ভূমিকা
মাইক্রোসফট-এর মাইফোন সফটওয়্যারটি সম্পর্কে অনেকেই নিশ্চয়ই জানেন। অনেকেই হয়তো ব্যবহারও করছেন। এ সফটওয়্যারটির ক্ষেত্রে যারা নতুন তারা চমৎকার এ সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে মাইফোন.মাইক্রোসফট.কম- ভিজিট করুন।
সফটওয়্যারটি দিয়ে যা করা যায়ঃ-
১। মোবাইল ফোনের সকল ডেটা বিনামূল্যে আজীবন ব্যাক আপ রাখা।
২। হারিয়ে যাওয়া ফোনের লোকেশন চিহ্নিত করা (শর্ত সাপেক্ষে)।
৩। ফেসবুক, ফ্লিকার, মাইস্পেস, উইন্ডোজ লাইভ- এর মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনার মোবাইল ফোনের ডেটা শেয়ার করা।
৪। হারিয়ে যাওয়া ফোনের সকল ডেটা লক করা বা মুছে দেয়া (শর্ত সাপেক্ষে)।
৫। মোবাইল ফোনে বাড়তি স্পেস ব্যবহার করা।
কি থাকতে হবেঃ-
ফ্রি এ সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আপনার উইন্ডোজ লাইভ আইডি (হটমেইল, মেসেঞ্জার বা এক্সবক্স লাইভ একাউন্ট) থাকতে হবে। সেইসাথে উইন্ডোজ, এন্ড্রয়েন্ড বা ব্ল্যাকবেরী সিষ্টেমের মোবাইল হলে তো কথাই নেই। তবে সিনক্রোনাইজ সুবিধা রয়েছে- এমন যে কোন ফোনে সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।
আপনাকে যা করতে হবে
পিসি থেকে সাইটে ঢুকে ''সেন্ড লিঙ্ক টু ফোন''- এ ক্লিক করে কান্ট্রি কোডসহ আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন। আপনার মোবাইলে লিঙ্ক আসা পর্যন্ত অপেক্ষা করুন। মোবাইলে আসা লিঙ্কে ক্লিক করে ধীরে সুস্থে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। আপনার মোবাইল ফোনের প্রোগ্রাম অথবা সেটিংস মেন্যু থেকে মোবাইল ফোনে সফটওয়্যারটি সেট আপ দিন। সেট আপ সফল হলে উইন্ডোজ লাইভ একাউন্টে সাইন ইন করতে বলবে। সাইন ইন- এর পর ডাটা সিনক্রোনাইজ করতে বলবে। সিনক্রোনাইজ সেটিং 'ম্যনু্য়্যাল'- এ সেট করে ডাটা সিনক্রোনাইজ শুরু করুন (ইন্টারনেটের আনলিমিটেড কানেকশন/ ডাটা প্ল্যান না থাকলে 'অটোমেটিক' সিনক্রোনাইজ না করতে আপনাকে রিকমেন্ড করা হবে)। প্রথমবারের চেষ্টায় সিনক্রোনাইজিং ফেইল দেখাতে পারে (যেহেতু মোবাইলের নেটওয়ার্কের উপর বিষয়টি নির্ভর করে)। সিনক্রোনাইজ ফেইলড্ দেখালে মোবাইল ফোনটি রিষ্টার্ট দিন (অফ করে অন করুন)। নতুন করে সিনক্রোনাইজ শুরু করুন। মোবাইল ফোনে ডেটা (ফোনবুক, ম্যাসেজ, ফটো, ভিডিও) বেশী থাকলে সিনক্রোনাইজিং- এ বেশ কিছুটা সময় নিবে।
অতঃপর
সিনক্রোনাইজ সফল হলে দেখুন, আপনার মোবাইল ফোনের সব ডেটা নিয়ে এই সাইটে ২০০ এম বি'র একটা ফ্রি একাউন্ট তৈরী হয়ে গিয়েছে। এখন যে কোন পিসি থেকে আপনার মোবাইল ফোনের ডেটা একসেস করতে পারবেন। ফোন চুরি হলে বা হারিয়ে গেলেও সারা জীবন ধরে রেকর্ড করা কন্টাক নাম্বার, ম্যাসেজ, ছবি, গান, ভিডিওগুলো নিয়ে আর ভাবতে হবে না। মাসে মাসে মোটা অঙ্কের টাকা দিয়ে মোবাইল ফোন কোম্পানীগুলোর ডাটা ব্যাক আপ সার্ভিস নিতে হবে না।
মনে রাখবেনঃ- একটানা ৬ মাস সার্ভিসটি একসেস না করলে সকল ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
পরামর্শঃ- নিজের না থাকলে সিনক্রোনাইজ সুবিধা রয়েছে- আত্মীয়-পরিজন বা বন্ধু-বান্ধবের এমন যে কোন ফোন সেটে আপনার সিমটি লাগিয়ে নিয়ে সার্ভিসটি ব্যবহার করুন। ডেটা ব্যাক আপ করে সিম খুলে আপনার সাধারণ ফোন সেটে ফিরে আসুন।
আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.
আমার জানা ছিলনা আপনার মাধ্যমে জানলাম ধন্যবাদ আপনাকে।