বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোনগুলোর বাজার দর – নভেম্বর ২০১৩

নভেম্বর মাসে এসে দেখা গেল নোকিয়া এবং স্যামসাং মোবাইলের চাহিদা কিছুটা পড়তির দিকে। বিক্রির দিক দিয়ে ওয়ালটন এবং সিম্ফনি মোবাইল সবচেয়ে এগিয়ে। ওয়ালটন চায়না ব্র্যান্ড Gionee র  Elife E6 মডেলটি রিব্র্যান্ডিং করে Walton Primo X2 নামে রিলিজ করার পর প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছে। বর্তমানে চাহিদার দিক দিয়ে এটি বাংলাদেশী বাজারে সবচেয়ে উপরে অবস্থান করছে। এছাড়া সনি, এইচটিসি মোবাইল টপে না থাকলেও চাহিদা আগের চেয়ে বেড়েছে। নভেম্বরের শুরুতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল এবং এর বাজার দর:

 

 

walton-primo-x2Walton Primo X2 - BDT 23,990

Symphony W150 - BDT 16,990
Symphony-W71
Symphony W71 - BDT 7,990
Symphony-Xplorer-W82
Symphony W82 - BDT 8,990
Symphony-xplorer-w125
Symphony W125 - BDT 12,190
symphony-w35-price-in-bangladesh
Symphony W35 - BDT 6,290
Symphony-Xplorer-W65-price-bangladesh
Symphony W65 - BDT 6,250
Walton-primo-F2
Walton Primo F2 - BDT 6,990
Nokia-Lumia-1020-price-Bangladesh
Nokia Lumia 1020 - BDT 54,000
Nokia-Lumia-520-price-bangladesh 1
Nokia Lumia 520 - BDT 13,000
Samsung-Galaxy-S4-Bangladesh
Samsung Galaxy S4 - BDT 47,500
symphony-xplorer-W140
Symphony W140 - BDT 14,490
Symphony-xplorer-w85-bangladesh
Symphony W85 -  BDT 9,490
Walton-Primo-NX
Walton Primo NX - BDT 17,990
Samsung-Galaxy-S3-Bangladesh
Samsung Galaxy S3 - BDT 35,500

সূত্র - mobiledokan.com

Level 0

আমি MobileDokan Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

No mobile price has fallen down. Still unchanged

Level 0

via aita kon place er price? s4 47500 tk kothai?

Saimon ভাই মনে হয় ওয়ারেিন্ট ছাড়া।

Level 0

akta s3 16gb bikri hobe. october er 14 tarik a kena Dubai theke. keu nite chaile comment a janaben.

    @tusher3365: I want to buy, price ki room via.

      Level 0

      @HRIDOY AHMED: kinsi 35000tk dia………30000tk hole bikri kore dibo.

tusher bi, koto hole bikroy korben.

হাতের মুঠোয় 3G. এজন্য অনেকেই Smart Phone কিনতে চান। যারা Samsung Galaxy Core কিনতে চান তারা আর কিনেন না। Samsung Galaxy Core নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যেন আমার মতো বিপদে না পড়েন।
আমি গত 17/09/2013 ইং তারিখে একটি Samsung Galaxy Core কিনি। এরপর থেকেই বিভিন্ন সমষ্যা দেখা দিতে থাকে (যেমন- ব্রাউজিং, গ্যালারীতে ছবি দেখা এবং গেম খেলার সময় হ্যাং হয়ে যাওয়া) এছাড়াও ব্যাটারীর সমষ্যা তো আছেই । তারপর আমি গত 02/10/2013 ইং তারিখে ধানমন্ডি এ.আর প্লাজা (সামস্যাং এর কাষ্টমার কেয়ার) এ নিয়ে যাই। তারা আমাকে বললো আগামি 04/10/2013 তারিখে এসে আপনার ফোন সেট টি নিয়ে যাবেন। 04/10/2013 তারিখ সকালে +8809612300300 (স্যামস্যাং কেয়ার এর নাম্বার) থেকে কল দিয়ে বললো আপনার সেট টি ওকে আছে এসে নিয়ে যান। এর পর আমি কেয়ার সেন্টারে যাই এবং সেখান থেকে বললো আপনার সেট টি এখনও ঠিক হয় নি দুই দিন পরে এসে নিয়ে যাবেন। এর পর 06/10/2013 তারিখে আমি +8809612300300 নাম্বারে ফোন দিলাম তারা বললো আপনার সেটটি ওকে আছে এসে নিয়ে যেতে পারেন। যথারীতি আমি সেটটি আনতে এ.আর প্লাজাতে যাই কিন্তু সেখানে যাবার পর তারা বললেন আপনার সেট টি তে IMEI দেওয়া হয় নি । তাই আপনাকে আমরা সেট টি দিতে পারছিনা। (চিন্তা করেন মেজাজ টা কেমন গরম হতে পারে আর কেমন সার্ভিস)। তারপর তারা বললেন আগামী 30/10/2013 তারিখের আগে আপনাকে সেটটা দিতে পারছিনা। 30/11/13 তারিখে যাওয়ার পরে বললো যে ডাটা কেবল দিয়ে IMEI দিতে হয় তা আমাদের কাছে নেই । ইন্ডিয়া থেকে আনতে হবে আপনি আরো কিছুদিন অপেক্ষা করেন। এই হলো স্যামস্যাং এর সার্ভিস। কথা, কাজ ও সার্ভিসের কোন মিল নেই। যতটুকু জানতে পারলাম স্যামস্যাং এর বাংলাদেশে সার্ভিস খুব একটা ভালো না। তারা বাংলাদেশের সার্ভিস নিয়ে মাথাঘামায় না। এজন্য যারা আমার মতো Samsung Galaxy Core কিনেছেন তারা সার্ভিস নিতে গেলে ভেবে নেবেন। আর যারা কিনতে চান তারা দয়া করে কিনবেন না। আর পারলে স্যামসাংকে বাদ দিয়ে অন্য ব্রান্ডের ফোন কেনার চেষ্টা করুন। আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম যে তারা অনেকে লুমিয়া বা Xperia নিয়ে ভালো আছে।
বিশেষ করে বাংলাদেশী যারা তারা আমার মতো বিড়াম্বনায় পড়তে না চাইলে স্যামস্যাং কিনেন না।