Brain Station 23, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Yaaaan vai 😀 Seram 😀

Level 0

aj theke that means 1 tarikh theke jatra suru aita ki true??

yaan vi :O naki…???

vai account khulte parsina, kivabe sign up korte hobe akto bole den