প্রিয় বন্ধুরা আসা করি সবাই ভাল আছেন। অনেক দিন ধরে ভাবছি টিটিতে টিউন করবো কিন্তু সাহস পায়না তবে আজ সকল বাধা আতিক্রম করে টিউন করতে যাচ্ছি যানিনা আমার এ post টা এর আগে প্রকাশ হয়ছে কিনা তারপরও যারা যানে না এটি তাদের জন্য,,,,আসুন মূল কথায় আসি। আমরা অনেকে মোবাইলে Opera Mini দিয়ে Browsing করি। কিন্তু কিছুকিছু Opera mini তে বাংলা লেখা আসে না। যার কারনে আমরা বাংলা সাইটগুলোতে যেতে সমস্যা হয়। এখন আমি আপনাদের এমন একটি টিপ্স দিব যার ফলে আপনি যেকোন Opera mini তে স্পষ্টভাবে বাংলা দেখতে পাবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হল প্রথমে আপনার মোবাইলে (যেকোন) opera mini টি Open করুন Http বারে লিখুন About:config তার দেখবেন একটা Page টির শেষে Use bitmap fonts for complex scripts একটা Option আসবে বক্সে NO থেকে Yes করে দিন তারপর দেখুন মজা । আপনি ইচ্ছেমত যেকোন বাংলা সাইটে যান । ভাই আমার জন্য দোয়া করবেন। ভাল লাগলে Comment দিতে ভুলবেন না।
আমি সোহাগ সাতক্ষীরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আমি android এ opera clasic ব্যবহার করি। এখানে এই ধরনের কোনো option নাই। font ঠিক করতে পারছি না।পারলে কিছু করেন।