নতুন বছরের শুভেচ্ছা জানাতে জেনে নিন এসএমএস বান্ডেল প্যাকগুলো

ব্লগার মারুফের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা রইল সবার জন্য। নতুন বছর উপলক্ষে ইতিমধ্যে ওয়ালপেপার এবং টাইমলাইন কভার ফটো কালেকশন নিয়ে পোস্ট করেছি। আশা করি সেগুলো সংগ্রহ করেছেন। আবারো বলছি যদি কেউ মিস করে থাকেন দেখে নিতে পারেন "নতুন বছর ২০১৪ সালের জন্য সেরা কিছু ওয়ালপেপার কালেকশন" এবং "নতুন বছরের জন্য এখনই নিয়ে নিন নির্বাচিত ২০+ ফেসবুক কভার ফটো কালেকশন!" । এখন আজ আপনাদের জন্য নতুন ধরণের একটা পোস্ট নিয়ে। আমাদের অনেকেই, অনেকেই বললে ভুল হবে প্রায় সবাই আমরা এইসব বিশেষ দিনগুলোতে সব প্রিয়জনকে শুভেচ্ছা এসএমএস পাঠিয়ে থাকি। আমি সাধারণত এমন দিনগুলোতে মোবাইলে এসএমএস বান্ডেল প্যাক নিয়ে থাকি। তাই হঠাৎ মাথায় আসলো যে আপনাদের সকলের জন্য মুঠোফোন অপারেটরগুলোর এসএমএস বান্ডেল প্যাকগুলো জানিয়ে দেই একসাথে।
যদি কিছুটা উপকার হয় তাহলেই আমি খুশি। আবার আপনি ফ্রি এসএমএস পাঠাতে পারেন। কিন্তু এমন দিনে অনলাইন থেকে ফ্রি এসএমএস পাঠানো কিছুটা লজ্জাজনক। কারণ, ফ্রি এসএমএস তো ঠিকই যায় কিন্তু সাথে তো বিজ্ঞাপনও যায়। তবে কেউ চাইলে আমার ফ্রি এসএমএস পাঠানোর ১০০০% কার্যকরী পোস্টটি পড়ে নিতে পারেন এখান থেকে। এখন আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি মুঠোফোন অপারেটরগুলোর এসএমএস বান্ডেল প্যাক ট্যাঁরিফ। ওদের অনেক ধরণের তো বান্ডেল আছে কিন্তু আজকের শুভেচ্ছার জন্য যারা এসএমএস প্যাক নিবেন তাঁদের উপযোগী প্যাকেজগুলো শেয়ার করছি ।
Sms
রবি অপারেটর ব্যবহারকারী (প্রিপেইড) :
  • ১০০ টি এসএমএস (রবি থেকে রবি) নিতে পারবেন ৫ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। মেয়াদ ২ দিন। বান্ডেল প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*৫৫৫৫# । এসএমএস ব্যালেন্স জানতে ডায়াল করুন *২২২*১০#
  • ১০০ টি এসএমএস (রবি থেকে যেকোন নম্বরে) নিতে পারবেন ১০ টাকায় (ভ্যাট প্রযোজ্য) । মেয়াদ ১ দিন। বান্ডেল প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*১০০০#
গ্রামীণফোন অপারেটর ব্যবহারকারী (প্রিপেইড) :
  • ১০০ টি এসএমএস (জিপি থেকে জিপি) নিতে পারবেন ৫ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। মেয়াদ ৩ দিন। বান্ডেল প্যাকটি কিনতে মেসেজ অপশনে লিখুন START SMS এবং পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে। এসএমএস ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*২# । ডিজিউস গ্রাহক ইতিমধ্যেই এই অফারের অন্তর্ভুক্ত।
বাংলালিঙ্ক অপারেটর ব্যবহারকারী (প্রিপেইড) :
  • ১০০ টি এসএমএস ( বাংলালিঙ্ক থেকে বাংলালিঙ্ক) নিতে পারবেন ভ্যাটসহ ৩.৪৪ টাকায় । মেয়াদ ১ দিন। বান্ডেল প্যাকটি কিনতে ডায়াল করুন *২২২*৮#। এসএমএস ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৩# । এটি একটি নিয়মিত প্যাক। সুতরাং ২৪ ঘণ্টা পর পর অটো রিনিউয়াল হবে। তাই এসএমএস নিয়ে কিছু ব্যবহার করে তারপর *২২২*৯# ডায়াল করে সাবক্রিপ্সন বন্ধ করে নিন।
এয়ারটেল অপারেটর ব্যবহারকারী (প্রিপেইড) :
  • ৫০০ টি এসএমএস (এয়ারটেল থেকে এয়ারটেল) নিতে পারবেন ৬.৩৩ টাকায় । মেয়াদ ১ দিন। বান্ডেল প্যাকটি কিনতে মেসেজ অপশনে লিখুন Y এবং পাঠিয়ে দিন ৪০০০ নম্বরে ।
খুবই দুঃখিত যে, সিটিসেল এবং টেলিটকের তথ্য দিতে পারলাম না। সিটিসেল এবং টেলিটকের এসএমএস বান্ডেল প্যাক নেয়ার সুবিধা সম্ভবত নেই। যদি থেকে থাকে আমাকে জানাবেন। নতুন বছর কাটুক ভাল এই কামনায় শেষ করলাম আজকের টিউন।
আমার ক্ষুদ্র ব্লগ এখানে...

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনি আপনার টিউনে টিউজিটর রিডাইরেক্টরের উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক ভাবে নিজের সাইটের লিংক ইনলাইন লিংক করছেন এবং বারবার নিজের সাইটের লিংক লিংক ব্যবহার করে টিউজিটর ড্রাইভাট করছেন। আপনার পূর্বের বেশ কিছু টিউনেও নীতিমালা ভঙ্গের একই বিষয় লক্ষ করা গিয়েছে। সম্পূর্ণ টেকটিউনস নীতিমালা পরিপন্থি।

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

Level 0

nice