মোবাইল ফোনের ৫ টি অতি গুরুত্বপূর্ণ টিপস (যা সকলের জানা দরকার)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মোবাইল ফোনের অতি গুরুত্বপূর্ণ ৫টি টিপস নিয়ে, যা সকলের জানা দরকার।
তাহলে জেনে নেওয়া যাক অতি গুরুত্বপূর্ণ ৫টি জিনিস।

১। ইমারজেন্সিঃ এমন যদি হয় যে আমরা নেটওয়ার্ক কভারেজের বাহিরে আছি এবং কোন
নেট খুজে পাচ্ছিনা সেক্ষেত্রে 112 এই ইমারজেন্সী নাম্ভার টি সব ফোন এর ক্ষেত্রেই
ব্যবহারযোগ্য, প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি যে কাজ করে তা হলো, এটি প্রেস করার সাথে সাথে ইহা আপনার জন্য নিকটবর্তী প্রতিষ্ঠিত নেটওয়ার্ক খুজে বের করবে এবং ঐ অপারেটর এর ইমারজেন্সি নাম্ভার টির সাথে আপনাকে কানেক্টেড করবে। এখন তো সবাই নেট কভারেজের মধ্যেই আছি তাইনা? এখুনি একবার ডায়াল করে দেখুন দেখবেন ডায়াল করলেই নাম্ভারটি দেখাবে না দেখাবে Emergency !

২। গাড়ি আনলক করাঃ আপনার গাড়িতে যদি রিমোর্ট কন্ট্রোলড লক সিস্টেম থেকে থাকে এবং ধরুন কোণ একদিন ভুল করে চাবিটি গাড়ির ভেতরে রেখে দরজা লক করে দিলেন এবং অন্য কোণ উপায়েও খোলার সিস্টেম নেই তখন মোবাইল দিয়ে সেটি আনলক করতে পারবেন। আর সেজন্য অবশ্যই আরেকটি রিমোর্ট কন্ট্রোলড চাবি থাকতে হবে কিন্তু সেটি আপনার হাতে না থাকলেও চলবে। ধরুন ২য় চাবিটি বাড়িতে আছে, তাহলে বাড়িতে কাউকে ফোন করুন এবং মোবাইল টি গাড়ির ডোর লক এর এক ফুট পরিমান দুরত্তে ধরে রাখুন এবার ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে বলুন মোবাইলের কাছে ধরে আপনার রিমোর্ট চাবিটির আনলক বাটন চাপতে। আশা করি কাজ হয়ে যাবে। চেষ্টা করে দেখুন।

৩। কথা ভালো বুঝতে পারছেন না কি করবেনঃ বিশেষ করে সকল নোকিয়া ফোনে এটি
কার্যকর। বিভিন্ন সময় হঠাত করে আমাদের ফোনের ভয়েল ক্লিয়ারিটি কমে যায়,
সবি ঠিক থাকে তাও কথা এমন অস্পষ্ট সেক্ষেত্রে ভয়েস ক্লিয়ারিটি বাড়াতে পারেন এই
কোডটি চেপেঃ *3370# মোবাইল ফোন গুলো সাধারনত কিছু চার্জ রিজার্ভ করে আর এই
কোডটি সাধারনত ওই চার্জ কে ব্যবহার করে ফোনের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, তবে এই কোড চালু রেখে দেয়া ঠিক নয় এতে ব্যাটারি দূর্বল হয়ে পড়ে ।
সুতরাং ব্যাবহারের পর #3370# চেপে এটাকে অফ করে রাখুন।

৪। ফোন চুরি হয়ে গেলেঃ এই টিপস টি আপনার ফোন টা হয়ত পুনরুদ্ধার করে দিতে পারবেনা কিন্তু যে আপনার ফোন টী নিয়েছে সে ওটাকে আর ব্যবহার করতে পারবেনা। এবং বিক্রিও করতে পারবেনা। সুতরাং চোরকে একটা উচিত শিক্ষা দিন এইভাবেঃ এক্ষুনি প্রেস করুন *# 06 # এরপর একটা সিরিয়াল কোড নাম্ভার দেখাবে সেটিকে কোথাও লিখে রাখুন। ফোনটা চুরি হয়ে গেলে আপনার সার্ভিস প্রোভাইডার কিংবা ফোন কোম্পানির কোণ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে এই নাম্ভার টি দিয়ে কাহিনি খুলে বলুন। ওরা ফোন অকেজো করে দিবে। এরপর চোর মহাশয় যখনি নতুন কোণ সিম ঢুকাবে ব্যাস ফোন চিরতরের জন্য মৃত্যুবরন করবে।

৫। মোবাইল কেনার সময় যাচাই করা উচিতঃ
*#92702689# এই কোডটি চাপলে দেখতে পাবেন ফোনের সিরিয়াল নাম্ভার,কবে তৈরী
করা হয়েছে অর্থাৎ ফোনটি লেটেস্ট কিনা,এর আগে কেউ ব্যবহার করলে ক্রয়ের তারিখ
দেখাবে, ফোনটিকে রিপেয়ার করলে তার বিস্তারিত দেখাবে, যদি রিপেয়ার না করে থাকে তাহলে ০০০০ দেখাবে, ফোন থেকে কোন ডাটা ট্রান্সফার হয়েছে কিনা দেখাবে। আর এই তথ্যগুলো থেকে বেরিয়ে আসতে হলে ফোনটি রিস্টার্ট দিতে হবে। বর্তমান স্মার্ট ফোনগুলোতে কাজ করে কিনা জানিনা তবে নোকিয়ার পূর্বের হ্যান্ডসেট গুলোতে কাজ করে।

বিঃদ্রঃ এই মোবাইলের ৫টি টিপস থেকে আমি ৪টি কাজ করে দেখেছি কাজ হয়েছে বাকি ১টি টিপস কাজ করে দেখেনিয় আর তা হল ২ নম্বরটি আপনারা সমস্যায় পড়লে কাজ করে দেখতে পারেন।


সংগৃহিত

প্রথম প্রকাশ আমার ওয়েব সাইটে
আজকের মতো এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ, নুতুন দুইটা জিনিস শিখলাম No, 1,2

সব গুলো কোড সব মোবাইলে সাপোর্ট করবে না, এগুলো শুধু নোকিয়ার জন্য।

টিটিতে উপদেশ মুলুক টিউন্স করার জন্য আপনাকে জানাই
“অভিনন্দন ”
আপনার টিউন্স পড়ে খুভ ই ভালো লাগলো ,
হোসাইন ভাই
4 নং এর কথা কি আর বলবো , আমি আপনার টিউন্স পড়েই আমার এয়ারটেল
নাম্বার +8801612526528 থেকে 121 ফোন করে জানতে পারলাম ,
ফোন এর IMEI নাম্বার টি মোবাইল অপরেটর এয়ারটেল বন্দ্ব করে না , এটা বন্দ্ব করার দায়িত্ব আইন প্রয়োগকারি সংঘস্থার হাতে , তাই এয়ারটেল বলছে এটা এয়ারটেলের দায়িত্ব নয় ,
4 । ফোন চুরি হয়ে গেলেঃ ,
এই সার্ভিস টি বাংলাদেশের
কোন মোবাইল অপারেটরে একটিভ করবেনা , এই রকম কোন নিয়ম মোবাইল অপারেটদের নাই , এই নিয়ম যদি থাকতো তা হলে অনেক আগেই বাংলাদেশ থেকে মোবাইল চুরি বন্দ্ব হয়ে যেত , আর এই রকম নিয়ম মোবাইল অপারেটর কেন করবে ? একটি মোবাইল চুরি হলে তো একটি সিম বিক্রি হবে , আর একটি সিম বিক্রি হলে মোবাইল অপারেটর ই লাভবান হবে , কেউ কি চায় নিজ হাতে নিজ পায়ে কুরাল মারতে ?

অনেক ধন্যবাদ, কাজের একটি টিউন করেছেন।

Level 2

গাড়িও আছে চাবিও আছে এখন শুধু পরীক্ষার পালা। ধন্যবাদ হোছাইন ভাই। আশা রাখি হোছাইন ভাইর টিউন বিফলে যাবে না।

কাজে লাগবে… ধন্যবাদ । । ।

@DarkMoon420: আপনি কি Survey bypass করা শেখাবেন নাকি ?? এমন কমেন্ট করেন কেন ?????

ধন্যবাদ আপনাকে ৫টি অসাধারন টিপস শেয়ার করার জন্য।

Level 0

tune ti pode valo laglo ….porer tune er jonno opekkAI asi….

Level 0

ধন্যবাদ আপনাকে ৫টি অসাধারন টিপস শেয়ার করার জন্য।

Level 0

VAI EMI NUMBER NIYE LAV NAI FLASH DIYE EMI NUMBER CHANGE KORE FON USE KORA JAY JETA AMI BOHU BAR KORESI