আপনি চাইলে প্রোগ্রাম লোড করা যায় এধরনের মোবাইল ফরম্যাট করতে পারেন অতি সহজে।ধরা যাক আপনি এখন নকিয়া 7610 মোবাইল ইউজার। কারন বসত আপনার মোবাইলটি ফরম্যাট করা খুবই দরকার। কিন্তু আপনি যানেন না কিভাবে ফরম্যাট করবেন।
আপনি এ ধরনের মোবাইল সাধারনত দুইভাবে ফরম্যাট করতে পারবেন
প্রথমে আপনাকে জানতে হবে আপনার মোবাইলের কোড নাম্বার কত।সাধারনত নোকিয়া মোবাইলের ডিফল্ট কোড ১২৩৪৫ হয়ে থাকে। এই কোডগুলো যে কেউ পরিবর্তন করতে পারে।আর এই জন্য আপনাকে সঠিক কোড সিলেক্ট করতে হবে। প্রথমে দেখেনিন আপনার মোবাইলটি চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে আপনার মোবাইলে বাটন *#৭৩৭০# চাপুন এর পর আপনার কাছে কোড নাম্বার চাইবে। আপনি এখন আপনার মোবাইলের কোড টাইপ করুন। টাইপ করা হয়ে গেলে দেখবেন মোবাইলটি অটোমেটিক রিষ্টাট হয়ে চালু হবে। সময় তারিখ পরিবর্তন করুন এখন দেখুন আপনার মোবাইলটি নতুন অবস্থায় যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে।
ধরুন আপনি আপনার মোবাইলের কোড জানা নেই অথবা কেউ পরিবর্তন করেছে এবং সেটাও আপনার জানা নেই। এ ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে তা হল, প্রথমে আপনার মোবাইলটি বন্ধ করতে হবে। এখন আপনার মোবাইলের বাটন ৩*ইয়েস বাটন,পাওয়ার সুইজটি একত্রে চেপে ধরে একটু অপেক্ষা করুন।যদি বাটন গুলো সঠিক ভাবে কাজ করে থাকে তাহলে আপনি দেখতে পাবেন মোবাইলের স্ক্রিনে এক পাশ থেকে কলো হয়ে আসছে এবং মাঝ খানে লেখা আছে Format এ ধরনের কিছু এলে বুঝতে হবে আপনার মোবাইলটি ফরম্যাট হচ্ছে।
কে,এম, ইউসুফ
কলেজ বাজার
বিরামপুর, দিনাজপুর
01725495506
আমি Yusuf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হে মানুষ, মানুষকে ভালবেস, কখনো দুঃখ দিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কে, এম ইউসুফ বিরামপুর কলেজ বাজার বিরামপুর, দিনাজপুর। 01725-495506 [email protected]
ধন্যবাদ েক এম ইউসুফ ভাইেক