আশাকরি সবাইভালো আছেন। গতদিন আমি Unlock GP Modem এর উপর একটা টিউন দিয়ে ছিলাম আশাকরি অনেকের কাজে লেগেছে। যারা মিস করেছেন এখান থেকে দেখে নিতে পারেন । আজ মোবাইল আপডেট এর উপর টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যাই হোক কাজের কথাই আসা যাক।
Samsung E-2252 মোবাইলটিকে অনেতে Metro/E-2252 Utica বলে যানেন আজ এই মোবাইল এর উপর মেগা টিউন নিয়ে হাজির হলাম। আপনারা হয়তো অনেকেই জানেন না এই মোবাইলটি USB Modem কাজ করে এবং এটিকে কোন PC Suit / kies দিয়ে নেট কানেকশন দেয়া যাইনা। তাইটেনশ নাই আমি বলবো কি করে কানেকশন দিবেন। আগে আপডেট করবেন কিভাবে তা বলে নিই।
সেটটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
যদি কোদিন এই মডেলের বা এর আশেপাশের মডেলের মোবাইল এর সফটওয়ার জনিত কোন সমস্যা হয় তবে আর নয় কোন সার্ভিসিং সেন্টার নিজেই করুন নিজের মোবাইল Service বিনা পয়সাই।
প্রথমে আপনাকে যা করতে হবে
- Samsung GT-E2252 Firmware Package.(click Here)
এবং
- GT-E2252 Flash Loader program.(Click Here)
(আমি আন্তরিক ভাবে দু:খিত করার জন্য লিংক সার্পোট করছেনা তাই করতে হয়েছে)
এই দু’টি সফওয়ার ডাউনলোড করতে হবে।
একটি USB ক্যাবল লাগবে।
এখন ডাউনলোড কৃত ফাইলটি আনজিপ করুন এরপর নিচের নিয়ম গুলো অনুসরণ করুন:-
Flash Loader folder এর ভিতরে Sunstone_V5_00_0_1_WHQLed.zip ফাইলটিকেও আনজিপ করুন এবং এখান থেকে bfloader.exe কে ডবল ক্লিক করে Run করান।
এখন মডেল সিলেক্ট করতে SET Model button ক্লিক করুন এবং E2252_Utica_Setting_v00_production.mdl সিলেক্ট করুন।
এরপর Main Partition button এ ক্লিক করুন এখন যে window আসবে তা থেকে Browse এ ক্লিক করে E2252XX.ptt ফাইল টিকে BIN folder থেকে সিলেক্ট করে OK দিন।
এইবার CSC button এ ক্লিক করুন এখন যে window আসবে তা থেকে Browse এ ক্লিক করে E2252XX.ptt ফাইল টিকে CSC folder থেকে সিলেক্ট করে OK দিন।
এখন START button এ ক্লিক করুন।
এখন আপনাকে যে কাজটি করতে হবে সেট থেকে SIM-card এবং Memory card টি খুলে নিয়ে সেটটি ব্যাটারি লাগানো অবস্থাই অফ রেখে 1 + 3 একসাথে চাপে ধরে ডাটাক্যাবলটি কম্পিউটারে লাগাতে হবে। তারপর যখন Flash Loader program টি আপনার ফোন কে detect করবে এবং firmware install নিতে শুরু করবে তখন আপনি হাত সরিয়ে ফেলুন।
এখন অপেক্ষার পালা ৫-১০ মিনিট অপেক্ষা করুন দেখবেন লোডার সফওয়ার এর window তে Slot freed for new download ম্যাসেজ দেখাবে তখন ফোনটি পিসি থেকে ডিসকানেক্ট করুন এবং ফোনটি অন করুন। অন করার পর *2767*3855# কোডটি ডায়াল করুন। দেখবেন ফোনটি একবার Restart মারবে। ব্যাস সব কাজ শেষ এখন ফোনটি ব্যবহার করুন সেই আগের মতই যখন এটি নতুন কিনেছিলেন।
নিচে ছবি গুলো খেয়াল করুন সম্পূর্ণ তুলে হলো:
(প্রথমবার যদি ফ্লাশ প্রোগ্রামটি কাজ না করে তহলে disconnect করুন এবং পুনরাই ১ চাপুন এবং ধরে থাকুন, USB Cable connect করুন। না হলে ২ চাপুন না হলে পুরো প্রসেসটি আবার ট্রাই করুন। কোন প্রকার ক্ষতি বা কিছু হলে আমি দায়ি নই করন আমি এটি নিজে ট্রাই করে সফল হয়ছি এবং আপনাদের সাথে সেয়ার করলাম)
How to use Samsung E-2252 as a MODEM: এবার আসা যাক কিভাবে এটিকে USB MODEM হিসাবে ব্যবহার করা যাই?
এই ফোনটির একটি বড় সমস্যা হলো এটি Samsung kies/PC Suit দিয়ে Internet Connection দেওয়া যায় না। আমি অনেক দিন চেস্টার পর একটি সফটওয়ার পেয়েছি যা দিয়ে রমারম ইন্টারনেট ব্যবহার করা যায়। ICM নামে একটি সফটওয়ার আছে যাকে Networking Wizard ভলা হয়। এটি দিয়ে যাদের ফোনের PC Suit নাই অথচ PC তে USB Connection দিলে বলে USB MODEM Connected/ detect তারা এই সফটওয়ারটি ডাউনলোড করে চেষ্টা করে দেখতে পারেন তবে E-2252 তে ১০০% হবে। আপনি START মেনু থেকে মেনুয়াল নেওয়ার্ক সেট করতে পারবেন START Manu>All programs>Samaung/ICM>Samsung Networking Wizard>Configaration তবে ফোন কানেকশন দিয়ে মেনুয়া্ল নেওয়ার্ক সেট করতে হবে। এটি প্রক্সিতে MMS বা অন্য কিছু ব্যবহার করতে হলে আর সরাসরি নেট চালাতে হলে START Manu>All programs>Samaung/ICM>Samsung Networking Wizard> Networking Wizard বা Desktop এর Networking Wizard ক্লিক করে Dail Up Connect দিলেই হবে।
ডাউনলোড ICM/Networking Wizard
নিচে ছবি দেখেন হয়তো বুঝতে পারবেন:
E-2252 তে যদি জিপি সিম দিয়ে Operamini না জালাতে পারেন তবে অন্য অপারেটর এর সিম ব্যবহার করে Operamini চালিয়ে পরে জিপি সিম তুলে Operamini ব্যবহার করেন দু-এক বার সমস্যা করবে পরে ঠিক হয়ে যাবে।
নিম্নে কিছু বিভিন্ন Samsung সেট এর জন্য লিংক দেওয়া হলো :
Download Firmware Package Link For Different Model
Download SAMSUNG Flashing Programs For Different Model
আশা করি আমার এই টিউনটি সবার ভালো লাগবে। যারা এই প্রসেস গুলো জানেন তাদের আরো বেশি কিছু জানা থাকলে comments Box এ তা সেয়ার করতে পারেন। আর যাদের প্রশ্ন আছে তারা করতে পারেন আমি সাদ্ধ মতো চেষ্টা করবো উত্তর দিতে। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন।
আপনাদের সাথে আমার ফ্রি সফটওয়ার সাইটটি সেয়ার করলাম আশা করি ভালো লাগবে যদি কোন সফটওয়ার লাগে আমাকে ই-মেইল করতে পারেন।
আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,educational topics etc.....visit my site: https://dhakaprime.com
ধন্যবাদ ভাই। আমার ফোনে try করে দেখবো।