এ বছরের শেষের দিকে আসছে Nokia N8 মডেলের দারুন একটি মোবাইল সেট। ১২ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত হবে মোবাইল সেট'টিতে যা দ্বারা আপনি হাই-ডেফিনেশন (HD) ভিডিও রের্কড করতে পারবেন। হ্যান্ডসেট দ্বারা রের্কড করা ভিডিও ক্যায়ালিটি দেখতে >এখানে< ক্লিক করে ভিডিও স্যাম্পল দেখতে পারেন। ফেসবুকের মত স্যোশাল নেকওর্য়াকিং সাইটগুলো ব্যাবহার করা যাবে খুব সহজে। ওয়েব টিভি দেখা যাবে এই মডেলের সেট দ্বারা। সিমবিয়ান ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে নির্মিত এন-৮ নামের নতুন হ্যান্ডসেট বাজারে এনেছে মোবাইল জায়ান্ট নোকিয়া।
Nokia N8 হ্যান্ডসেটে আছে ১২০০ মিলি অ্যাম্পায়ার আওয়ার ব্যাটারি। ডিসপ্লে থাকবে ৩.৫ ইঞ্চি টাচস্ক্রিনে। ১৬ গিগাবাইট মেমোরি থাকবে আপনি ইচ্ছে করলে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এতে ব্যবহার করা যাবে জিএসএম/এজ, ৫ ব্যান্ড থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ও ২.১ জিপিএস। এন ৮ এ আরো আছে মাইক্রো ইউএসডি, বিল্টইন এফএম ট্রান্সমিটার এবং অভি ম্যাপ।
নকিয়ার নতুন মডেলের এই হ্যান্ডসেট'টি হাতে পাওয়া যাবে এ বছরের শেষ দিকে। Nokia N8 ৫টি ভিন্ন রঙে সেটটি নকিয়া বাজারে আনার ঘোষনা দিয়েছে নকিয়া। প্রথম অবস্থায় সেটটির দাম নির্ধারন করা হয়েছে ৫০০ ইউএস ডলার বা বাংলাদেশী টাকায় ৩৫,০০০ টাকা (প্রায়)।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নকিয়া সব সময় ভাল কোয়ালিটির মোবাইল সেট উপহার দিয়ে থাকে এবারো তার ব্যতিক্রম ঘটেনি,সুন্দর তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।