আসসালামু আলাইকুম। প্রায় ১ বছর টিটিতে টিউন করা হয় না। আজকে আবার বসলাম। কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ডের ফোন লক হইয়া গেসে। বেচারার পাসওয়ার্ডও ভুইলা গেসে। আমি কখনো এমন পরিস্থিতিতে পরি নাই, সো আভিজ্ঞতাও নাই। তবে মাঝে মাঝে এই টাইপের টিউটরিয়াল চোখে পড়ত।
তো মোবাইলটা নিয়া বাসায় আইসা আগের টিউটরিয়ালগুলি খুইজা বাইর করলাম। বাট যতোটা আগ্রহ নিয়া পড়লাম, কমেন্টস দেখে ততটাই হতাশ হলাম। কয়েকটা ট্রাই করার পরেও কাজ করল না। অনেক খুজাখুজির পর এই পদ্ধিতি টা কাজ করসে। তাছাড়া আমার মনেহয় এই পদ্ধতিটা সবচেয়ে সহজ এবং দ্রুত। প্রায় সব নোকিয়া সেটেই কাজ করে। কোন কিছু নিজে টেস্ট না করে অন্যকে সাজেস্ট করি না। আমি Nokia 2700 এবং Nokia Asha 300 তে টেস্ট করসি। অন্য ব্র্যান্ডের সেটে হবে নাকি সিউর না। এটা আগে টিউন হয়ে থাকলে আমি দুঃখিত। কারন এত টিউনের মধ্যে খুজে বের করা সময় সাপেক্ষ। তো শুরু করিঃ
প্রথমে নোকিয়া PC Suite ইনস্টল করে নিন ।
এবার নিচের লিঙ্ক থেকে NSS Pro ডাউনলোড করে নিন। সফটওয়্যার টা পোর্টেবল। তাই ইনস্টল করার ঝামেলা নাই। Unzip করে নিলেই হবে।
http://www.genieprojects.co.uk/data/uploads/NssPro_0.54.zip
ধাপ ১:- প্রথমে USB Cable দিয়ে মোবাইলটা কম্পিউটারে কানেক্ট করুন। PC Suite Mode সিলেক্ট করুন।
ধাপ ২:- এবার NSSPro ওপেন করুন। User Code -এ ক্লিক করুন। যখন চিত্রের মতো “Init connection...” লেখা আসবে, সাথে সাথে USB ক্যাবল টা খুলে আবার লাগান।
এবার ম্যাজিক দেখেন। নিচের চিত্রে মার্ক করা যায়গায় বর্তমান পাসওয়ার্ড দেখা যাচ্ছে।
[বিঃদ্রঃ- ২য় ধাপে Init connection... লেখা আসার ১০-১৫ সেকেন্ডের মধ্যে ক্যাবল খুলে আবার লাগাতে হবে।]
অ-পরিপক্ব লেখা এতক্ষন ধৈর্যের সাথে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। কিছুটা উপকার করতে পারলেও আমার লেখা সার্থক।
প্রয়োজনেঃ http://facebook.com/darkrotbd
[আমার সকল টিউন নিজ দায়িত্তে ব্যাবহার করবেন]
আমি তাল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আপনাকে ধন্যবাদ ।