Symphony D130 -একটি সাধারণ মোবাইল, অসাধারণ ব্যাটারি!

আসসালামু আলাইকুম। টেকটিউনসে স্বাগতম। সাধারণ কাজে ব্যবহারের জন্য যারা দীর্ঘক্ষণ চার্জ থাকে এমন মোবাইল খুজছেন, পোস্টটি তাদের জন্য। এ উদ্দেশ্যে আজ আলোচনা করছি  সিম্ফোনি ডি-১৩০ মডেলের মোবাইল নিয়ে। Symphony D-130 মোবাইলটির পূর্ণ ফিচার তাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে। বাংলাদেশের বাজারে মোবাইলটি ২০১৩ সালের মে মাসে বিক্রয় শুরু হয়। ফিচার অনুযায়ী এটি খুব বেশি ভালো মানের মোবাইল নয়। তাই সেটটির দামও বাংলাদেশে অন্যান্য মোবাইলের তুলনায় কম। মাত্র ২৫৯০ টাকা। তবে যে বাজারে মাত্র ১০০০ টাকায় অনায়াসে নতুন মোবাইল সেট পাওয়া যায়, সেই বাজারে ২৫৯০ টাকাও অনেক বেশি।

symphony D130
স্পেসিফিকেশনঃ সিম্ফোনি ডি ১৩০; লং ব্যাটারি।

আসুন, সেটটির কিছু দিক নিয়ে আলোচনা করি। সেটটির প্রধান আকর্ষণ হলো এর লং-ব্যাটারি। দৈহিক গঠন ও কাজ, দুটো দিকেই এটি লং!  ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের এই লিথিয়াম-আয়ন ব্যাটারিটি দীর্ঘ দিন চার্জ সংরক্ষণ করতে পারে। সাধারণভাবে কথা বলতে চাইলে একবার চার্জের পর অনায়াসে সপ্তাহ দুয়েক পার হয়ে যাবে। এই দিকটিই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তবে অডিও, ভিডিও এবং রেডিও চালালে মোটামোটি চার-পাঁচ দিন চলে যায়।

ফোনটির কিছু বৈশিষ্ট্য (অভিজ্ঞতালব্ধ):

অপেক্ষাকৃত ভালো বৈশিষ্ট্য

  • লং ব্যাটারি, লং চার্জ।
  • অডিও, ভিডিও ও রেডিও সন্তোষজনক।
  • ভিজিএ ক্যামেরা (দামের বিচারে সমান দামের অন্যান্য সিম্ফোনি মোবাইলের চেয়ে তুলনামূলক) ভালো।
  • ছবি ও ভিডিও রেকর্ডিং।
  • অডিও রেকর্ডিং, রেডিও রেকর্ডিং এবং ফোন কনভার্সেশন রেকর্ডিং।
  • ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই।
  • বড় স্ক্রিণ (240X320), বাংলা ল্যাঙ্গুয়েজ, পছন্দের রিংটোন।
  • ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, কলটাইম রিমাইন্ডার, অটো ইন্ডিং।
  • বিল্ট-ইন অপেরা মিনি (V4.4.32206), ইয়াহু, ফেসবুক, টুইটার, ইন্টারনেট ব্রাউজারসহ কিছু সফটওয়্যার।
  • জাভা সাপোর্টেড (তাই আমি ব্যাক্তিগতভাবে আজান, কোরআনিক দোয়া ও মোবাইল কোরআন সফটওয়্যার ব্যবহার করছি)।
  • অপেক্ষাকৃত দ্রুত অপারেটিং ও ফিচারড ট্রান্সিশান।
  • ব্লু-টুথ, ওয়েবক্যাম, কম্পিউটারে ডাটা স্টোরেজ, টর্স।
  • গত চারমাসে ব্যবহারে কোন ধরনের যান্ত্রিক ত্রুটি নজরে পড়েনি।

মন্দ বৈশিষ্ট্য

  • ব্যবহারযোগ্য ফোন মেমোরি মাত্র ৫৪৩.৫ কিলোবাইট। তাই, অবশ্যই মেমোরি কার্ড কিনতে হবে।
  • কোথাও কল করলে ডায়ালিংয়ের সময় ফোন কানের কাছে না নিলে রিং হচ্ছে কি না বুঝা যায় না। তবে, Health dialing নামে Call setting-এ একটি অপশন আছে। এটিকে অন রাখলে যে কোন কল রিসিভ হওয়ার সাথে সাথে ভাইব্রেশন হয়।
  • ব্যবহারযোগ্য ফোন মেমোরি কম থাকায় সামান্য বড় সাইজের কোন জাভা সফটওয়্যার ইনস্টল কিংবা ব্যবহার করা যায় না।
  • ভিডিও প্লেয়ার মোটামোটি মানের হলেও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ভিডিও থেমে থেমে রেকর্ড হয়।
  • ফোনটি ব্যবহারের ক্ষেত্রে কোন প্রাইভেসির ব্যবস্থা নেই। ফোন পাসওয়ার্ডের ব্যবস্থা থাকলেও তা শুধু সিম পরিবর্তনের ক্ষেত্রে কাজে দিবে। আবার তিনবার ভুল পাসওয়ার্ড টাইপ করলেই চিরতরে লক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফোনটি কাদের জন্যঃ

  • যারা ভ্রমণ কিংবা ব্যবসার কাজে নিয়মিত লম্বা পথ যাতায়াত করেন, দীর্ঘস্থায়ী এই ফোনটি তাদের অনেক সহায়ক হবে। শুধু প্রয়োজনীয় কথা বলার কাজে ব্যবহার করলে মোটামোটি দশ বারো দিন নিশ্চিন্তে এবং কোন চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ফোনটি ব্যবহার করা যাবে।
  • সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে বাংলাদেশি শ্রমিক ভাইদেরকে তাদের কোম্পানিগুলোতে টাকার বিনিময়ে মোবাইল চার্জ দিতে দেওয়া হয়। এক্ষেত্রে এই সেটটি ব্যবহারের ফলে তাদের সময় ও টাকা দুটোই সেভ হবে।
  • চড় বা দ্বীপাঞ্চলের বাসিন্দা কিংবা স্বাভাবিক বিদ্যুত বিহীন এলাকার সৌরবিদ্যুত নির্ভর লোকজনের জন্য।
  • এয়ারটেল, গ্রামীণ এবং বাংলালিংক সিম ব্যবহার করে নকেয়ার অনেক মোবাইলেও ফেসবুক জিরো চালানো যায় না। কিন্তু প্রক্সি এবং পোর্ট সেট করে এটিতে অনায়াসে ফেসবুক জিরো এবং ফ্রি নেট চালানো যায়।
  • সিকিউরিটির জন্য কারো কথা বা কনভার্সেশন রেকর্ড রাখতে চাইলে এই ফোনটি অনেক সহায়ক।
  • যারা বাংলা মেসেজ লিখতে পছন্দ করেন।
  • ওয়েবক্যাম এবং ব্লু-টুথ যাদের জন্য অতি দরকারি।

আসুন, ফোনটির কিছু ছবি দেখি-

Latestbangla D130
ছবিঃ ১। সিম্ফোনি ডি ১৩০
symphony D130
ছবিঃ ২। আমার ব্যবহার করা সিম্ফোনি ডি ১৩০
symphony D130
ছবিঃ ৩। আমার ব্যবহার করা সেটটির ব্যাটারি সাইজ হাইলাইট করা হয়েছে।

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হাতে সময় থাকলে আমার সাইটটিতে ঘুরে আসতে পারেন। আমার সাইট লেটেস্টবাংলা.কম

Level New

আমি mkmasud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

3000mah a matro 10h talktime ar chaite nokia 112 110 to onek valo.

    Level New

    @ronylts: নকিয়া ১১২ তে 1400 mAh ব্যাটারি, সেটটির দাম ৩৫৯৯ টাকা, সিম্ফোনি ডি১৩০ থেকে ১০০০ টাকা বেশি। বেশি সময় কথা বলা গেলে সেটটি অবশ্যই ভালো।

    আপনাকে ধন্যবাদ।

আপনার এটা দিয়ে কী মডেম হিসেবে নেট ব্যবহার করা জাবে কী…?

    Level New

    @মাহমুদ কলি।: না ভাই, নেট ব্যবহার করা যায় না। ডাটা কেবল কানেক্ট দিলে দেখায়ঃ
    ১। mass storage
    ২। com port
    ৩। MTP storage
    ৪। web camera

    Level New

    @limaj: আপনাকে অসংখ্য @মাহমুদ কলি।: sorry, মডেম হিসেবে নেট ব্যবহার করা যায় না।

Level 0

চমৎকার একটি রিভিউ। যেহেতু ব্যাটারীর ব্যাপারটা এসেই গেল, একটা জিনিস জানতে চাই- নকিয়ার বেসিক ফোন (১০১) এর জন্য হাই ক্যাপাসিটির ব্যাটারী কোনটি কেনা যাবে? সেটটি কেনার সময় এর সাথে BL-5C (1020mAh) ব্যাটারী পেয়েছি। এর বেশী mAh এর ব্যাটারী কোনটি?

    Level New

    @limaj: আপনার টিউমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে নকিয়া ১০১ সম্পর্কে তেমন কিছু জানিনা। তবে সেটের সাথে অরিজিনাল ব্যাটারি যদি ১০২০ মিলি অ্যাম্প. এর হয়, এটার রিপ্লেসমেন্ট হিসেবে বেশি মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি না কিনাই ভালো মনে করছি।

      @mkmasud: আপনি ঠিকই বলেছেন ব্যটারির গায়ে যে আ্যম্পিয়ার দেয়া থাকে সেই আ্যম্পিয়ার এর সাথে মিল রেখে ব্যটারি ও চার্জার কিনতে হবে নতুবা মোবাইলের জন্য ক্ষতিকর হতে পারে যেমন,

      ব্যটারি ১০২০ আ্যম্পি..
      চার্জার ৮০০ আ্যম্পি.. তাহলে ব্যটারি সহজে চার্জ হবে না, আবার ব্যটারি থেকে চার্জার এর আ্যম্পিয়ার বেশি হলে ব্যটারি কিছুদিন পর ফুলে উঠবে নতুবা বয়স কম দেবে। তাই ব্যটিারির সাথে মিল রেক্ষে চার্জার ও ব্যটারি কিনতে হবে।

        Level New

        @মাহমুদ কলি।: @মাহমুদ কলি।: আপনি ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ, ভাই।

Level 0

How much?

    Level New

    @zahid20: আসসালামু আলাইকুম। টেকটিউনসে স্বাগতম। সাধারণ কাজে ব্যবহারের জন্য যারা দীর্ঘক্ষণ চার্জ থাকে এমন মোবাইল খুজছেন, পোস্টটি তাদের জন্য। এ উদ্দেশ্যে আজ আলোচনা করছি সিম্ফোনি ডি-১৩০ মডেলের মোবাইল নিয়ে। Symphony D-130 মোবাইলটির পূর্ণ ফিচার তাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে। বাংলাদেশের বাজারে মোবাইলটি ২০১৩ সালের মে মাসে বিক্রয় শুরু হয়। ফিচার অনুযায়ী এটি খুব বেশি ভালো মানের মোবাইল নয়। তাই সেটটির দামও বাংলাদেশে অন্যান্য মোবাইলের তুলনায় কম। মাত্র ২৫৯০ টাকা।

Symphony D130
সেটটিতে ডায়াল কল লিস্ট কতটি জমা থাকে। কারন ব্যাবসার কাজে বাটন সেট দরকার। জানালে খুশি হব।