আই ফোন ফাইভ সি ও ফাইভ এস এর মূল্য

কোন নাটক বা ভনিতা না করে সরাসরি মুল টপিস এ যাই, অনেক ধরে আইফোন ফাইভ এর মূল্য নিয়ে ও ফিচার নিয়ে নানা রকম গুঞ্জন শোনা জাচ্ছিল যে নতুন যে আইফোন আসবে তার ডিসপ্লে হবে পাচ ইঞ্চি থেকে সারে চার ইঞ্চি , থাকবে কোয়ারড কোর প্রসেসর , ১৩ মেগা পিক্সেল ক্যামেরা ও আরো নানা সব আধুনিক ফিচার আর দাম হবে নাকি অনেক সস্তা, কিন্তু অ্যাপেল এবার ও সবার আশা ভেঙ্গে দিয়ে পুনরায় চার ইঞ্চির আইফোণ নিয়ে আসল , আর ক্যামেরা * মেগা পিক্সেল,

না আছে কোয়রড কোর প্রসেসর না আছে ২ গিগা বাইটের র‍্যাম । আমার মনে হয় এবার অ অ্যাপেল প্রেমিরা তাদের আশা অনুরুপ ফোন পেল না । আমার ব্যাক্তিগত ভাবে এই ফোন দুটা একটু ও ভাল লাগেনি । এতে নতুন তেমন কোন ফিচার নেট, আছে শুধু ফিঙ্গার প্রিন্ট স্কিন লক, যা কিনা ৪০০০ হাজার টাকার মুল্যের এন্ডয়েড ফোনে ও সাপোর্ট করে , আমার মনে হয় এর থেকে আমাদের দেশি ব্রান্ডের এন্ডেয়ড ফোন সিম্ফনি ওয়াল্টন অনেক ভাল ফোন দেয়, তবে আমার মতে আইফোন একটা আলাদা ভাব ছাড়া আর কিছু না। যা ই হোক না কেন কেউ কেউ বলে আইফোন ফাইভ সি এর বাংলাদেশি দাম নাকি ৮০০০ হাজার টাকা, কিন্তু একটু আগে gsmarena.com এ দেখলাম আইফোন ফাইভ সি এর দাম ধরা হয়েছে ৫৩৩৳ ইউ এস ডী, ৪১০ ইওরো যা বাংলাদেশি টাকায় আসে প্রায় ৪২০০০ হাজার টাকা। আর আইফোন ফাইভ এস এর দাম ধরা হয়েছে আরো বেশি ৬৪০৳ ইউ এস ডি, ৪৯০ ইউরো যা বাংলাদেশি টাকায় আসে প্রায় ৫০০০০ হাজার টাকা, এবার আপনারাই বলুন আপনাদের ব্যাক্তি গত ভাবে কি এই নতুন মডেলের আই ফোন কেমন  লাগল ,কমান্টস করে জানান ।

Level 0

আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

command kobo kemne?ami ki military?

Level 0

“কমান্ড করে জানান”????

“এতে নতুন তেমন কোন ফিচার নেট, আছে শুধু ফিঙ্গার প্রিন্ট স্কিন লক, যা কিনা ৪০০০ হাজার টাকার মুল্যের এন্ডয়েড ফোনে ও সাপোর্ট করে”

ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি কোন ৪০০০ টাকার সেটে সাপোর্ট করে তা বলবেন কি দয়া করে?

আর কোয়াডকোর হলেই সে প্রসেসরের স্পিড বেশী হতে হবে আপনার এ ধারণাও কিন্তু পুরোপুরি সঠিক নয়, গুগলে একটু সার্চ করলেই এ সম্পর্কে অনেক আর্টিকেল পাবেন।

আপনি অ্যাপলের কাছে আরো অনেক আধুনিক ফিচার আশা করছিলেন, কেমন আধুনিক ফিচার তা একটু ব্যাখ্যা করলে ভাল হত।

পরিশেষে একটি কথা, যদি আইফোন এতই ফেলনা হত তাহলে তা পৃথিবীর সর্বাধিক বিক্রীত সেট হত না, দুনিয়ার অধিকাংশ মানুষ নিশ্চয় পাগল না?

আর যা ই বলেন না কেনো আইফোন এর ভ্যালু স্যামসাং এর চেয়ে অনেক নিচে নেমে এসেছে, আমি কাতার এ মোবাইল শপ এ থাকি । গত ১ বছর আগেও আইফোনের ৬০% কাস্টমার ছিল কিন্তু ২০১৩ এর শুরু থেকেই এর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে আর স্যামসাং এর কাস্টমার বাড়তে থাকে। বর্তমানে ৮৫ % কাস্টমারের চাহিদা স্যামসাং এর দিকে।

Level 0

আপেল নিজেরে খাইতাছে রে ! যাই হক 5c এর দাম বড়ই রহস্যজনক । কিছুই বুঝতাছি না !

Level 0

vai ai figer print lock android akhono bair hoynai jeigula apps pawa jay oigula fake kaj kore na
!!
r I phone 5s a A7 processor .
64 bit architecture..
apnar kono dharona ee nai!!
8 mega pixel na ultra mega pixel camera! onk joss 1 ta product!
I phone k support kortesi karon ai product 5s ta valo but ami android aa ee comfortable & user!

iPhone 5c
দাম — ১৯৯ ডলার

আর

iPhone 5s
দাম — ৯৯ ডলার

আর জিএস এম এরিনাতে ১০ -২০ডলার ডিসকাউন্ট