২০১৩ শেষ হতে চলল। স্মার্টফোনের জগতে এই সালটি চমত্কার সব উদ্ভাবনী ফীচারের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আসুন দেখে নেয়া যাক কোন ব্র্যান্ডের কোন স্মার্টফোন কি কি নতুন ফীচার আমাদের উপহার দিল -
১. Sony Xperia Z:
এই মোবাইল দিয়ে ১ মিটার পানির নিচে সাঁতার কাটতে কাটতে সমুদ্র জীবনের ছবি তুলতে পারবেন অথবা পানির গ্লাসে ৩০ মিনিট চুবিয়ে রাখলেও দিব্বি চলবে।
এছাড়া এতে ধুলোবালি ঢুকারও কোনো পথ নেই। তাই আরামসে সি বিচে বালির নিচে ঢুকিয়ে রেখে মজা দেখতে পারেন।
২. Samsung Galaxy S4:
এই বিস্ময়কর স্মার্টফোনের এমন সব চমকপ্রদ ফীচার আছে যা অনেক ব্যবহারকারী ব্যবহার করে উঠতে পারেননি। ক্যামেরাতে আছে ডুয়াল শট যা একই সাথে সামনে এবং পিছনের দিকের ছবি তুলে একই ফ্রেমে আবদ্ধ করতে পারবে।
সাউন্ড এন্ড শট ফীচারটি ছবির সাথে সাথে শব্দও ক্যাপচার করতে পারবে, তার মানে আপনি শুধু ছবি দেখতে না শুনতেও পাবেন। ড্রামা শট ফীচারের মাধ্যমে একই সাথে বেশ কয়েকটি ছবি তুলে তা একটা ফ্রেমে অটোমেটিক বন্দী করতে পারবেন।
গ্রুপ প্লের মাধ্যমে আপনার অন্য বন্ধুদের Galaxy S4 এর সাথে ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে একই সাথে অনেকগুলো মোবাইলে একই গান বাজাতে পারবেন। এছাড়া ছবি, ডকুমেন্ট ইত্যাদি অনেক সহজে শেয়ার করতে পারবেন।
S Translate ফীচার আপনার বলা কথা শুনে অথবা আপনার লিখা পড়ে সাথে সাথে ট্রান্সলেট করে দিবে অন্য ভাষায়। ধরুন আপনি ফ্রান্স বেড়াতে গেলেন এবং সুপারমার্কেটে গিয়ে মাংস কিনতে গিয়ে লেখা দেখে বুঝতে পারছেন না এটা গরু না শূকর। এস ট্রান্সলেটকে বলুন বা লিখুন ‘বীফ’ বা ‘পোর্ক’ সাথে সাথে আপনাকে ফ্রেঞ্চ ট্রান্সলেশন দেখিয়ে দিবে।
S Health এর মাধ্যমে আপনার workout, খাবার পরিমান, ক্যালোরি ইনটেক বা ওজনের লেভেল নিয়ন্ত্রণ করতে পারবেন।
Smart Pause এর মাধ্যমে মোবাইলে ভিডিও দেখা অবস্থায় আপনি ভিডিও থেকে চোখ সরালে তা সাথে সাথে অটোমেটিক pause হয়ে যাবে। এছাড়া চোখের মুভমেন্টের মাধ্যমে স্ক্রল আপ-ডাউনও করতে পারবেন।
৩. Apple iPhone 5S:
স্টিভ জবস চলে যাবার পর অ্যাপল বড়সড় চমক দেখাতে বরাবরই ব্যর্থ হচ্ছে। নতুন iPhone 5S এর একমাত্র নতুনত্ব, এর মধ্যে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসিয়েছে যার মাধ্যমে আঙ্গুলের ছাপ সনাক্ত করে ফোন আনলক করা যায়।
৪. LG G2:
এই স্মার্টফোনের ১০৮০ x ১০৯০ পিক্সেলের True HD-IPS + LCD দুনিয়ার সবচেয়ে হাই কোয়ালিটি স্মার্টফোন ডিসপ্লে।
৫. Nokia Lumia 1020:
একটা স্মার্টফোনের ভিতরে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা সাথে Carl Zeiss optics, optical image stabilization, Xenon flash এর মত ক্যামেরা ফীচার দিয়ে নোকিয়া এবছর সবার মাথা ঘুরিয়ে দিয়েছে।
৬. Walton Primo X2:
বাংলাদেশী ব্র্যান্ড Walton মাত্র ২৩,৯৯০ টাকায় ১.৫ গিগাহার্জের টার্বো quad-core প্রসেসর, ২ জিবি RAM, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৩২ জিবি ROM, HD ডিসপ্লে সাথে 3rd generation corning gorilla glass, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফুল এইচডি ভিডিওর মত ফীচার দিয়ে সবাইকে চমকে দিয়েছে।
৭. HTC One:
অনেকেই মনে মনে ধারণা পোষণ করত যে অ্যান্ড্রয়েড মোবাইল মানেই প্লাস্টিক ফিলিং আর একটা ছাইপাঁশ লুক। HTC One আসার পর এই ধারণা পোষণকারীরা নিরব হয়ে গেছে। স্লিম, মেটাল, সিলভার / ব্ল্যাক কালার বডি, HD ডিসপ্লে আর সুরুচিপূর্ণ লুক এর কারণে এই মোবাইলটি বছর সেরা মোবাইলের পুরস্কার জিতে নিয়েছে।
২০১৩র এত সব অত্যাধুনিক প্রযুক্তিগত আবিষ্কার আমাদেরকে উপস্থাপন করার জন্য এসব কোম্পানির কাছে কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়। এত চমকের পর এবার ২০১৪ সাল কি নিয়ে আসছে এটাই দেখার বিষয়।
এই আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয় - এখানে
আমি MobileDokan Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami aponar kache kritoggo j apni ato sundor akta tune upohar diechen………..