কোন নাটক বা ভনিতা না করে সরাসরি মুল টপিস এ যাই, অনেক ধরে আইফোন ফাইভ এর মূল্য নিয়ে ও ফিচার নিয়ে নানা রকম গুঞ্জন শোনা জাচ্ছিল যে নতুন যে আইফোন আসবে তার ডিসপ্লে হবে পাচ ইঞ্চি থেকে সারে চার ইঞ্চি , থাকবে কোয়ারড কোর প্রসেসর , ১৩ মেগা পিক্সেল ক্যামেরা ও আরো নানা সব আধুনিক ফিচার আর দাম হবে নাকি অনেক সস্তা, কিন্তু অ্যাপেল এবার ও সবার আশা ভেঙ্গে দিয়ে পুনরায় চার ইঞ্চির আইফোণ নিয়ে আসল , আর ক্যামেরা * মেগা পিক্সেল,
না আছে কোয়রড কোর প্রসেসর না আছে ২ গিগা বাইটের র্যাম । আমার মনে হয় এবার অ অ্যাপেল প্রেমিরা তাদের আশা অনুরুপ ফোন পেল না । আমার ব্যাক্তিগত ভাবে এই ফোন দুটা একটু ও ভাল লাগেনি । এতে নতুন তেমন কোন ফিচার নেট, আছে শুধু ফিঙ্গার প্রিন্ট স্কিন লক, যা কিনা ৪০০০ হাজার টাকার মুল্যের এন্ডয়েড ফোনে ও সাপোর্ট করে , আমার মনে হয় এর থেকে আমাদের দেশি ব্রান্ডের এন্ডেয়ড ফোন সিম্ফনি ওয়াল্টন অনেক ভাল ফোন দেয়, তবে আমার মতে আইফোন একটা আলাদা ভাব ছাড়া আর কিছু না। যা ই হোক না কেন কেউ কেউ বলে আইফোন ফাইভ সি এর বাংলাদেশি দাম নাকি ৮০০০ হাজার টাকা, কিন্তু একটু আগে gsmarena.com এ দেখলাম আইফোন ফাইভ সি এর দাম ধরা হয়েছে ৫৩৩৳ ইউ এস ডী, ৪১০ ইওরো যা বাংলাদেশি টাকায় আসে প্রায় ৪২০০০ হাজার টাকা। আর আইফোন ফাইভ এস এর দাম ধরা হয়েছে আরো বেশি ৬৪০৳ ইউ এস ডি, ৪৯০ ইউরো যা বাংলাদেশি টাকায় আসে প্রায় ৫০০০০ হাজার টাকা, এবার আপনারাই বলুন আপনাদের ব্যাক্তি গত ভাবে কি এই নতুন মডেলের আই ফোন কেমন লাগল ,কমান্টস করে জানান ।
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
command kobo kemne?ami ki military?