কম্পিউটার থাকুক আপনার ঘরে কিন্তু বাহির থেকে দেখে নিন আপনার কম্পিউটার এ কি হচ্ছে।। কম্পিউটার কে হাতের মুঠোয় করে নিন।

আপনারা তো ওনেক ডেস্কটপ রিমোট দেখেছেন তাইনা, কিন্তু আমি আপনাদের সাথে এমন একটি ডেস্কটপ রিমোট এর সাথে পরিচয় করিয়ে দিব যে সফটয়্যার দিয়ে আপনি আপনার মোবাইল দিয়ে পুরা কম্পিটার কে নিয়ন্ত্রন করতে পারবেন খুব সহজেই।

যা যা করা যাবে,

০১.ফুল ডেস্কটপ আপনার মোবাইল এ দেখতে পাবেন,

০২. ভিডিও কন্ট্রল করতে পারবেন

০৩. PC Off,Restart, Hibernet Log Off

০৪. মোবাইল এ মাউস কন্ট্রল

০৫.কি বোর্ড কন্ট্রল

০৬.টেক্সট সেন্ড

০৫.WINAM Other Media Player And  Other Applications কন্ট্রল

০৬.ভলিওম কন্ট্রল

এক কথায় বলতে আপনার মাউস ও মনিটর মোবাইলে চলে যাবে। সব কিছু হাতের মুঠোয়

আসুন তাহলে আসল কথাই যায়,

যা যা লাগবে,

01. WINAMP v5.X.X.X.X

02. ControlFreak (Winamp Plugins)

03. যেকনো নকিয়া S60 V2  সিরিজের ব্লুতুথ যুক্ত মোবাইল (যেমন, N70,N71,6630,3230,6600,7610,ETC)

04.একটি যেকন ব্রান্ডের কম্পিটার ব্লুতুথ

যা যা করতে হবে,

প্রথমে WINAMP Install করতে হবে............

NEXT > বাটনে ক্লিক করতে হবে তার পরের Window থেকে কনো কিছু পরিবরতন না করে NEXT > NEXT> বাটনে ক্লিক করুন। তারপর Installatin Complete এ

চেক বক্স এর চেক টা আনচেক করে Finish বাটনে ক্লিক করতে হবে। যাতে WINAMP অপেন না হয়।

এই রকম WINDOW আসলে FINISH বাটনে ক্লিক করতে হবে।

এই Window আসলে Skip বাটনে করতে হবে।

২য় বার ControlFreak Install করতে হবে...........................।

NEXT বাটনে ক্লিক করে WINAMP এর মত কন কিছু পরিবরতন না করে NEXT > NEXT> বাটনে ক্লিক করুন।

তারপর Show Readme তে চেক দিয়ে FINISH করুন।

ReadMe.txt টি পড়ে নিলে বেশি ভাল হয়।

৩য় বার যা করতে হবে।

ডেস্কটপ থেকে WINAMP অপেন করুন। তারপর Options বাটনে ক্লিক করুন

এবং Preferences… বাটনে ক্লিক করন

এবার Winamp Preferences Window থেকে General Purpose এ ক্লিক করুন তারপর সাইডের মেনু থেকে ControlFreak Plug-In V2.22 টে ডাবল ক্লিক করুন।

এখন এই WINDOW থেকে যা যা করতে হবেঃ-

Bluetooth Drive থেকে আপনার ডিভাইস বদল করতে পারবেন।

COM Port থেকে কোন COM Port এ আপনার মোবাইল ডিভাইস কানেক্ট হয়ে আছে তা সিলেক্ট করতে পারবেন।

সব সেষে Start Server এ ক্লিক করে OK করুন।

ব্যাস ।

এবার মোবাইল এ ControlFreak_2.22.sis Install করে অপেন করুন এবং সেখান থেকে অপশন এ গিয়ে কানেক্ট এ ক্লিক করুন। সার্চ হওয়ার পর আপনার কাঙ্খিত ডিভাইস (কম্পিউটার) সিলেক্ট করুন।

আপনার ফোন COM18 এ কানেক্ট হয়েছে অতএব Control Freak Configuretion এ COM18 নির্বাচন করতে হবে।

নোটঃ মনে রাখবেন যতক্ষন আপনি মোবাইল রিমট ব্যবহার করবেন ততক্ষন WINAMP অন রাখতে হবে

DOWNLOAD LINK

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন চালিয়ে যান শুভ কামনা রইল ধন্যবাদ।

Level 0

kintu aita koto dur theke control kora jabeeeeeeeeeee

    কতদুর আর যাবে ১০ মিটার থেকে ১০০ মিটার হবে???

    টিউনারকে অনেক ধন্যবাদ

Level 0

ভালো হয়েছে…………

Level 0

জোসসসসসসস টাউন!!!!!!!!! খুশি হইলাম। ধন্যবাদ

nice tune…..:)

আমার মনে হয় পদ্ধতিটা বেশ বড় হয়ে গেছে। তাছাড়া আপনার টাইটেলটি পাল্টানোর প্রয়োজন আছে। কারন আপনার টাইটেলটি বলছে যে, আপনি আপনার কম্পিউটারকে বাইরে থেকে পরিচালনা করতে পারবেন। কিন্তু আপনি আপনার টিউনে কোথাও বলেন নি যে এই পদ্ধতি ব্যবহার করে কত দুরত্ব হতে কম্পিউটার ব্যবহার করতে পারব। আপনি ইচ্ছে করলে এই লম্বা পদ্ধতি ব্যবহার না করে এবং দুই দুইটি সফটওয়্যার ব্যবহার না করে এই সফটওয়ারটি ব্যবহার করে দেখতে পারেন।
http://www.downloadblue.com/files/phoneremotecontrol.zip
আর এটি ব্যবহার করাও খুব সহজ। আর ফোন রিমোট কন্ট্রল নিয়ে টেকটিউনে একটি টিউনও হয়েছে। আপনি ইচ্ছে করলে এই লিঙ্কে টু মারতে পারেন। ৱ
https://www.techtunes.io/mobileo/tune-id/12840/

ControlFreak (Winamp Plugins) ta download kora jachche na..onno kono link din please.
Thanks for the Tune.

টিউনটা জটিল তাতে সন্দেহ নাই। কিন্তু ভাই, ব্লুটুথ দিয়ে তো একরুম থাকে অন্য রুমে গেলেই তো কাইত। ইন্টারনেট ভিত্তিক কোন উপায় কি আছে? অথবা এমন কিছু, যাতে লং ডিস্টেন্স কাভার করা যাবে?

    Level 0

    এক মত, যদি ইন্টারনেট ভিত্তিক উপায়ে করাযায় তহলে ভালো হত। লং ডিস্টেন্সের বেলাই সুবিধা। করন একই রুমে থেকে এমন কন্ট্রলের প্রয়োজন তেমন একটা পড়েনা। ধন্যবাদ।

ডাউনলোড করা যাঞ্ছে না।অন্য লিঙ্ক দেন।

Level 0

লিকং http://www.4shared.com/get/238765501/93240645/ControlFreak_222.html দিলাম তবে দুটো সফট পাবেন (ControlFreak_2.22.sis/ControlFreak_2.22.exe )winamp আপনাদের সংগ্রহ করতে হবে

এটা ইউজ করে দেখতে পারেন-
https://www.techtunes.io/mobileo/tune-id/12840/

জটিল হয়েছে ভাই জটিল…..

Level 0

আিমন ভাই খুব ভাল িটউন চািলেয় যান। আর এট খুব জ্বালাই ।

    এই দাদা তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ আমি বুঝতে পারছিনা । তবে আমি জানি আমি একটা দারুন ভুল করেছি তমাকে TECHTUNES এর সাথে পরিচয় করিয়ে দিয়ে। ইউসুফ আমার Warid SIM Koi…………..

Vai download hocce na…. onno kono link den plz……

আমি এটাই খুতাছিলাম রে ভাই । অনেক অনেক ধন্যবাদ।

Level 2

ভাল টিউন চালিয়ে যান শুভ কামনা রইল ধন্যবাদ।

জোস।তবে ভাই ইন্টারনেট ভিত্তিক হলে ভাল হত।কেউ যদি বলতে কিভাবে যেকোন জায়গা থেকে এটা করা যায়।

vai super tune koresen.
Aj ami winamp5 + control freak instl dia deksi,
Dekstop a full kaj kora jay.
Thanks for your great tune.

control freak google search dia paisi.