Memory Card এর File Hide (লুকান) কোনো প্রকার Software ছাড়া [পর্ব-০২]

আজকের tune টা বুঝতে হলে আপনাকে আগে পূর্বের tune টা দেখে আসতে হবে।তা না হলে বুঝতে অসুবিধা হবে।

পূর্বের tune টা এখানে https://www.techtunes.io/mobileo/tune-id/236516

আশা করি সবাই ভালো আছেন!আমার আজকের tune টাও Phone এর memory card বিষয়ে। গত পর্বে বলেছিলাম যে কীভাবে memory card এর folder hide(লুকাতে) হয়!আজ তার পরের পর্ব।

folder টা তো আপনার phone এ hide করলেন কিন্তুআপনি memory তে কিছু load দেওয়ার জন্য তা computer এ ঢুকান তখন তো এটা আর গোপন থাকে না। কারন আপনার phone থেকে লুকানো সব folder computer এ show করে। এক্ষেত্রে আপনি একটা tricks use করতে পারেন সেটা হল।

  • আপনার phone থেকে memory card এ যান যে file টিতে গোপন তথ্য আছে সেটা select করুন
  • তারপর option এ যান এবং rename এ যান তারপর উক্ত file টির শেষে একটা( . ) শুধু ডট বসিয়ে দিন .
  • এর পর অন্য কিছু লিখবেন না।
  • আপনার কাজ শেষ এখন computer থেকে সেই folder টা তো open হবেই না এবং সেটা delete ও করা যাবে না।

it’s 100% working বিশ্বাস না হলে কাছে phone & computer থাকলে এখনি পরীক্ষা করে দেখতে পারেন।

বিঃদ্রঃ-এটা আমি Nokia phone এ করেছি। অন্য phone এ করা যাবে কি না আমি জানি না! তবে Nokia তে হবে এটা ১০০%!

ধন্যবাদ সবাইকে। আগামি পর্বের আমন্ত্রণ রইল!

Facebook এ আমাকে http://www.facebook.com/kamrul88.kamal

 

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃকামরুল ইসলাম(কামাল)।নিজের সম্পর্কে অত বলার কিছু আমার নেই। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করচি।এখানে যোগদান করেছি আপনাদের কাছ থেকে কিছু জানতে এবং কিছু জানাতে! http://www.facebook.com/kamrul88.kamal


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Amr akta memory card format korte parce na.amon ki pc dea format deleo hosse na.kono vabe ki aita format kora somvob????hole process bolen

    @Mahmud.ksp: Vai memory te emon pblm hole sadharonoto khub komi thik hoy.onek syber point a memory flash dai apni sekhane try korte paren.

    Level 0

    @Mahmud.ksp: একবার ট্রাই করে দেখুন তো কাজ হয় কি না? যদি হার্ডওয়ার সমস্যা না হয়ে থাকে তাহলে মনে হয় কাজ হবে। আমার লিংক থেকে লেখাটা পড়তে পারেন। এটা লিংক টা দেয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত। http://www.skytipsbd.com/the-file-or-directory-is-corrupted-and-unreadable/

Level 2

ভাই আমার কম্পিউটার থেকে কোন 3জিপি ভিডিও ফাইল মেমরি কার্ডে লোড দিয়ে তা সেটে ঢুকানোর পর আর ভিডিও ফাইল দেখা যায় না এমনকি ফোল্ডারটি পর্যন্ত না। আবার পিসিতে মেমরি কার্ড ঢুকালে ঠিকই দেখা যায়। অডিও ফাইলে কোন সমস্যা হয় না।
বিঃদ্রঃ আমার কিছু ভিডিও ফাইল ডিলিট হওয়ার পর রিকভারি দিয়ে ছিলাম তার পর থেকে এই সমস্যা। সমাধান দিলে অনেক উপকার হত।

    @Moyazzem: ভাই আপনাকে প্রথমে Phone তাকে restore/reset করতে হবে।তারপর memory টাকে Formate দিন।নতুন করে সব load দিন।আশা করি ঠিক হয়ে জাবে।আমার একবার এরকম হয়েছিল।phone model টা বললে ভালো হতো!!!