আপনার স্মার্টফোনের ক্যামেরায় বেশি Megapixel মানেই কি, বেশি ভালো ক্যামেরা?

অনেক দিন পরে টিউন করতে বসলাম। আমি আবার বড় টিউন করতে পারিনা। পরীক্ষার হলে সব প্রশ্নের উত্তর লিখলেও অতিরিক্ত কাগজ (লুজ পেপার) নেয়ার প্রয়োজন পরেনি। কারন আমি সহজ এবং সংক্ষিপ্ত ভাবেই লিখতে ভালোবাসি।

আমাদের দেশে ষোল কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষের হাতেই মোবাইল ফোন, মানে হচ্ছে দশ কোটি মানুষের হাতেই একটা করে ক্যামেরা আছে। আমার ধারনা মতে ৯৯ শতাংশ ক্যামেরাধারী বা তারও বেশি সংখ্যক মানুষের ক্যামেরা সম্পর্কে সাধারন ধারনা (Basic knowledge) নাই। ধারনা না থাকাটা কোন অপরাধ নয় বা জানতে হবে এটাও বাধ্যতামূলক নয়।

কিন্তু যখন কেউ আশা করে একটি ভালো ক্যামেরার মোবাইলফোন কিনবে তখন তার কিছুটা হলেও ধারনা থাকা উচিৎ, যাতে মোবাইলফোন কেনার পর পস্তাতে না হয়। আমরা প্রায় সবাই মনে করি, যত বেশি  Megapixel  তত বেশি ভালো ক্যামেরা। আসুন দেখি তাহলে কোনটা বেশি ভালো নিচের ছবির দুটির দিকে তাকান।

এক নম্বর ছবিটা 1.3 Megapixel.         (বিঃদ্রঃ techtunes-এ  ১.৩ মেগা পিক্সেল এর ছবি আপলোড করতে পারিনি, হয়ত পারা যায়না)

দুই নাম্বার ছবিটা 5 Megapixel            (বিঃদ্রঃ techtunes-এ  ৫ মেগা পিক্সেল এর ছবি আপলোড করতে পারিনি, হয়ত পারা যায়না)

প্রথম ছবিটা আকৃতিতে ছোট কিন্তু পরিষ্কার।

দ্বিতীয় ছবিটা আকৃতিতে বড় কিন্তু ঘোলাটে।

প্রথম ছবির ক্যামেরার হার্ডওয়্যার ভালো অর্থাৎ লেন্স, ইমেজ সেন্সর ভালো মানের।

দ্বিতীয় ছবির ক্যামেরার হার্ডওয়্যারের মান নিচু অর্থাৎ লেন্স, ইমেজ সেন্সর খারাপ মানের।

এ থেকে এটা মনে করা যাবেনা বেশি Megapixel খারাপ, আর কম Megapixel মানে ভালো।

আসুন একটা অংক করি।

1.3 Megapixel =(1280x960) pixel =12,28,800 pixel

5 Megapixel =(2560x1920) pixel =49,15,200 pixel

প্রথম ক্যামেরার উপর দায়িত্ব ছিল বারো লক্ষ আটাশ হাজার আটশত পিক্সেল দিয়ে একটি ছবি তোলা। এবং প্রথম ক্যামেরা কাজটি ভালো ভাবেই করেছে।

দ্বিতীয় ক্যামেরার উপর দায়িত্ব ছিল উনপঞ্চাশ লক্ষ পনের হাজার দুইশত পিক্সেল দিয়ে একটি ছবি তোলা। কিন্তু দ্বিতীয় ক্যামেরায় এত বিশাল অংকের পিক্সেল ক্যাপচার করার মত পর্যাপ্ত হার্ডওয়্যার না থাকায় কাজটি ভালোভাবে করতে পারেনি।

আমি বলতে চাচ্ছি Megapixel দিয়ে ক্যামেরার মান বিচার করতে পারবেন না। Megapixel অবশ্যই গুরুত্বপূর্ন। কিন্ত Megapixel পেছনে শক্ত খুটি (লেন্স, ইমেজ সেন্সর) গুলো আরো বেশি গুরুত্বপূর্ন।

ক্যামেরার মান বিচার করতে হবে লেন্স, ইমেজ সেন্সর দেখে। লেন্স, ইমেজ সেন্সর পরিক্ষা করার জন্য হার্ডওয়্যার বিশেষজ্ঞ হতে হবেনা।

নিজে ছবি তুলুন এবং ছবি গুলো দেখুন। দেখার মত চোখ থাকলে অবশ্যই ভালো ক্যামেরার একটি মোবাইল ফোন কিনতে পারবেন।

আর একটা কথা, ভালো ক্যামেরার 2 Megapixel এর একটি ছবি আট ইঞ্চি বাই দশ ইঞ্চি পেপারে খুব চমৎকার প্রিন্ট হয়।

আজ এটুকুই, ভালো থাকুন, Best of luck.

“বিশ টাকায় পরীক্ষা করে, অতি সহজেই একটি ভালো মানের ক্যামেরা সহ স্মার্টফোন কেনা যায়।“ পরবর্তি টিউনেই আসছি, অপেক্ষায় থাকুন।

আমার আরোও লেখা পড়ার জন্য ভিজিট করুন https://www.techtunes.io/tuner/rasel.mahfuj

এখন এই চার্টটি আপনাদের জন্য বোনাস,

Digital Camera Resolution Chart
Capture ResolutionVideo Display*Print Size***
2x3"4x5"/4x6"5x7"8x10"11x14"16x20"20x30"
320x240AcceptableGoodAcceptablePoorPoorPoorPoorPoor
640x480 - 0.3 MegapixelGoodExcellentGoodPoorPoorPoorPoorPoor
800x600ExcellentPhoto QualityVery GoodAcceptablePoorPoorPoorPoor
1024x768ExcellentPhoto QualityExcellentGoodAcceptablePoorPoorPoor
1280x960 - 1 MegapixelExcellentPhoto QualityPhoto QualityVery GoodGoodPoorPoorPoor
1536x1180Excellent**Photo QualityPhoto QualityExcellentVery GoodAcceptablepoorpoor
1600x1200 - 2 MegapixelExcellent**Photo QualityPhoto QualityPhoto QualityVery GoodAcceptableAcceptablePoor
2048x1536 - 3 MegapixelExcellent**Photo QualityPhoto QualityPhoto QualityExcellentGoodAcceptableAcceptable
2240x1680 - 4 MegapixelExcellent**Photo QualityPhoto QualityPhoto QualityPhoto QualityVery GoodGoodAcceptable
2560x1920 - 5 MegapixelExcellent**Photo QualityPhoto QualityPhoto QualityPhoto QualityExcellentVery GoodVery Good
3032x2008 - 6 MegapixelExcellent**Photo QualityPhoto QualityPhoto QualityPhoto QualityPhoto QualityExcellentVery Good
3072x2304 - 7 MegapixelExcellent**Photo QualityPhoto QualityPhoto QualityPhoto QualityPhoto QualityExcellentExcellent
3264x2448 - 8 MegapixelExcellent**Photo QualityPhoto QualityPhoto QualityPhoto QualityPhoto QualityPhoto QualityExcellent
10 Megapixel +Excellent**Photo QualityPhoto QualityPhoto QualityPhoto QualityPhoto QualityPhoto QualityPhoto Quality

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনের জন্য ধন্যবাদ। চার্টটা যেন কোথায় দেখছি!?

    Level 0

    @আশরাফ: Thank for your comment. who loves photography or have curiousity on digital camera, may see this type of many charts on internet.

Level 0

হ্য ভাই আসলেই তাই

তথ্যবহুল পোষ্ট, অসংখ্য ধন্যবাদ।

Level 0

রাসেল ভাই দারুন গুছিয়ে লিখেছেন, এই চার্ট টা অনেকবার দেখেছি কিন্তু এটা দিয়ে এত সুন্দর পোস্ট হয় এটা জানতাম না। অনেকেই ক্যামেরার ব্যাপারে জিজ্ঞাস করতি কিন্তু , ঠিক গুছিয়ে বোঝাতে পারতাম না। আপনার এই পোস্ট টা খুব কাজে দেবে। ধন্যবাদ

Level 0

@digitaladvice121: This type of offer is strickly prohibited and is violating techtunes rules. SO STOP THIS.

good post. waiting for the next post of yours. thanks

এমন পোষ্টের দরকার ছিল। আশা করি অচীরেই হয়তো এমন ভূল ধারনা কেটে যাবে।