গ্রামীণফোন ব্যাবহারকারিদের জন্য প্রয়োজনীয় তথ্য !!

গ্রামীণফোন যারা  করেন তারা অনেক সমায়ে অনেক সমস্যায়ে পরেন তাই এই টিউন !!  😆

গ্রামীণফোনের সম্মানিত গ্রাহক হিসেবে আপনার যেকোন সময় বিক্রয়োত্তর সেবা, সার্ভিস সংক্রান্ত জিজ্ঞাসা ও অভিযোগ নিয়ে গ্রামীণফোনের সাথে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে। নিচে  প্রয়োজনীয় কিছু নম্বর দেয়া হলো যা আপনাকে গ্রামীণফোনের  বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিসের ব্যাপারে সাহায্য করতে পারে।  🙄

হটলাইন:

প্রয়োজনীয় ও সহজ নম্বরঃ

নম্বরবিবরণট্যারিফ
121প্রশ্নের উত্তরের জন্য গ্রাহকসেবা৫০ পয়সা/মিনিট
158অভিযোগ গ্রাহকসেবাফ্রি
[email protected]পোস্টপেইডের বিল জেনে নিন মুহূর্তের মধ্যেই। ইমেইলের সাবজেক্টে মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট আইডি নম্বর লিখুন, মাঝখানে # দিন (যেমন 017xxxxxxxx#1.1xxxxxxx)ফ্রি
[email protected]পণ্য-সেবা সংক্রান্ত অনুসন্ধান, অনুরোধ ও অভিযোগ-এর জন্যফ্রি
http://www.grameenphone.com/bn/customer-service/online-customer-serviceগ্রাহকসেবার সাথে সরাসরি চ্যাটিং করুনফ্রি
01711594594অন্যান্য অপারেটর নম্বর থেকে কল করার হটলাইনঅন্যান্য অপারেটরের ট্যারিফের ওপর নির্ভর করবে
+8801700100121রোমিং জিপি গ্রাহকদের জন্য গ্রাহকসেবা হটলাইনরোমিং নেটওয়ার্কের ট্যারিফের ওপর নির্ভর করবে
12111বাংলায় বিল ও ব্যবহারের পরিমাণ জানার জন্য৫০ পয়সা/মিনিট
12121ইংরেজিতে বিল ও ব্যবহারের পরিমাণ জানার জন্য৫০ পয়সা/মিনিট
121113বাংলায় স্ক্র্যাচকার্ডের মাধ্যমে পোস্টপেইড বিল দেয়ার জন্য৫০ পয়সা/মিনিট
121213ইংরেজিতে স্ক্র্যাচকার্ডের মাধ্যমে পোস্টপেইড বিল দেয়ার জন্য৫০ পয়সা/মিনিট
12114বাংলায় ইন্টারনেট সার্ভিস৫০ পয়সা/মিনিট
12124ইংরেজিতে ইন্টারনেট সার্ভিস৫০ পয়সা/মিনিট
12115বাংলায় ক্যাম্পেইন ও প্রমোশনাল অফার৫০ পয়সা/মিনিট
12125ইংরেজিতে ক্যাম্পেইন ও প্রমোশনাল অফার৫০ পয়সা/মিনিট
12116বাংলায় স্টার সাবস্ক্রাইবার প্রোগ্রাম৫০ পয়সা/মিনিট
12126ইংরেজিতে স্টার সাবস্ক্রাইবার প্রোগ্রাম৫০ পয়সা/মিনিট
12112বাংলায় ওয়েলকাম টিউন মেনু৫০ পয়সা/মিনিট
12122ইংরেজিতে ওয়েলকাম টিউন মেনু৫০ পয়সা/মিনিট
121122বাংলায় ওয়েলকাম টিউন সার্ভিস ডিঅ্যাক্টিভেট করার জন্য৫০ পয়সা/মিনিট
121222ইংরেজিতে ওয়েলকাম টিউন সার্ভিস ডিঅ্যাক্টিভেট করার জন্য৫০ পয়সা/মিনিট
121131বাংলায় F&F বিষয়ক তথ্য৫০ পয়সা/মিনিট
121231ইংরেজিতে F&F বিষয়ক তথ্য৫০ পয়সা/মিনিট
121132বাংলায় মিস্‌ড্‌ কল অ্যালার্ট সার্ভিস৫০ পয়সা/মিনিট
121232ইংরেজিতে মিস্‌ড্‌ কল অ্যালার্ট সার্ভিস৫০ পয়সা/মিনিট
1200মোবিক্যাশ সার্ভিস ও নির্ভয় ইন্স্যুরেন্স৫০ পয়সা/মিনিট
789হেলথলাইন৫ টাকা/মিনিট
4000ওয়েলকাম টিউন সার্ভিস৭৫ পয়সা/মিনিট
2255স্টাডিলাইন (সকাল ৮টা - রাত ১০টা)৫ টাকা/মিনিট
2111ডিরেক্টরি সার্ভিস (সকাল ৮টা - রাত ১০টা)৩ টাকা/মিনিট
4040মিউজিক রেডিও সার্ভিস৩০ পয়সা/মিনিট
4444আপন, সহজ, বন্ধু, নিশ্চিন্ত, স্মাইল, আমন্ত্রণ, ডিজুসে মাইগ্রেশনের জন্যফ্রি

* উল্লেখিত সকল ট্যারিফে ১০ সেকেন্ড পাল্‌স এবং ১৫% VAT প্রযোজ্য হবে।

Level 1

আমি imtiaz.naim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সবকিছু ফ্রি করার দরকার

@ kamrulcgb সবকিছু ত আর ফ্রী পাওয়া যায় না !!

ভাই চামার কোম্পানি আমাদেরকে কি আর ফ্রি দিবে আর ফ্রি দিলে তো ওরা না খেয়ে মরবে। তাই ঐধরনের আশা করা যায় না। তাই আমি মনে করি যা দিছে তাই নিয়ে থাকা ভালো। আর যদি ব্যবহার না করেন তাহলে অন্য কথা।

মোটামুটি খারাপের মধ্যে ভাল লাগলো ।