আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই।আশা করি ভালোই আছেন এটা আমার প্রথম টিউওন তাই ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মোবাইলফোন এবং স্মার্টফোনের মাঝে পার্থক্য কি তাহলে আপনি কি উত্তর দিবেন?? আপনার উত্তর হয়তো হবে মোবাইল ফোন শুধু যোগাযোগের জন্য ব্যবহার করা হয় তবে স্মার্টফোনে হলো যোগাযোগের সাথে আরো বহুমুখী ব্যবহার।বর্তমান বিশ্বে স্মার্টফোন নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা।কে কার থেকে ভালো স্মার্টফোন বানাতে পার!! আজকে আমার টিউনটা এই স্মার্টফোন নিয়েই
স্মার্টফোন কি?
চলুন প্রথমেই জেনে নেই স্মার্টফোনের আসল সংজ্ঞা কী? সহজভাষায় বলতে গেলে স্মার্টফোন হচ্ছে এমন এক ধরণের মোবাইল ফোন যা যা কম্পিউটিং সুবিধা সহ একটি মোবাইল অপারেটিং সিস্টেমে চলে এবং সাধারণ মোবাইল , অপারেটিং সিস্টেমে চলে এবং সাধারণ মোবাইল থেকে বেশি ফিচার সমৃদ্ধ।মোবাইল ফোনের সাথে personal digital assistant (PDA) যুক্ত করে প্রথম স্মার্টফোন তৈ্রি করা হয়।পরবর্তিতে পোর্টেবল মিডিয়া প্লেয়ার,ভিডিও প্লেয়ার, জিপিএস নেভিগেশন ইত্যাদি বহূমূখী ব্যাবহার যুক্ত করা হয়েছে।বর্তমানের স্মার্টফোনে আছে হাই রেজুলেশন টাচস্ক্রীন এবং ব্রাউজার যার মাধ্যমে বিভিন্ন মোবাইল অপটিমাইজড সাইট গূলো খুব সহজে দেখা যাচ্ছে।
স্মার্টফোনের অপারেটিং সিস্টেম
এরপর আসা যাক এর অপারেটিং সিস্টেম এ।স্মার্টফোন কোন না কোন অপেরাটিং সিস্টেমের মাধ্যমে চলে।এর মধ্যে গুগলের এ্যন্ড্রয়েড,আপেলের iOS ,নোকিয়ার Symbian ,স্যামসাং এর Bada ,মাইক্রসফটের Windows Phone ইত্যাদি জনপ্রিয়।আর ভবষ্যতে আমরা আরো কিছু স্মার্টফোন অপেরাটিং সস্টেম দেখতে পাবো যেমন ফায়ারফক্সের অপেরাটিং সিস্টেম,উবুন্টু এবং টাইযেন।
বর্তমানে আপেলের অপেরাটিং সিস্টেম আই ও এস এর সাথে সাথে গুগোলের এ্যন্ড্রয়েড বেশ এগিয়ে আছে।এর প্রধান কারণ হল এ্যন্ড্রয়েড হল অপেন সোর্স যার ফলে অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এটি ব্যাবহার করা শুরু করেছে।
অ্যাপলিকেশন স্টোর
প্রথম অ্যাপলিকেশন স্টোর তৈরি করে আপেল ২০০৮ সালের জুলাই মাসে যাকে বলা হয় Apple App Store ।এর পর পরই ২০০৮ সালের অক্টোবার মাসে গুগোল বের করে এ্যন্ডয়েড মার্কেট।RIM বের করে BlackBerry App World ২০০৯ সালের এপ্রিল মাসে।নোকিয়ার Ovi Store বের করা হয় মে ২০০৯ সালে।এরকম আরো কিছু অ্যাপলিকেশন স্টোর আছে।
আজ এটুকুই , পরে এই বিষয় নিয়ে আরো পোস্ট দেয়ার চেষ্টা করব।পোস্টটী ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন । সবাই ভালো থাকবেন 🙂
আমি সালমান সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবসময় সাধারণ থাকতে পছন্দ করি।ভালোবাসি প্রযুক্তিকে তাই যুক্ত হলাম *টেকটিউনসের* সাথে।আশা করি আপনাদের মানসম্মত টিউন উপহার দিতে পারব।
Thanks….nice tune…….