বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হুয়াউই অ্যাসেন্ড পি৬ এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর। এর রয়েছে ধাতব আবরণ।
অ্যাসেন্ড পি৬ নামে নতুন স্মার্টফোন ছেড়েছে চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াউই। ৬ দশমিক ১৮ মিমি পুরু এ হ্যান্ডসেট বিশ্বের সবচেয়ে পাতলা বলে দাবি কোম্পানিটির। ঢাকার এক হোটেলে এ হ্যান্ডসেটের বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ স্মার্টফোনে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজ কোয়াড-কোর কে৩ভি২ই প্রসেসর ও মসৃণ ধাতব কাঠামো। অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেমের হ্যান্ডসেটটিতে রয়েছে ৪ দশমিক ৭ ইঞ্চি হাইডেফিনেশন ইন-সেল ডিসপ্লে, ২ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ও ৮ এমপি রিয়ার-ফেসিং বিএসআই ক্যামেরা।
২.০ অ্যাপারেচার ও ৪ সেন্টিমিটার ম্যাক্রো ভিউবিশিষ্ট এ ক্যামেরার মাধ্যমে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক করা সম্ভব।
এছাড়া অধিক স্ক্রিন সংবেদনশীলতার জন্য স্মার্টফোনটিতে রয়েছে ‘ম্যাজিক টাচ’, যার ফলে হাতে গ্লাভস বা হাতমোজা কিংবা কোনো আবরণ থাকলেও এতে দ্রুত কাজ করা যাবে। প্রোপ্রাইটরি ইউজার ইন্টারফেসের মধ্যে রয়েছে সম্প্রসারিত নিরাপত্তা সুবিধাসহ ইউনি-হোম, হুয়াউই মি উইজেড, ম্যাজিকটাচ ও স্মার্টরিডিং।
দেশে কিউ মোবাইল ও সিঙ্গারের প্রদর্শনীকেন্দ্রসহ হ্যান্ডসেট বিক্রয়কারী অন্যান্য প্রতিষ্ঠানেও হুয়াউই ফোনটি পাওয়া যাবে।
মূল্য: ৩৪,৯৯০ টাকা
সৌজন্যে: টেকএডুনিউজ ডটকম
আমি উড়ন্ত পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek besi dam