ব্লুটুথ দিয়ে ফ্রি SMS পাঠান যে কোন মোবাইলে(unlimited)

আসসালামু আলাইকুম
আমার ২য় পোস্ট এ আপনাদের স্বাগতম
মোবাইল থেকে এস এম এস পাঠানোর সিস্টেম আমরা সবাই জানি। কিন্তু আজ যে পদ্ধতি দেখব তা দিয়ে যে কোন মোবাইলে যত খুশি এস এম এস পাঠাতে পারবেন একদম ফ্রি। তো চলুন কি লাগবে এবং কীভাবে পাঠাবেন জেনে নি।
যা লাগবেঃ
আপনার এবং যার কাছে পাঠাবেন দুইজনের ব্লুটুথ সাপোর্ট এবল সেট লাগবে।
যার কাছে পাঠাবেন তার মোবাইলের ব্লুটুথ চালু থাকতে হবে।
যেভাবে পাঠাবেনঃ
আপনার মোবাইলের organizer থেকে notes ওপেন করুন। add এ ওকে করে যা পাঠাতেন চান লিখুন। এবার notes টি save করুন।
এবার option> send notes> via Bluetooth এ ক্লিক করে যার কাছে পাঠাতেন চান তার ডিভাইস সার্চ করে send করে দিন। এভাবে যত খুশি তত notes এস এম এস হিসাবে পাঠাতে পারবে।
বিঃ দ্রঃ এই পদ্ধতিটি দুইটি ডিভাইসের ০- ১০০ ফুট দূরত্বের মধ্যে কার্যকর হবে।বিষয়টি মোবাইলের ব্লুটুথ পাওয়ার এর উপর নির্ভর করবে। বিশেষ করে আপনার কাছের মানুষ যারা পাশের রুম, বিল্ডিং কিংবা বাড়ীতে থাকে তাদের সাথে এই পদ্ধতিতে যোগাযোগ করতে পারেন। আশা করি টিউনটি ভাল লেগেছে।
মনে রাখার টিপস সহ শিক্ষা বিষয়ক যে কোন টিপস পেতে ভিজিট করতে পারেন আমার ব্লগ সাইট এখান থেকে

Level 2

আমি মোঃ তারিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস