অবশেষে বহু জল্পনা কল্পনা উপেক্ষা করে কিনে ফেললামSymphony W65 হ্যান্ড সেট, এই সেট কেনার সময় অনেক কনফিউশনে ছিলাম , একে তো কম দাম , র্যাম কম তার উপরে আবার জেলিবিন এর লেটেস্ট ভার্সন ৪.২.২ দেয়া , ভাবছিলাম এই মোবাইলটা অনেক স্লো কাজ করবে কিন্তু আসলে তা না ।ভালই চলে তবে এই সেট এর ভাল কিছু ফিউচারের পাশাপাশি কিছু চরম খারাপ ব্যাপার আছে । বিস্তারিত ভাবে বর্ণনা নিচে করলাম —
অপারেটিং সিস্টেম- সিম্ফনি w65 এ আছে লেটেস্ট এন্ডয়েড অপারেটিং সিস্টেম ৪.২.২ জেলি বিন, যা আপনাকে দিবে অসাধারন গ্রাফিক্স আর ইউজার ইন্টারফেস ।
ক্যামেরা – সিম্ফনি w65 এর ক্যামেরা মোটামুটি , ক্যামেরার ছবি মান মোটামুটি ভাল , ছবি তোলার জন্য সামনে দেয়া আছে ২ মেগা পিক্সেল আর সামনে দেয়া আছে ভিজিএ ক্যামেরা । ছবি তোলার সময় বেধে যায় মনে করেন আপনি ছবি তোলার জন্য ক্যাপচার করলেন ১২ টা ১২ সেকেন্ড এ কিন্তু আপনি ১২ টা ১৫ সেকেন্ড এর ছবি পাবেন । আর ক্যামেরায় ফ্ল্যাশ আছে তবে তা দিয়ে আপনি ছবি তোলার চেস্টা করেন করবেন না কারন এ দিয়ে ছবি তোলা যায় না আপনি অন্ধকারে পথ চলতে এই ফ্ল্যাশ ব্যাবহার করতে পারেন ।আর ভিডীও কোয়ালিটি মোটামুটি ভাল । আমি নিচে কিছু ছবির সিম্পল দিলাম
হার্ডওয়ার – সিম্ফনি w65 এ ব্যাবহার করে হয়েছে ১.২ গিগা হার্জ এর ডুয়েল কোর প্রসেসর যা ১৩০০ মেগাহারজ পর্যন্ত ক্লক স্পিডে চলতে সক্ষম। এতে আছে ২৫৬ মেগা বাইট এর র্যাম আর আপনি ব্যাবহার করতে পারবেন ২১৫ মেগা বাইট পর্যন্ত ব্যাবহার করতে পারবেন । তবে আমার মতে এই সেট এর র্যাম ৫১২ মেগাবাইট হলে অনেক ভাল হয় কেননা যখন টেমপ্লে রান ও এজ গেমস খেলি তখন মাঝে মাঝে বেধে যায় আর এইচডি কোন গেমস খেললে তো কথাই নাই শুধু বাধে তবে আপনি র্যাম এক্সপান্ডার দিয়ে রুট করে র্যাম বাড়িয়ে ফেলতে পারেন । Symphony W65 এ আছে ৫১২ মেগাবাইট রম আর আপনি ব্যবহার করতে পারেন ১৬৫ মেগাবাইট । আমার মতে এখানে সিম্ফনি ১ গিগা রম আর ৫১২ মেগাবাইট র্যাম দিলে অনেক ভাল হত । গ্রাফিক্স আছে মেইল ৪০০ , আর সেন্সর আছে একুমুলেটর, লাইট ও প্রক্সিমিটি সেন্সর ।
ডিসপ্লে – এই সেট এ ৪ ইঞ্চি এর WVGA টি এফ টি ক্যাপাসিটিভ টাচ স্কিন এবং 480×800 পিক্সেল রেজুলেশন. ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি বেশি ভাল ও না আবার একে বারে খারাপ না । এটার ডিসপ্লে ২১৬ পিপি আই ।
কানেকশন ও ডাটা – সিম্ফনি এই সেটটিতে কানেকশন এর সব ফিচার দেয়া আছে , এই সেট এ ২ জি ও ৩ জি সাপোর্ট করে আপনি এই সেট দিয়ে অনায়েসে ভিডীও কল করতে পারবেন । আছে ব্লুটুথ ৩.০ , ওয়াইফাই ৮০২.১১ জিপিএস সুভিধা ও অনান্য সকল সুভিধা ।
সাউন্ড সিস্টেম – আপনি যদি মিউজিক কে ভালবাসেন তাহলে আমি বলব আপনি এই সেট থেকে দুরে থাকেন । কারন এই সেটের মিউজিক কোয়ালিটি আমার দেখা সেরা বাজে মানের মিউজিক কোয়ালিটি । আমি ১৪০০ টাকার মোবাইল চালিয়েছি এর সাউন্ড কোয়ালিটি সিম্পনি w65 এর থেকে অনেক ভাল । আর অনেক কম সাউন্ড। হেড ফোনের সাউণ্ড কোয়ালিটি ও ভাল না । এক কথায় সাউন্ড এর দিক থেকে এই সেট চরম বাজে ।
ব্যাটারি – সিম্ফনি w65 এ ১৫০০ মিলি এম্পিয়ার ব্যাটারি ব্যাবহার করা হয়েছে । এই সেট এর ব্যাটারি পারফমেন্স আমার কাছে বেশ ভাল লেগেছে , এক বার ফুল চার্জ দিলে টানা ৪.৩০ ঘন্টা থেকে ৫ ঘন্টা গেমস খেলতে পারবেন । আর অনান্য সেট চার্জ দিলে গরম হয় কিন্তু এই সেট একে বারে গরম হয় না বললেই চলে আর গেমস খেলার সময় তেমন একটা গরম হয় না। এক বার ফুল চার্জ দিলে আপনি ২ ঘন্টা গেমস, ৪ ঘন্টা অডিও গান , ১ ঘন্টা ভিডিও গান আর ৪৫মিনিট নেট ব্রাউজিং করতে পারবেন এবং এক দিন স্টান্ডবাই হবে । এক কথায় চার্জের দিক থেকে আমার কাছে এই ফোনটি বেশ ভালই লেগেছে ।
বডি - এই সেটের বডি প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে তবে এই সেট এর চার পাশে রাউন্ড দিয়ে প্লাস্টিকের উপরে স্টিল এর কালার করা আছে জার জন্য মনে হবে সাইডে এলুমিনিয়াম দিয়ে রাউন্ড দেয়া ।
এই সেট এর উচ্চতা হল ১২৫.৫ মিলি. মিটার প্রস্থ ৬৪.৫ মিলি মিটার আর পুরত্ত ১১.৪ মিলিমিটার । তবে এই সেটের চারপাশে রাউন্ড সোয়াপ আছে বিধায় মনে হয় মাত্র ৯.৭ মিলিমিটার পুরু ।
বেঞ্চমারক – আসলে এই সেট এর বেঞ্চ মার্ক দেখে আমি নিজেই বিশ্মিত হয়েছি । এই সেট এর বেঞ্চ মার্ক হল ৭৬৭২ ।
অনান্য – এই সেট এর ভিতরে mx player বিল্ট ইন দেয়া আছে তাই প্রায় সকল ফরমাটের ভিডিও ই এই সেট এ চলে । আর আমি ১০৮০পিক্সেল পর্যন্ত ভিডীও চালিয়েছি যা স্মুথলি চলে । আর প্রায় সব ফরমাটের অডিও এই সেট এ চলে । আর সিম্ফনির প্রতিটা সেট এর মত এই সেট এ ও আছে ডুয়েল সিম ডুয়েল স্টানন্ড বাই ।
দাম – এই সেট এর দাম ধরা হয়েছে ৬২৫০ টাকা আর সাথে ৪ গিগাবাইট মেমরি কার্ড ফ্রী, আমি এই সেট কিনেছি ৬২০০ টাকায় , কিন্তু আমারে মেমরি কার্ড দেয় নাই বলছে তারা নাকি মেমরি কার্ড পায় নাই । তবে আপনি কেনার সময় কয়টা দোকার ঘুরে কিনতে পারেন । আর এই ফোনটি ব্যাবহারের দিক থেকে আমার স্কোর হল ৬০% ।
আর এখান থেকে আপনি এই সেট এর ফুল ফিচার দেখতে পারেন.
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valoi bt w35 er cheo valo coz hd games like fifa12,real football 12’virtual tennis,crazy taxi khela jae smoothly.anyway thnx 4 ur post.