দ্বিধা ঝেড়ে ফেলে কিনে ফেললাম Walton Primo x2

গত ০৫০৯১৩ দুপুরে উত্তরা Walton Showroom  থেকে  ২৩৯৯০ টাকা দিয়ে কিনলাম Walton Primo x2 Black টা । প্রথম দর্শন এই ভাল লেগে গেল সেটটি।

বিগত এক মাস যাবত বিভিন্ন Positive / Negative কমেন্ট পরেছিলাম সেটটা সম্পর্কে। তাছাড়া Brand / China ব্র্যান্ড ব্যাপার টা ও কাজ করছিল মাথায়। প্রথম হাতে নিয়ে চমৎকার একটা অনুভূতি হল। অসাধারান টাচ Responsiveness।  সাইজ টা খানিকটা লম্বাটে হওয়াই এক হাত এ কাজ করতে সুবিধা। Just out of the box full auto mode a একটা ছবি তুলে ফেললাম Manager Walton , উত্তরার। incandescent  light এ  ছবি টি কেমন উঠল দেখুন।

বাসায় নিয়ে গত কয়েকদিন এ প্লে স্টোর থেকে ১২৩ টা সফটওয়্যার ইন্সটল করলাম। স্মুথ চলছে সবকিছু।  কোথাও কোন Lag নেই। Hang  করেনি একবার ও। Display টা অসাধারণ লাগে দেখতে। Resolution: 1920× 1080, 441 PPI  তে full HD mode a Movie বা অন্য কিছু দেখার মজাই আলাদা। চালালাম AnTuTu Benchmark 4.0 ফলাফল নিচে দেখুন।

সেটটির আরও বিস্তারিত জানার জন্য এরপর Run করলাম  CPU- Z ।নিচে স্ক্রীনশট গুলো দেখুন।

Walton Primo X2 ব্যবহার করেছে ARM-Cortex A7 Processor। খুব আশা করেছিলাম এরা Cortex A9 Processor ব্যবহার করবে। GPU Renderar টা মোটামুটি। Dead Trigger, Temple Run etc. গেম গুলো flawlessly চলে। তবে NFS Most Wanted এর মত বিশাল গেম গুলো High Graphics mode a সামান্য Lag করে মাঝে মাঝে। কিন্তু নরমাল মোড এ খেললে কোন ঝামেলা ই হয়না।

Air Gesture সব ক্ষেত্রেই ভালভাবে কাজ করছে। একবার চার্জ দিলে Moderate use এ একদিন ভালভাবেই চলে। Build Quality আমার পছন্দ হয়েছে। আমার পরামর্শ হল 3rd generation gorilla glass এ কোন Screen Protector ব্যবহার না করলেই বেশি মজা পাবেন। Network, Wi-Fi, Bluetooth এক কথায় অসাধারণ।Call Quality নিয়ে কোন সমস্যা নেই। সেটটার Built in Speaker এর Volume সামান্য কম। স্টক Headphone টা ও খুব একটা ভাল না কিন্তু আমার Sony Sound Cancelation in Ear headphone দিয়ে অসাধারণ DTS Sound উপভোগ করতে পারি।Charger  টা ভালই। বেশ দ্রুতই Charge হয়। সেটটির সাথে কোন OTG Cable নেই।

Flash দিয়ে নিকট থেকে ছবি তুললে সামান্য Over Expose করে যা সেটিংস্‌ এ সামান্য Tweak করে ঠিক করে নেওয়া যায়। তবে Auto ISO Use না করে ISO 400 Manually use করলে Grain Free ছবি তুলতে পারবেন। পর্যাপ্ত আলো থাকলে ছবি হবে দেখবার মত। ক্লোজআপ বেশ ভালও। সেটটির সাথে একটা ব্যাক কভার দেওয়া উচিত ছিল।

কোন সেট এর সাথে তুলনা না করে আমি নির্দ্বিধায় বলতে পারি এই দামে এর চাইতে ভাল সেট এই মুহূর্তে সহজলভ্য নয়। আমি নিজে বাবহার করে সম্পূর্ণ সন্তুষ্ট। নিচে সেটটির ফুল Specification দিলাম।

Basic information:
Operating System: Android 4.2.1 (jelly bean)
Processor: 28nm Quad-Core 1.5GHz Turbo
GPU: 357 MHz PowerVR SGX 544
RAM: 2GB (High Speed)
Storage space: 32GB
Call mode: Single Card

Network parameters:
Network type: UMTS/GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA+

Screen parameters:
Screen size: 5 inch Full HD
Resolution: 1920× 1080
PPI: 441
Touch & protector: Capacitive touch screen with 3rd generation gorilla glass
Display type: 2nd generation vivid IPS
Screen Materials: JDI IPS 2 + OGS
2.52 mm narrow frame

Camera parameters:
Rear camera: Omni visions 13.0 Mega pixels with BSI 2, F/2.2 & 5 lenses with blue glass filter
Front camera: 5.0 Mega pixels with F/2.4 & BSI
Video recording: Full HD (1080p) (1920x1080)
Flash: Support

EIS (Electronic Image Stabilization) (gyroscopic stabilization)
Capture Mode: Support (HDR mode, burst mode, touch-screen camera, gestures camera, smiling photographs, etc.)

AF mode: Support auto focus; touch focus and support manual face tracking

ISO Speed: Auto / 100/200/400/800/1600

Photo properties: 12 extreme beauties, support for real-time preview, pedestrians cleared, the group beat preferred

Multimedia:
Radio: Support with recorder
Music player with DTS Sound Technology | High Definition Audio

Connectivity:
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2
Wireless Display Sharing, WIFI Direct

Sensors:
Motion sensors: Gyroscope, Accelerometer (3D), Gravity, Linear Acceleration, Orientation, Rotation Vector
Light sensors: Light (Brightness), Proximity
Magnetic Field (Compass)
Dual mic noise reduction
Smart Gesture: Air browse pictures, Control video progress, smart pause control, Smart dial, Smart answer, Pause alarm, Gesture answer.

GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

Battery Capacity: 2150mAh
Type: High density Lithium-ion polymer battery

Weight: 127.6g (with battery)
Dimension: 142.5 X 69.4 X 7.9 mm

অসংখ্য ধন্যবাদ সবাই কে। শুভকামনা রইল সবার জন্য।

Level 0

আমি Partha Sarker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই এইটা তো Adobe Photoshop CS6(Windows) দিয়া ফটো টা এডিট করে দিসেন, অরিজিনাল ফটোটা দেন।

শুধু CROP and Image Size টা ছোট করে দিয়েছি। কোন retouch করা হয়নি। ধন্যবাদ।

Level 0

NFS Most Wanted
install করলে his application is not authorized for use on your android device
ভাই কিভাবে কি করব বলেন।

Level 0

সেলফ প্রমসন নাকি কম্পানি দারা প্রমসন ঠিক বুঝলাম না 🙂

    @roshid: কম্পানি দারা প্রমসন ঠিক বুঝলাম না hahaah 😛

কোন ধারনা নেই ভাই……আমার টা কোন ঝামেলা ছাড়াই NFS চলছে…@kowshik

এর পরের বার বাংলা তে লিখব রশিদ ভাই……বুঝতে সুবিধা হবে………

Level 0

CONGRATULATIONS TO U BRO. ITS SUCH A GREAT FEELING WHENEVER WE FOUND SOMETHING FOR WHICH WE HAVE WAITED FOR LONG TIME.

BY THE WAY BRO MY BUDGET IS AROUND 12,000 TK. WILL U PLEASE TELL ME WHICH SET WILL BE BETTER WITHIN THIS AMOUNT. THANKS.

    @Sea hawk: ভাই ১২ হাজারে ওয়াল্টন নিয়ে নেন। ওদের গুলা ভাল সিম্ফনির চে

Dear hawk, you may buy Nokia, Samsung, Symphony, Micromax or walton…but with that budget you may not get the best one. Try Nokia Lumia…its also good. Just research on web , hope you may find yours. Thanks.

ami f2 kinsi ,, ashanurup theke onek valo , motamuti shob game e chole ( vari HD game bade ) , templete run 2 chalalam , kono problem kore nai ,, 7000tk dame ar theke valo phone mone hoy onno kothao pawa jabe na …

ভাইরে যারা ব্র্যান্ড ব্র্যান্ড বলে লাফায় তাদের এইগুলা ইউজ করতে দেওয়া উচিৎ। সিম্ফনি ওয়াল্টনের সেট গুলা বস। আমি w150 চালাই সেই পারফরমেন্স

টেক ভাই ব্রান্ড নন ব্রান্ড বলে কথা না……. আমি চাই টাকাটা উশুল করতে…..ভাল জিনিস ব্রান্ড ননব্রান্ড যেটাই হক আমি কিনতে দিধা করিনা….ধন্যবাদ।

    @Partha Sarker: Thik koichen vai.. valo jinis ghorar anda marka brand hoileo apner kunoooo problem nai 😛

ভাই আমি ওয়ালটনের h2চালাই। জটিল একটা সেট!

আমারটা কিনছি north tower এর পাঁচ তলা থেকে।

    @মোঃরিয়াজ উদ্দিন: o r ami kinsilam 19 tola theke… tarpor 20 tolar chhad a uthe set ta rastay feila disi.. vabsilam falya deki vange kina… niche aisa deki oma vangato durer kotha amar set e hawa 😛

      @wp.engineer2: আপনারতো কপাল ভালো, ,,সেটটা আমার গােয় পড়ছিল,,ভেবেছিলাম আপনাকে পেলে …………..

      আপনানার সেটটা দিয়েই কমেন্টটি করলাম ।।।।। ভালোই চলে? এখন কি use করেন?

        @মোঃরিয়াজ উদ্দিন: Samsung Galaxy Grand … Somossa ektai Display Conrning gorilla glass noy 😛

That’s Great Riaz bhai…..

আমিও primo h2 চালাই। আমার সেটে মোস্ট ওয়ান্টেড ও ভাইস সিটি এই দুইটি গেমস আছে, দুটোই কোন প্রকার ল্যাগিং ছাড়াই খেলা যায়।

Vai valo korsen didha dondo jhaira feila ek number mofiz marka set kinsen 😛

@wp engineer2 পছন্দ টা সবার নিজের নিজের…… অন্যকে কটাক্ষ করে কি লাভ বলুন….

Price koto nilo ?

23990 Taka

Level 0

নক্স ও ভাল চলছে।

NX এর সাইজ টা এক হাত দিয়ে Use করতে অসুবিধা হয় কিন্তু Fablet হিসাবে এটা খুব ভাল।

Level 0

x2 এর সব কিছুই ভাল লাগে। ডিসপ্লে টা যদি super amoled দিত খুব ভাল হত। super amoled এর ব্যাপার টাই আলাদা। এই দিক দিয়া অবশ্য symphony z2 এগিয়ে আছে।আমি ২ দিন use করেছি খুবই ভাল।

@KoMs ভাই এর সব কিছু মিলে আমি এখনো ফিদা…..শুধু NFC টা মিস করছি। Display quality and view angle টা অসাধারণ।

Level 0

Gesture টা পাওয়ারফুল না তবে ভালো, আর স্পিকার Sorround না… আপনার নীচের ডান পাশের টা কি বাজতেছে ? একটু জানাবেন । স্পিকার টা Iphone এর আদলে বানানো হলেও সেটার শুধু বাম পাশের টা বাজতেছে। সমস্যা বুঝলাম না । Gesture টা দূর্বল যদিও বা কেউ যদি আগে Gesture ব্যবহার না করে তাহলে বুঝবে না । স্পিকার এর ব্যপার টা জানাবেন 🙂

@Anirban Speaker একটা ই বাজে। মজা হল আমার ডান পাশের টা বাজে। ঠিক জানিনা কেন এমন করেছে। Walton কে জিজ্ঞাসা করলে অদ্ভুত ভাবে মুখের দিকে তাকিয়ে থাকে… lol…But I am very happy with this set. Speaker এর কোন update news পেলে please জানাবেন।

vai er ce 8000 tk dea tablet kinci game khalar jonno.sob tik moto cole.24000tk dea sei china set kinar dorkar ki bujlam na

@ আরিফ পছন্দ টা আপনার নিজের। আমি শুধু এই টুকু বলতে পারি একটা X2 use করেন…. Brand এর কথা মনে ই থাকবেনা।

Level 0

Partha Sarker vai ami apnar sathe aktu kotha bolte chai. amio x2 use korsi.pls call me 01670503640

I will call u tomorrow @Masud Bhai

Level 0

vai amar primo x2 te show kore system er jonno 4+ GB, ar sd card er jonno 24 gb…kono app sd er jonno rakha jaygay sorano jay na…abar zdbox, app2sd era new app install korlei bole ” click to move this app to sd”…but kono kaj hoy na….any suggestion? ei sd card er jonno rakha jayga ta use korbo ki vabe?

এখানে Builtin ইন্টারনাল SD Card use করা হয়েছে তাই app সরান জায়না। @ Rashed ভাই