আসসালামুয়ালাইকুম , সবাইকে গভীরভাবে শুভেচ্ছা জানাচ্ছি , দীর্ঘদিনপর পর আজকের টিউটোরিয়াল লিখতে বসলাম ।পূর্বে যখন কোন কাজ করতাম সেটাই যে কোন ব্লগে পাবলিশ করতাম ! এখন শেয়ার করতে প্রচুর ইচ্ছা হয় কিন্তু তেমন সময় পাই না । তবুই চেষ্টা করব আগামীতে যাতে এরকম না হয় ।
সেই পুরানো কথা “কাজের কথায় আসি ”
আজ শিখব কিভাবে আমাদের স্মার্টফোনটি পিসির রিমোট হিসাবে ব্যাবহার করতে পারি ?
যা যা প্রয়োজন========================
১ একটি আনড্রয়েড ফোন / উইন্ডোজ ফোন
২ একটি ল্যাপটপ (ডেস্কটপ হলে ব্লুটুথ কিট থাকতে হবে )
৩ Unified Remote নামক সফটওয়্যার ( Android os এর জন্য apk প্যাকেজ এবং একটি Windows এর জন্য execution file (.exe) )
ডাউনলোড করুন .apk , .exe (পোর্টেবলের জন্য এখানে ডাউনলোড )
বর্তমানে ডেভেলপাররা অন্যান্য প্লাটফর্মের আপ্লিকেশন তৈরির জন্য কাজ করছেন ।
ব্যাস এগুলোই !
কার্যপ্রণালী =======================
Apk ফাইল টি ফোনে ইন্সটল করুন এরপর exe ফাইলটি উইন্ডোজে ইন্সটল করুন ।
এখানে windows software টি সার্ভার হিসাবে কাজ করবে ।
ফোন থেকে সফটওয়্যারটি ওপেন করুন এরপর পিসি থেকে সার্ভারটি ওপেন করুন । ফোন এবং পিসি তে Bluetooth অন করুন । যদি পিসিতে আপনার ফোনটি blutooth pair করা না থাকে তাহলে pair করে নিন । দেখতে পাবেন ফোনে পিসি এর bluetooth এর নাম দেখতে পাবেন এটা সিলেক্ট করুন ।
এখন আপনি ফোন দ্বারা আপনার পিসি নিয়ন্ত্রন করুন ! এটা আপনি বেশ দূর হতেও নিয়ন্ত্রন করতে পারবেন ।
যেসব সুবিধাগুলো পাবেন ============== 😉
১ বেসিক ইনপুট হিসাবে মাউস ও কিবোর্ড হিসাবে ব্যাবহার করা যায় ।
২ মিডিয়া প্লেয়ার কন্ট্রোল (windows media player ,windows media center, Vlc player , media monkey , bs player ,media player classic ,winamp etc)
৩ ব্রাউজার কন্ট্রোল (Google chrome , Firefox , Internet explorer, Opera )
৪ স্লাইড শো (ms power point slide , windows photo viewer, Picasa etc)
৫ Youtube control
৬ windows 8 feature control
৭ windows taskbar control ,power control , display control
এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে !! (বিস্তারিত ) ব্যাবহার করেই দেখুন ।
[ বি দ্র : ১ এখানে কানেকশন মিডিয়া হিসাবে bluetooth ব্যাবহার করা হয়েছে আপনি এটা wifi ব্যাবহার করেও করতে পারবেন । ২ স্মার্টফোন হিসাবে Android Os ব্যাবহার করা হয়েছে । ]
সবাইকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য , সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন 😀
আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...
ইন্টারনেট থাকলে যতদূর থেকে ইচ্ছা কন্ট্রোল করা যাবে টিম ভিউয়ার রিমোট অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে। 😀
বিস্তারিত জানতে দেখতে পারেন এখানে
http://bn.hasanjubair.com/?p=600