কেমন আছেন সবাই তা জানতে চাইবো না! আসছে নতুন বছরে সবাই ভালো থাকুন এটাই চাই। এই লেখাটি আপনাদের কারো উপকারে লাগলে খুশি হবো। আর কোথায় ভুল করলে ক্ষমা করবেন।
আপনি কি আপনার অ্যান্ড্রয়েড ফোনে YahoO Mail ব্যবহার করেন? তাহলে এটা আপনার কাজে লাগতে পারে।
২০১৪ সালের ৮ জানুয়ারি থেকে Yahoo তাদের system এ পরিবর্তন আনছে। এটি Secure Sockets Layer (SSL)। SSL সম্পর্কে বিস্তারিত জানতে Wikipedia তে দেখুন। এতে করে কিছু unsupported phones এ connection problem হতে পারে। এর জন্য যা করতে হবে তা হলো:
(অ্যান্ড্রয়েড 4.0 এবং তার আগের জন্য)
১। প্রথমে setting এ যান। Account থেকে Email এ যান।
২। আপনার Yahoo Mail tap করুন।
৩। Remove account করুন। এবং confirm করুন।
এরপর আবার account টা Add করতে হবে।
১। প্রথমে setting এ যান।
২। Account থেকে Add Account এ যান।
৩। Email থেকে Others এ
৪। আপনার Full email আড্রেস এবং password দিন।
৫। Manual Setup সিলেক্ট করুন। IMAP account এ যান
৬। এরপর Incoming Server Settings টি দিন।
IMAP server settings
Incoming Mail (IMAP) Server - Requires SSL
Outgoing Mail (SMTP) Server - Requires TLS
Login info - Requires authentication
Outgoing Server Settings টিও একই হবে।
৮। Select how often the app checks for new mail, then tap Next.
৯। আপনার নাম এবং বর্ণনা দিয়ে Next করুন।
(IPhone OS 3 এবং আগের জন্য)
১। Setting এ যান । এরপর Yahoo Mail account সিলেক্ট করুন।
২। Delete এ চাপ দিন এরপর confirm করুন।
এরপর আবার account টা Add করতে হবে।
১। setting এ যান
২। Add account থেকে Other তারপর Add Mail account এ যান।
৩। আপনার Full email আড্রেস এবং password দিন। Next করুন।
৪। IMAP এ উপরের setting টি দিন।
৫। এরপর Next তারপর Save করুন।
অ্যান্ড্রয়েড 4.1 এবং তার পরের জন্য IMAP setting টি করতে হচ্ছে না।
IOS 4 এবং তার পরের জন্য IMAP setting টি করতে হচ্ছে না।
আবারো বলছি কোথায় ভুল থাকলে ক্ষমা করবেন।
আমি ফারহানুল হাসান পাপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছাত্র শ্রেণী: দ্বাদশ (বিঞ্জান) পুলিশ লাইন্স হাই স্কুল আ্যান্ড কলেজ, বগুড়া।