উইন্ডোজ ফোন আর NOKIA ব্র্যান্ড লাভারদের জন্য Poly-carbonate Casing এর Colorful অসাধারণ এক বাজেট স্মার্টফোন হল Nokia Lumia 625.
যারা Android, iOS, Rim ব্যবহার করেন তাদের অনুরোধ করব OS এর তুলনামূলক বিশ্লেষণ না করতে। কারন সব OS এরই নিজস্বতা আছে আর USERS ও আছে।
পাঁচটি উজ্জ্বল রং এ পাওয়া যাবে সেটটি।
স্ক্রীন রেসুলেশন 480 x 800 pixels, 4.7 inches , 199 ppi. এই ফোন এর ওএস Clever Text Smoothing ব্যবহার করে ফলে Main Interface টেক্সট গুলো খুব সুন্দর দেখায়। তবে ভিউ এঙ্গেল এ কিছু ক্ষেত্রে স্ক্রীন গ্রেইশ দেখায়।
এর অ্যান্টি রেফ্লেকটিভ কোটিং বেশ ভালও। যদিও ফোন এর গ্লাস টা সামান্য Raised কিন্তু Corning Gorilla Glass 2 হওয়ায় এবং NOKIA standard এর কারনে Scratch এর চিন্তা না করে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন।
এটি বেশ দর্শনধারী। এর Side পুশ Button গুলোতে বেশ Tactical ফিল আছে কিন্তু বাটন এর Edge গুলো খুব মসৃণ না।
Qualcomm MSM8930 Snapdragon S4 Chipset এবং Dual-core 1.2 GHz Krait processor বেশ স্মুথ অপারেশান নিশ্চিত করে। Adreno 305 GPU ফোনের রেসুলুসন এর সাথে মানানসই। 512 MB RAM কিন্তু সেটটির RAM ম্যানেজমেন্ট খুবই ভাল। Load দিলেও Flowless চলে।
সেটটির ব্যাককভার খোলা যায় শুধু SIM Card and Memory Card লাগানোর জন্য আর ব্যাককভার কালার পরিবর্তন এর জন্য। ব্যাটারি খোলা যায়না।
সেটটি খানিকটা Wide হওয়ায় Net Browsing ও Mail করার জন্য বেশ সুবিধাজনক। তবে One Hand Operation এর ক্ষেত্রে খানিকটা অসুবিধা হয় যা প্রায় সব Smart Phone এর বেলায়ই প্রযোজ্য।
5MP ক্যামেরা তে ফ্লাশ বা ভাল আলোতে খুব ভাল ছবি উঠে কিন্তু কম আলোতে ছবি খানিকটা grainey হয় যা খুবই স্বাভাবিক। close-up খুবই ভাল। Front VGA ক্যামেরা দিয়ে সাধারণ মানের Skype etc. ভিডিও কল করা যায়। তবে Service Provider 3G Call করা যায়না। অবশ্য Service Provider 3G Call অনেক বায়বহুল। বরং skype, viber অনেক ভাল। তবে Nokia নিকট ভবিষ্যৎ এ Service Provider 3G Call করার Patch ছাড়বে বলে আমার ধারনা। ফোন টি তে 1080p@30 fps স্মুথ ভিডিও করা যায়।
HERE App টি গাড়িতে GPS navigation এর জন্য স্বচ্ছন্দে ব্যবহার করা যায়।
Asphalr Heat 7, Angry Birds Rio, Temple Run 2 এই তিনটা গেম আমি খেলে দেখেছি। খুবই স্মুথ চলে আর গ্রাফিক্স ও বেশ ভালও। অন্য গেম গুলো ও আশাকরি চলবে। ভিডিও প্লেব্যাক Quality বেশ ভালই।
Facebook, Twitter, Spotify সকল সফট ই Microsoft Store এ সহজলভ্য। Microsoft Srote এখন খুবই সমৃদ্ধ। প্রায় সব ধরনের Softwere ই এখানে পাওয়া যায়। কাজেই শুধু Software পাওয়া যায়না এই ধারনার প্রেক্ষিতে Windows Phone আর স্বাদ না নেওয়াটা বোকামি।
Smart Battery Management System ব্যবহার করায় Li-Ion 2000 mAh দিয়ে অনায়াসে Moderate Use এ দুইদিন ব্যবহার করা যায়।
সেটটি ২৬।০৯।১৩ থেকে মার্কেট এ পাওয়া যাবে আর দাম হবে সম্ভবত ২২০০০ টাকা। আমি উত্তরা MASCOT PLAZA MARKET এ NOKIA SHOWROOM এ সেটটি ব্যবহার করেছি।
যারা NOKIA and WINDOWS OS পছন্দ করেন তারা এই সেটটি ব্যবহার করে দেখতে পারেন।
ফোনটির Full Specification নিচে দিলাম। (From GSMARENA)
GENERAL 2G Network GSM 850 / 900 / 1800 / 1900
3G Network HSDPA 850 / 900 / 2100
4G Network LTE 800 / 1800 / 2600
SIM Micro-SIM
Dimensions 133.3 x 72.3 x 9.2 mm, 87.6 cc (5.25 x 2.85 x 0.36 in)
Weight 159 g
DISPLAY IPS LCD capacitive touchscreen, 16M colors
Size 480 x 800 pixels, 4.7 inches, 199 PPI
Multitouch Yes
Protection Corning Gorilla Glass 2
Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes , Dolby headphone sound enhancement
MEMORY MicroSD, up to 64 GB
Internal 8 GB,
RAM 512 MB
DATA GPRS Class B
EDGE Class B
Speed HSDPA, 42.2 Mbps; HSUPA, 5.76 Mbps; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
WLAN Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi hotspot
Bluetooth Yes, v4.0 with A2DP, LE
USB Yes, microUSB v2.0
CAMERA Primary 5 MP, 2592х1936 pixels, autofocus, LED flash
Features Geo-tagging, touch focus
Video 1080p@30fps
Secondary Yes, VGA
OS Microsoft Windows Phone 8, upgradeable to WP8 Amber
Chipset Qualcomm MSM8930 Snapdragon
CPU Dual-core 1.2 GHz Krait
GPU Adreno 305
Sensors Accelerometer, proximity, compass
Messaging SMS (threaded view), MMS, Email, Push Email, IM
Browser HTML5
Radio FM radio
GPS Yes, with A-GPS support and GLONASS
Java No
Colors Orange, Bright green, Yellow, Black and white
Others SNS integration
Active noise cancellation with dedicated mic
MP3/WAV/eAAC+/WMA player
MP4/H.264/H.263/WMV player
7GB free SkyDrive storage
Document viewer
Video/photo editor
Voice memo/dial Predictive text input
BATTERY Li-Ion 2000 mAh battery (BP-4GWA)
Stand-by Up to 552 h
Talk time Up to 24 h (2G) / Up to 15 h 10 min (3G)
Music play Up to 90 h
সকলকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবাই।
আমি Partha Sarker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
lumia is the best