কোনটা Best আপনার মনে হয় দেখুন তো

কেমন আছেন ?
আগ্রিম ঈদ মুবারাক ।

আসল কথায় আসি, কয়েক দিন আগে ও এই নিয়ে পরামর্শ চেয়েছিলাম But তেমন Response পাই নাই, তাই আবার tune করলাম । আশা করি এবার খালি হাত এ ফেরত দিবেন না ।

Sony Xperia Mobile কিনতে চাই । ২ টা মোবাইল choice করেছি । এর মধ্যে কোনটি সবচেয়ে ভাল হবে ঃ

লাল কালিতে লেখা গুলো প্রধান পার্থক্য

Sony Xperia V

General: 2G, 3G, 4G Network

Body: IP57 certified - dust and water resistant

Water proof up to 1 meter and 30 minutes

Display: TFT capacitive touchscreen, 16M colors

720 x 1280 pixels, 4.3 inches 

Scratch-resistant glass, Sony Mobile BRAVIA Engine 2

Memory: microSD, up to 32 GB,

Internal- 8 GB, 1GB Ram

Camera:  13 MP, 4128x3096 pixels, autofocus, LED flash

Secondary: VGA

Features: Android OS, 4.1.2(Jelly Bean)

CPU: Dual-core 1.5 GHz Krait

Battery:  Li-Ion 1750 mAh battery

Sony Xperia TX

General: 2G, 3G  (4G nai)

Body: (Water Proof না)

Display:  TFT capacitive touchscreen, 16M colors

720 x 1280 pixels, 4.55 inches (Xperia V তে 4.3 inch)

Shatter proof and scratch-resistant glass,

Memory:  microSD, up to 32 GB

Internal: 16 GB, 1 GB RAM

Camera: 13Mp, 4128x3096 pixels, autofocus, LED flash

Secondary: 1.3 MP

Features: Android OS, v4.0.4 (Ice Cream Sandwich)

CPU: Dual-core 1.5 GHz Krait

Battery: Li-Ion 1750 mAh battery

..............................................................................................

Sony Mobile কোথায় থাকে কিনলে ভালো হবে (Sony Rangs ছাড়া)

আর ৩০০০০ টাকার মধ্যে অন্য কোন ভালো mobile থাকলে বলবেন ...

Plz ভাই  একটা comment করে যাবেন

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

Level 0

আমি rahib parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বর্তমানে আমি sony xperia z1 honami ব্যবহার করছি। তবে উপরে উল্লেখিত মোবাইল ফোন দুটি-ও ভালো ।

    @Ranjit roy: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
    কিন্তু ভাই কোনটা বেশি ভাল
    এবং আপনার Z1 টা কোথায় থেকে ক্রয় করেছেন

      Level 0

      @rahib parvez: এক্ষেত্রে আমার মতে sony xperia v ভালো, কেননা এতে 4G রয়েছে। এবং আমি এটা কিনেছি homeshop18.com থেকে।

        @Ranjit roy: আমার মতে ৪জি কে প্রাধান্য না দিয়ে মোবাইলের পাফরমেন্সকে প্রাধান্য দেওয়াই বুদ্ধিমানের কাজ। কারন আপনার মতে আমরা কত শীঘ্র ৪জি পেতে পারি? সেই আশায় বসে থেকে তো আর কোন লাভ নেই। তাই না?

          Level 0

          @আশরাফ: তা তো অবশ্যই, আমি এই কারনে বলছি কেননা আমি 4g নেটওয়ার্ক ব্যবহার করছি, সত্যিই খুব ভালো স্পীড ।
          আমার মতে sony xperia v ভালো কারন
          ১.> Micro-SIM.
          ২.> dust and water resistant.
          ৩.> Scratch-resistant glass.
          ৪> Bluetooth- v4.0 with A2DP.
          ৫.> NFC.
          ৬.> Video-1080p@30fps, video stabilization.
          ৭.> OS Android OS, v4.0.4 (Ice Cream Sandwich), upgradable to v4.1.2 (Jelly Bean)
          ৮.> GPS – with A-GPS support and GLONASS.
          ৯.>- Active noise cancellation with dedicated mic.
          ১০.> – MP4/H.263/H.264/WMV player.

          মনে হয় তথ্য গুলো ঠিক ভাবে দিতে পেরেছি।

Level 0

যে দুইটা ফোনের Specification দিছেন দেখে অনেক ভালো লাগলো। আমিও এইরকম ফোন কোরবানীর ঈদ পার হলেই কিনব বলে প্রস্ততি নিচ্ছি। আমি আপনাকে প্রথম phoneটা নেওয়ার জন্য Suggest করছি।
আপনি ইচ্ছা করলে বসুন্ধরা শপিং মল থেকে কিনে আনতে পারেন, অথবা অন্য কোন শপিং মল থেকে কিনে আনতে পারেন (ঢাকায় যে শপিং মল গুলো আছে সেগুলো দেখতে পারেন)।
Phone কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন ফোনের IMEI নাম্বারের সপ্তম ও অষ্টম ঘরে 00 থাকে।
যদি কোন ফোনের IMEI নাম্বারের সপ্তম ও অষ্টম ঘরে 00 থাকে তাহলে সেটা হচ্ছে ঐ Phoneটা Original Factory থেকে তৈরী। আপনি http://www.imei.info এই Website এ গিয়ে আপনার IMEI চেক করে বুঝতে পারবেন যে ফোনটা original না কি নকল।
সবচেয়ে ভাল হয় যদি বাইরের Country থেকে Phone আনাতে পারেন।
ধন্যবাদ।

Level 0

sony er mobile gadget & gear theke kinte paren……

    @sifat19: ভাই ওনারা তো ওয়ারেন্টি দেয় না

Level 0

যে দুইটা ফোনের Specification দিছেন দেখে অনেক ভালো লাগলো। আমিও এইরকম ফোন কোরবানীর ঈদ পার হলেই কিনব বলে প্রস্ততি নিচ্ছি। আমি আপনাকে প্রথম phoneটা নেওয়ার জন্য Suggest করছি।
আপনি ইচ্ছা করলে বসুন্ধরা শপিং মল থেকে কিনে আনতে পারেন, অথবা অন্য কোন শপিং মল থেকে কিনে আনতে পারেন (ঢাকায় যে শপিং মল গুলো আছে সেগুলো দেখতে পারেন)।
Phone কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন ফোনের IMEI নাম্বারের সপ্তম ও অষ্টম ঘরে 00 থাকে।
যদি কোন ফোনের IMEI নাম্বারের সপ্তম ও অষ্টম ঘরে 00 থাকে তাহলে সেটা হচ্ছে ঐ Phoneটা Original Factory থেকে তৈরী। আপনি http://www.imei.info এই Website এ গিয়ে আপনার IMEI চেক করে বুঝতে পারবেন যে ফোনটা original না কি নকল।
সবচেয়ে ভাল হয় যদি বাইরের Country থেকে Phone আনাতে পারেন।
ধন্যবাদ।

টাকা থাকলে x2 কিনুন। না থাকলে NX কিনুন। দুটোর দামের ব্যবধান ৬ হাজার টাকা। কিন্তু NX কেই বেশী ভাল মনে করছি ৩০০০ মিলিএম্প ব্যাটারীর জন্য। ৬ হাজার টাকা বেশী দিয়ে x2 কেনায় ৬ হাজার সমমূল্যের বেশী কিছু পাচ্ছেন কিনা তা যাচাই করে নেয়া ভাল।

    Level 0

    @নেট মাস্টার: আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। Walton Brand এর এই Phone গুলো ভালো brand গুলোর মত টেকশই করবে কি?
    জানালে খুশি হব।

Level 0

আমি আপনাকে প্রথম phoneটা নেওয়ার জন্য Suggest করছি।
আপনি ইচ্ছা করলে বসুন্ধরা শপিং মল থেকে কিনে আনতে পারেন, অথবা অন্য কোন শপিং মল থেকে কিনে আনতে পারেন (ঢাকায় যে শপিং মল গুলো আছে সেগুলো দেখতে পারেন)।
Phone কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন ফোনের IMEI নাম্বারের সপ্তম ও অষ্টম ঘরে 00 থাকে।
যদি কোন ফোনের IMEI নাম্বারের সপ্তম ও অষ্টম ঘরে 00 থাকে তাহলে সেটা হচ্ছে ঐ Phoneটা Original Factory থেকে তৈরী। আপনি http://www.imei.info এই Website এ গিয়ে আপনার IMEI চেক করে বুঝতে পারবেন যে ফোনটা original না কি নকল।
সবচেয়ে ভাল হয় যদি বাইরের Country থেকে Phone আনাতে পারেন।
ধন্যবাদ।

    @bdsharif: অসংখ্য ধন্যবাদ. … বসুন্ধরার কোন দোকান ভালো হবে জানা থাকলে জানাবেন

      Level 0

      @rahib parvez: Specify করে বলতে না পারার জন্য দুঃখিত।
      আপনি যখন বসুন্ধরা প্রবেশ করবেন তখন নিচতলায় দেখতে পারবেন Sony এর শো রুম, এছাড়া যে Floor গুলোতে Samsung, Nokia, iPhone, HTC ব্রান্ডের ফোন গুলো বিক্রি হচ্ছে সেখানে কয়েকটা দোকান পাবেন Sony Phone কেনার জন্য।
      আপনাকে অনেক ধন্যবাদ।

        @bdsharif: অসংখ্য ধন্যবাদ

আমার ভাইকে গতকাল ওয়াল্টন আর২ কিনে দিলাম। ভালই লাগতেছে মোবাইলটা। আমি আগে এক্সপেরিয়া ব্যবহার করতাম। আমার কাছে ভাল লাগে নাই এক্সপেরিয়া। এখন স্যামসাঙ এস৩ ব্যবহার করছি।

Xperia V better mone hoy

Level 0

Andriod kinte hole sony chara kena uchit hobe na,aapni nischinte xperia v kinen,jodi bides theke ante paren to valo na hole india theke nea jaben,karon bangladese akhon sony brander prochur nokol mal bereace

    @deb227282:
    ভাই অন্যদেশে পরিচিত কেউ নাই, বাংলাদেশে বিশ্বস্ত কোন দোকান আছে কি, যাদের কাছ থেকে Original Product পাওয়া যাবে

ভাই আপনি কি মোবাইল কিনেছেন । আমারও বাজেট ৩০০০০/-
কোনটা কিনব ?