সবাইকে সালাম ও শুভেচ্ছা। সেই সঙ্গে ঈদের জন্য অগ্রিম শুভ কামনা। আশা করি সবাই ভালো আছেন। আজ ছোট্ট একটা
বিষয় নিয়ে লিখতে বসলাম। অনেকে হয়তো বিষয়টা জানেন। তারপরও লিখতে বসলাম। কারণ এগুলোর সব হয়তো আপনার কাছে নেই।
তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই নোকিয়া মোবাইল ফোনের শর্টকাট কি’গুলো কী কী।
ফ্যাক্টরী সেটিং রিস্টোররের জন্য ডায়াল করুন*#7780#
সেটের ম্যানুফ্যাকচারিং তারিখ ভেরিফাইয়ের জন্য ডায়াল করুন *#3283#
সিমের ঘড়ি বন্ধ করে দেয়ার জন্য ডায়াল করুন *#746025625#
মোবাইল অপারেটরের লোগো মুছে ফেলার জন্য ডায়াল করুন *#67705646#
গেইম স্কোর ও ফোন টাইমার রিসেট করার জন্য ডায়াল করুন*#73#
মোবাইলের সফট্ওয়্যার ভার্সন জানার জন্য ডায়াল করুন *#0000#
মোবাইলের IMEI নম্বর জানার জন্য ডায়াল করুন *০৬#
মোবাইলের ওয়ারেন্টি সম্পর্কিত সেটিংস জানার জন্য ডায়াল করুন *#92702689#
প্রোডাকশন সিরিয়াল নম্বর জানার জন্য ডায়াল করুন *#7760#
ব্লুটুথ MAC এড্রেস জানার জন্য ডায়াল করুন *bta0#
মোবাইল সিকিউরিটি কোড দেখার জন্য জন্য ডায়াল করুন *#2640#
কল ওয়েটিং স্ট্যাটাস ভেরিফাইয়ের জন্য ডায়াল করুন *#43#
ব্লুটুথ ইনফরমেশন ভেরিফাইয়ের জন্য ডায়াল করুন *#2820#
মোবাইল ফোন মেমোরী ফরমেটের জন্য ডায়াল করুন *#7370#
জিপিআরএস ও ই-মেইল সেটিংস ডিলিট করার জন্য ডায়াল করুন *#delset#
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে সব ধরনের নোকিয়া মোবাইল ফোনসেট মডেলের ক্ষেত্রে এসব কি’ হয়তো কাজ নাও করতে পারে। পোস্টটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার এই সাইটটি ভিজিট করুন। মোবাইল ফোন সম্পর্কত অনেক কিছুই পাবেন এখানে।
আমি SadiaAfrinJhumu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।