বরাবরের মত apple এবার ও নিয়ে আসল তাদের নতুন আইফোন, এই ফোনের মডেল হল iPhone 5S ও iPhone 5C । এর প্রতিটা ফোনে রয়েছে চার ইঞ্চি এল ই ডি ব্যাক লাইট আইপিএস এল সি ডি ডিসপ্লে । প্রতিটা ফোনেই রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।প্রতিটা ফোনের রয়েছে ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক সাপোর্টড। আর প্রতিটা ফোন সাপোর্ট করবে ন্যানো সিম ।
আইফোন ফাইভ এস এ রয়েছে ১.৩ গিগাহার্জ গতির ডুয়েল কোর প্রসেসর ও পাওয়ার ভিয়ার এসজিক্স 534MP3 ট্রিপল কোর গ্রাফিক্স সম্মলিত জিপিইউ । র্যাম রয়েছে ১ গিগা বাইট , চিপসেট ব্যাবহার করা হয়েছে Apple A6 । এই ফোনে রয়েছে প্রায় সব সেন্সর,
আইফোন ফাইভ সি তে কি মানের সিপিউ আর গ্রাফিক্স ব্যাবহার করা হয়েছে তা এখন ও জানা যায় নি , তবে এ পর্যন্ত জানা সব শেষ খবর অনুযায়ী আই ফোন ফাইভ এস এ ব্যাবহার করা হতে পারে কোয়ারড কোর প্রসেসর, আর ২ গিগাবাইট র্যাম। তবে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আই ফোন ফাইভ এস ও আইফোন ফাইভ সি এর মধ্য পার্থক্য হল আইফোন ফাইভ সি তে ডিসপ্লে তে কোন প্রটেকশন ব্যবাহার করা হয় নাই, আর আইফোন ফাইভ এস এ গড়িলা গ্লাস ব্যাবহার করা হয়েছ ।
আর সব ধরনের মোবাইলের লেটেস্ট খবর জানতে এই পেজ লাইক করতে পারেন
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice