আজকে হঠাৎ করে ইচ্ছা হল প্রায় বছর খানেক আগে নস্ট হয়ে যাওয়া বাংলালিংক সিমটা তুলি।সেজন্য বাসার কাছের বাংলালিংক(দক্ষিণখান) পয়েন্টে যাই।প্রয়োজন মতো কাগজ ও দেই।কাস্টমার কেয়ারে বসা ছেলেটা নাম্বার চেক করে বলে fnf নাম্বার বলতে।আমি বলি যে আমি অনেক দিন আগে এটা ব্যবহার করা বাদ দিয়েছি আমার fnf নাম্বার মনে নাই।সে বলে যে fnf নাম্বার ছাড়া সিম দিতে পারবে না।তখন আমি বলে যে আমি তো আমার মালিকানার কাগজ(subscriber form) আছে,fnf নাম্বার এর দরকার কি?সে বলে fnf নাম্বার ছাড়া দেওয়ার নাকি অনুমতি নাই।আমি তখন বলি ,তাহলে বাংলালিংক কোটি কোটি টাকা খরচ করে তার গ্রাহকদের রিরেজিস্ট্রেশন করালো কেন?যদি fnf নাম্বার এর মূল্য এত!!!!
আমি তাকে মালিকানার কাগজ(subscriber form)এর সাথে নাম মিলানোর জন্য ভার্সিটির আইডি কার্ড ও ভোটারআইডি কার্ড দেখাই।এসব দেখানোর পর ও সিম দিল না।পরে আমি বাসায় এসে সিম কেনার সময়ের কাগজ,সিম রিপ্লেস(আগেএকবার করেছিলাম) করার কাগজ, নস্ট সিম সহ আবার যাই।তখন সে বলে ভোটারআইডি কার্ডএর ফটোকপি আনতে ।আমি বলি আমি এর আগেও warid,banglalink সিম তুলেছি কেউ তো আমাকে ভোটারআইডি কার্ডএর ফটোকপি করে আনতে বলেনি সবাই কাস্টমার কেয়ার থেকেই করে দিয়েছে,আপনিও করেন?
তখন সে খুব বাজে ব্যবহার শুরু করে।আমি তাকে বলি আপনি কাস্টমার দের সাথে ভাল ব্যবহার করেন নাহলে আমি আপনার নামে কমপ্লেন করব।এই বলে আমি তার আইডি কার্ড এ নাম দেখার জন্য হাত দেই।আমার হাত থেকে ঝাড়ি দিয়া আইডি কার্ডটা নিয়ে নেয়।আর বলে আপনি এই কাস্টমার কেয়ারে থেকে সিম পাবেন না,আমি সিম দিব না,যা খুশি করেন!!
আমি সাধারন গ্রাহক,আমার বেশি কিছু করার ক্ষমতা নাই।শুধু একটা কথাই বলেছি গ্রাহকদের সাথে এমন ব্যবহার করলে কোনো দিন প্রমোশন পেয়ে অফিসে ডেস্ক এ বসতে পারবেন না,সারাজীবন সিম বদলানোর কাম করতে হবে।
যদি মোবাইল ব্যবহার ছাড়তে পারতাম!!!
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
কোন জায়গা ওটা?