Sony Mobile এর বিশ্বস্ত শো-রুম কোনটি

সকল কে ঈদ মোবারক

বর্ননা দেওয়ার মত কিছু নাই । শিরোনাম টি দ্বারা মনের পূর্ন ভাব প্রকাশিত হয়েছে।

এক লাইনে তো আর টিউন শেষ করা যায় না,  তাই কিছু বলতে হচ্ছে।

আমরা সবাই জানি Sony অনুমদিত Bangladesh এ কোন শো-রুম নাই। তাই  বিশ্বস্ত  শো-রুম খোজার সন্ধানে আমার এই পোস্ট।

আগামি ১০-১৫ দিন আর মধ্যে Sony Xperia V/ TX   কিনবো । so এখানে ২৫০০০-২৮০০০ টকার মামলা । তাই ধরা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য একটি বিশ্বস্ত শো-রুম থেকে মোবাইল টি কিনতে চাই।

আপনাদের মতে কোন শো-রুম থাকে কিনলে ভালো হবে দয়া করে জানাবেন ।

আর যারা এখন Sony Mobile Use  করছেন, তারা কোথায় থেকে ক্রয় করছেন, অনুগ্রহ করে জানাবেন

এতক্ষন তো আমার জন্য প্যাঁচাল পারলাম এখন আপনাদের জন্য কিছু Share করি

নিচে বাংলাদেশের কিছু   Drama, Natoks, Serials, Telefilm, Movies    Download এর জন্য   Site Address Alexa Ranking অনুযায়ী দেওয়া হলো

1. http://www.amarnatok.com/

২. http://bd-natok.com/

৩. http://natoksfrombd.com/

৪. http://bdbangla.org/

৫. http://banglamoviedownload.com/

৬. http://natokserial.com/

৭. http://shonarbangladesh.com/

৮. http://moviesfrombd.com/

৯. http://www.bangaliguru.org/

১০. http://www.banglanatokmovie.com/

এই ছিলো আমার হাতে, ভাই Tune এর বিষয় বস্তুর কথা ভুইলেন না আবার  ঃ  Sony Mobile এর বিশ্বস্ত শো-রুম কোনটি

কমেন্ট করে যাবেন দয়াকরে 
আর আমাকে Suggest করতে পারেন Sony Xperia V  & TX  দুটোর মধ্য কোনটি সবচেয়ে ভালো হবে

Sony Xperia V বিস্তারিত: http://www.gsmarena.com/sony_xperia_v-4958.php

Sony Xperia TX   বিস্তারিত: http://www.gsmarena.com/sony_xperia_tx-4959.php

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য 😀  🙂

Level 0

আমি rahib parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

2 tai valo .tobe aro latest dhako. Android 4.0 old .

    @Anisur100: ধন্যবাদ মন্তব্য করার জন্য
    ২ টারই অফিসিয়াল জেলিবিন আপডেট আছে But gsm arena update kora hoy nai

Level 0

Gadget & Gear থেকে নিতে পারেন …

    @nvidia™: ধন্যবাদ মন্তব্য করার জন্য

Level 0

^^ ২ টারই অফিসিয়াল জেলিবিন আপডেট আছে

আমি গতকাল এক্সপেরিয়া আয়ন কিনলাম বসুন্ধরা সিটি থেকে। দোকানের নাম Gadget Zone. ইন্ট্যাক্ট প্যাকেট খুলে দিছে। ভালই। আর আপনি TX কিনেন। V এর চেয়ে ভাল লাগবে

    @মুশফিকুর রহমান আবীর: ধন্যবাদ মন্তব্য করার জন্য
    ভাই তারা কি কোন warranty দিছে, দোকানটা কোন ফ্লোর এ…

Level 0

আপনাকে কে বলেছে যে Sony অনুমদিত Bangladesh এ কোন শো-রুম নাই??? বসুন্ধরা সিটি তে Xperia এর শো-রুম আছে… আর সনি যেকোন শো-রুমেই সনি মোবাইল পাওয়া যায়>>> আপনি যেখান থেকেই মোবাইল কিনেন না কেনো অবশ্যই আপনি এমন মোবাইল কিনবেন না যেটির বক্স দোকানদার খুলেছে… বক্স এ সিল আছে এইরকম মোবাইল কিনুন>>> Sony Xperia V (waterproof na chaile xperia sp nite paren>sp er cpu r gpu xperia v er cheye better > xperia v er camera better>heavy user na hole v nite paren)

    @Adroit boy: ধন্যবাদ মন্তব্য করার জন্য
    আমি যে কারনে বলেছি বসুন্ধরা সিটি বা বাংলাদেশে Sony এর অনুমদিত শো-রুম নাইঃ
    ১. Sony Rangs, Sony এর অনুমদিত শো-রুম আমার কাছে মনে হয় না কারন Rangs এ sony এর সকল MObile নাই শুধু মাত্র ৪-৫ টা মডেল আছে,
    ২. অন্যান্য দোকান গুলোর নাম ঠিকই Sony, But কোন দোকানেই Official Warranty দেয় না

      Level New

      @rahib parvez: আপনার এই কমেন্টেই উত্তর আছে। ২০১৩ এর জানুয়ারী থেকে সনি র‍্যাংগস বাংলাদেশে সনির একমাত্র বৈধ আমদানীকারক এবং ওয়ারেন্টি দাতা প্রতিষ্ঠান। এর ২০০৯/১০ পর্যন্ত অন্য দুইটি প্রতিষ্ঠান শুধু সনি মোবাইল বৈধভাবে আমদানি করত। কিন্তু এখন সুবিধা হয়েছে সকল সনি পণ্যের বৈধ আমদানিকারক সনি র‍্যাংগস।
      বসুন্ধরা সিটির ৬ তলার সনি সেন্টার ঐ মার্কেটে সনির একমাত্র অফিশিয়াল শোরুম। আর হ্যা তাদের কাছে ৪-৫ টি মোবাইলই আছে কেননা এই কয়টাই তারা অফিশিয়ালি আমদানি করছে। বাইরের দোকানে সনির অন্য সব মোবাইলই আপনি পাবেন যেটা আসল সনি নির্মিত হলেও বাংলাদেশে বৈধ ভাবে আমদানি করা নাও হতে পারে।
      আর নন ওয়ারেন্টি সেট নিলে সেটা সনিই হোক কিংবা অন্য মডেল গ্যাজেট এন্ড গীয়ারই ভালো হবে।

        @সেতু: ধন্যবাদ মন্তব্য করার জন্য
        information গুলো আগে জানা ছিলো না, Share করার জন্য আবারো ধন্যবাদ

এক কথায় “নাই”।

Level 0

আপনি ঠিকই বলেছেন সনির কোন অফিসিয়াল ডিলার বাংলাদেশে নেই। র‍্যাংস যেটা দাবী করে সেটা পুরোই ভুয়া। এটা নিয়ে একজন ব্লগার কিছুদিন আগে বড় একটা ব্লগ লিখেছেন। দেখুন। http://www.somewhereinblog.net/blog/iamrafee/29760676

amar ek soto vai gadget & gear thek kine to purai faisa gese….eto baj hardware use hoese…ki blbo.bakita nije vabun

    @Kamran Parves Evan: bhi kon mobile kenseloo

কথা সত্য, rangs নিজেদের একমাত্র authorized distributor বলে দাবি করে এবং তাদের একটা website আছে যেটাতে সনির মোবাইল অরিজিনাল কিনা চেক করা যায়।
মজার ব্যাপার হল যে সাইটের লিংক দেয়া আছে সেটার domain কেনা কোন বাংলাদেশী লোকের + ঐ সাইটে শুধুমাত্র rangs থেকে কেনা মোবাইল গুলোকেই অরিজিনাল দেখায়। তারমানে কি আমরা বাকিরা যারা sony mobile use করতেছি সবাই ২ নাম্বার সেট use করতেছি!!!!!!!!!!
আর দামের দিক থেকে rangs এর price অনেক বেশী।
তার চেয়ে আপনি বেশ কিছু দোকান পাবেন যারা ব্যাক্তিগত ভাবে service warrenty দিয়ে থাকে।
সেক্ষত্রে আপনি ৮-১০ হাজার টাকা কমে (rangs এর তুলনায়) সেট পাচ্ছেন। আর ভাল মাণের সেট সচরাচর সমস্যা হয় না। যদি হয়ও তাতেও ৪-৫ হাজার এর মধ্যেই সারাতে পারবেন। সমস্যা না হলে তো ৮-১০ হাজার টাকা ই বেচে গেল।
warrenty ছাড়া সেট নিতে চাইলে gadget & gear থেকে নেওয়াই ভাল।
আর দামের খুব বেশী তফাত না থাকলে xperia v ই নেন, কারণ ৩০০০০/= টকায় মোবাইল কিনলেন কিন্তু দুর্ঘটনাক্রমে পানিতে পড়ে নষ্ট হয়ে গেলে পুরো টাকাটা অসলেই পানিতে যাবে।
আমি xperia active use করি, বৃষ্টিতে ভিজতে ভিজতে কথা বলি, কোন টেনশন নাই; ৮০ হাজার টাকার আইফোনও এই স্বাধীনতা দিতে পারবে না। 😛

    @Tauhidul Islam: অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য