Memory Card এর File Hide (লুকান) কোনো প্রকার Software ছাড়া [পর্ব-০১]

আমি নতুন Tuner আজ Join করেছি আর এটাই আমার প্রথম Tune। আমি আজ প্রথম যে টিউন টা দিব সেটা ফোন সম্পর্কে। আপনি কি আপনার memory card থেকে গুরুত্বপূর্ণ folder hide(লুকাতে)চান যাতে অন্য কেও সেটা দেখতে না পাই। এজন্য আপনাকে যা করতে হবে!

  • প্রথমে আপনি  আপনার memory card এ প্রবেশ করুন তার পর option এ যান এবার add folder এ যান folder টির নাম দিবেন SOFT.jad এটা।
  • এবার যে folder গুলো hide করবেন সেগুলো আপনার এই নব তৈরি করা folder টির  ভেতর move করুন।
  • এবার আরেকটা folder তৈরি করুন যার নাম দিবেন SOFT.jar এটা।
  • এবার দেখুন আপনার আগের তৈরি করা soft.jad folder টি আর দেখা যাচ্ছে না অর্থাৎ আগের টা hide হয়ে গেছে।
  • এখন আপনি যদি আবার সেই folder টি দেখতে চান তাহলে SOFT.jar এই folder টির নাম change করে অন্য যেকোনো নাম দিয়ে দিন তাহলেই আগের folder টি আবার দেখা যাবে!

screen shot লাগলে comment দিবেন। এই post টা এখানে আগে দেওয়া হয়েছে কি তা আমি জানি না। প্রথম টিউনt কোন ভুল হলে জানিয়ে দিবেন।

বিঃদ্রঃএটা আমি nokia phone এ করে থাকি অন্য phone এ হবে কি না জানি না! 🙄

ফেসবুক এ আমকে পেতে হলে     http://www.facebook.com/kamrul88.kamal

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃকামরুল ইসলাম(কামাল)।নিজের সম্পর্কে অত বলার কিছু আমার নেই। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করচি।এখানে যোগদান করেছি আপনাদের কাছ থেকে কিছু জানতে এবং কিছু জানাতে! http://www.facebook.com/kamrul88.kamal


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই গুরুত্ব পুর্ন একটি টিউন । আপনাকে এই পোষ্টটি শেয়ার করার জন্যে অনেক অনেক ধন্যবাদ ।

Welcome!!!এর আরও ২ টা পর্ব দিব সেগুলো আরও ভালো দেখার আমন্ত্রণ রইল।

Level 0

Kamrul@ VAI AMAR SAMSUNG MOBILE E KAZ KORENA.

Level 0

KAJ HOYNA VUA TIPS.

vai alamgir & Sea hawk ami to post ey boleci je eta Nokia phone a porikha kora ace onno phon a hobe ki na ami jani na.tobe nokia phone a hobe eta 100% sure!!!