আর নয় ব্লুটুথ। এবার ওয়াইফাইয়ে ফাইল ট্রান্সফার করুন সর্বোচ্চ স্পিডে।

এটা আমার প্রথম টিউন। ভুল হইলে ক্ষমা কইরেন আর তাও না পারলে গালাগালি কইরেন সমস্যা নাই (আমার মতে গালাগালি যার যার ব্যক্তিগত স্বাধীনতা :mrgreen: )।

আজ আমি আপনাদের মজার একটি এপ্লিকেশন উপহার দেব। এপ্লিকেশনটির নাম Xender (জেন্ডার)। এটি আমার মতে এন্ড্রয়েড টু এন্ড্রয়েড বা আইফোন টু আইফোন ডাটা ট্রান্সফারের জন্য সবচেয়ে বেষ্ট এপ্লিকেশন। এটি কোন ডাটা কানেক্শন ব্যাবহার করে না। এটি আপনার মোবাইলস্থিত ওয়াইফাই ব্যবহার করে। তাই এটি দ্ধারা ডাটা ট্রান্সফারেরর সর্বোচ্চ স্পিড পাওয়া যায়।

এবার কাজের কথায় আসি। প্রথমে এন্ডয়েডের জন্য এখান থেকে এবং আইফোনের জন্য এখান এপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। ফাইল সাইজ এন্ড্রয়েড ৭.৮৫ এমবি এবং আইওএস ৩.৫২ এমবি। আপনারা চাইলে ওদের ওয়েবসাইটটাও ঘুরে আসতে পারেন। এবার এপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নিন। বলে রাখা ভাল আপনার আইফোনটি কিন্তু জেইলব্রেক হতে হবে। এবার এপ্লিকেশনটি চালু করুন।

এবার আপনার প্রোফাইল ক্রিয়েট করুন।

এবার আপনার অথবা আপনার বন্ধুর হ্যান্ডসেট থেকে Create a connection চাপুন।

এবার আপনার অথবা আপনার বন্ধুর হ্যান্ডসেট থেকে (যে হ্যান্ডসেটটি কানেক্শন ক্রিয়েট করে নি) Scan to join চাপুন। তাহলে নিচের মত আসবে।

তারপর Touch to join চাপুন। এবার আপনার ফাইল অথবা এপ্লিকেশনটি সিলেক্ট করে আপনার হ্যানসেটটি একটু ঝাকুনি দিন।  দেখুন আপনার কাংখিত ফাইলটি চলে যাচ্ছে।

এটি প্রায় ২ মেগাবাইট পার সেকেন্ডে (2MB/s) ডাটা ট্রান্সফার করতে সক্ষম। মজার বিষয় আমি এটি দিয়ে পাশাপাশি বসে প্রায় ৫.৫ মেগাবাইট পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করেছি। ১.৪৯ জিবির ফাইল প্রায় ১০-১৫ মিনিটে  শেয়ার করেছি।

এপ্লিকেশনটি ব্যবহার করে আশাকরি সবারই খুব ভাল লাগবে। আর আমি আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছি।

Level 0

আমি আশরাফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

anyshare is best

    @MIXER_BD: ওটা কি Anyshere নাকি Allshare? লিংক দেন তো।

all na anyshare o ache.
oitai best amr kacheo.

    @Abid khan247: তাইলে লিংক দেন তারাতারি। টেষ্ট কইরা দেখি।

Level 0

-Name: Zapya v151.apk
-Size: 4.03 MB
-Download link:- http://dl.wapsilo.com/?get-id=2042

You can also use this android apps for fastest file transfer.