নরওয়ের কোম্পানী গ্রামীনফোনের বাংলাদেশে গ্রাহক সংখ্যা নরওয়ের মোট জনসংখ্যার চেয়ে ৯ গুন বেশি। নরওয়ের মোট জনসংখ্যা মাত্র ৫০ লাখ আর বাংলাদেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সাড়ে ৪ কোটি। বাংলাদেশ থেকে একজন গ্রাহক যদি মাসে ৩শ টাকাও ব্যবহার করে আর তারা যদি ৫০ ভাগ লাভ করে তবে তাদের জনগনের মাথাপিছু আয় দাড়ায় মাসিক ৪০ হাজার ৫০০টাকা। যদি আমরা টেলিটক ব্যবহার করতাম তবে এই বিশাল অংকের টাকাটা আমাদেরই থেকে যেতো।
** কিন্তু টেলিটকের কিছু লোকজনতো দুর্নীতিবাজ
- দুর্নীতি ঠেকানোর ক্ষমতাতো আমাদের নেই। আমাদের আছে টেলিটক ব্যবহারে ক্ষমতা। দুর্নীতিবাজরা দুর্নীতির টাকায় ১টির বদলে ৩টি বাড়ি করবে। সেই বাড়ি করতে এদেশের শ্রমিক লাগবে, ইট লাগবে, বালি লাগবে। অর্থাৎ টাকা কিন্তু ঘুরে ফিরে আমাদের হাতেই থাকবে।
** কিন্তু টেলিটকের তো নেট খারাপ
- আর বাকীগুলোরতো পেট খারাপ। সারা বছর এতো রক্তচুষেও তারে পেট ভরে না।
** টেলিটকের থ্রিজি রেট কেমন?
- অন্যদের টুজি রেটের চেয়েও কম। আর অন্য অপারেটরের থ্রিজি ব্যবহার করতে হলে হয়তো আমার মতো অনেককে মোবাইল সেটটিই বিক্রি করে দিতে হবে।
** কিন্তু আমার এলাকায়তো থ্রিজি নেই
- টুজিতো আছে। টেলিটক টুজির স্পীড জিপি টুজির চেয়ে কোন অংশে কম নয়। আমি এই মুহুর্তে টেলিটক টুজি ব্যবহার করে স্ট্যাটাস দিচ্ছি। থ্রিজির জন্য টুজি নেটওয়ার্ক আপগ্রেড করা হয়েছে। অনেক ভালো স্পীড।
** টেলিটকের কাস্টমার সার্ভিস মোটেও ভালো না
- কাস্টমার সার্ভিসতো আর আমরা ভালো করতে পারব না। আমরা যেটা করতে পারি তাদের সাথে ভালো ব্যবহার করে কাস্টমার সার্ভিস শিখিয়ে দিতে পারি। আর ব্যবহারকারী বৃদ্ধি পেলে তাদের বেতনও বৃদ্ধি পাবে। তখন এমনিতেই সার্ভিস ভালো হয়ে যাবে।
আসল কথা হলো, দেশকে ভালবাসতে হবে। দেশের জন্য কস্ট করতে হবে। আর সেই কস্ট হলো- কর্তা ব্যক্তিরা কে কি করল না করল সেদিকে না তাকিয়ে শত সমস্যা থাকার পরও দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। আমি ৭ বছর ধরে ব্যবহার করা ব্লাড সাকার গ্রামীনফোনের স্টার সিম মানিব্যগে পাঠিয়ে টেলিটক শুরু করেছি। আপনি করছেন কবে?
মন চাইলে ঘুরে আসতে পারেন: grameenphone internet package
আমি সৈয়দ মোঃ ইব্রাহীম খলিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.offerbarta.info http://www.ibrahimduniya.tk
AMI TELLY TALK BEBOHAT KORI.