থিম বানান কাজে লাগবে এত ঘাটাঘাটি করতে হবে না।

ঈদ মুবারাক।আশা করি ভাল আছেন।প্রথমেই এই ১৩৬ এমবি এর ফাইলটাকে ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন। এরপর আসুন দেখে নেয়া যাক কিভাবে আপনি সিম্পলি কোন থিম ক্রিয়েট করবেন - ১. প্রথমে সফটওয়্যারটি লঞ্চ করুন এবং 1.png ক্রিয়েট থিম সিলক্ট করুন এর পর একটি ডায়লগ বক্স দেখাবে যেখানে আপনাকে থিমের নাম দিতে বলা হবে 2.png আপনি পছন্দমত থিমের একটি নাম দিন এবং ফিনিশ এ ক্লিক করুন। এবং ফিনিশ ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে থিম এডিটর ওপেন হবে 3.png এইবার ব্যাকগ্রাউন্ডের ছবি এডিটিং এর জন্যে আপনাকে প্রেফারেন্স থেকে বিটিএমপি এডিটর ওপেন করতে হবে 41.png এখানে লক্ষনীয় যে বিটিএমপি এডিটর আপনার পছন্দের যে কোন সফটওয়্যার হতে পারে। যদি আপনার ফটোশপ থেকে থাকে তাহলে আপনি এই কাজ ফটোশপেও করতে পারবেন। আরো সহজে এই বিটিএমপি এডিটরকে ওপেন করতে হলে click Background > Idle Background > Convert and Edit in Bitmap Editor:5.png এটি আপনার কাছে বিটিএমপি ফাইলের সাইজ চাইবে 6.png আপনি আপনার প্রয়োজন মত ছবির ডায়মেনশন চেজ্ঞ করে নিন। নকিয়ার সিরিজ 60 ফোনগুলোর জন্যে default (240X320)করে দেয়া থাকে। ok প্রেস করে কিন্টিনিউ করুন তাছাড়া আপনি কোন কোন অরডিনারি ছবি এডিটিং এর কাজে এমএসপেইন্ট ও ওপেন করতে পারেন। 7.png ফটো এডিটিং এর জন্যে এইপর্যন্তই যথেষ্ট এবং এর পর আপনি আপনার এই কাজ সেভ কের রাখুন। এই সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধা হল থিম হিসেবে ব্যবহার করার জন্যে আপনি যে ছবিটি বেছে নিয়েছেনতার যে কোন অংশই এডিট করতে পারবেন আপনি। উদাহরন স্বরুপ যদি আপনি কনটাক্ট এর বাটন এডিট করতে চান তাহলে আপনি চাইলে এডিটর প্যানেলে এই কন্টাক্ট আইকনকে এক্সপ্লোর করতে পারবেন ফলে আপনার কাজ করতে আরো সুবিধা হবে। 8.png প্রত্যকটি ইন্টারফেস কে আলাদা আলাদাভাবে এডিটিং এর জন্যে (যেমন এ্যাপ্লিকেশন মেনু) আপনাকে গ্যালারী ট্যাব অন করতে হবে এবং আপনার পছন্দমত আইকন বেছে নিতে হবে। 9.png স্ক্রীনশটে টাইপ ১ এর এ্যাপ্লিকেশন মেনু এডিট করার জন্যে এ্যাপ্লিকেশানস গ্রিড ১ এ ক্লিক করা হয়েছে (নকিয়ার 60সিরিজ এর জন্যে সাধারনত দুটি এ্যাপ্লিকেশান গ্রিড থেকে থাকে) কালার এবং ব্যাকগ্রাউন্ডের ছবি এডিটিং এর পরে আপনি আপনার মোবাইলে এক্সপোর্ট করে নিন 10.png এটি আপনার কাছে জানতে চাইবে যে আপনি কোথায় এই ফাইলটি সেভ করতে চান 11.png ফাইলটি আপনার সেল ফোনে সেভ করুন এবং একটি অরডিনারি এ্যাপ্লিকেশানের মতই ইন্সটল করে নিন। একদম সিম্পল। ট্রাই করে দেখতে পারেন।

ইচ্ছা করলে ঘুরে আশ্তে পারেন।আশা ক্রি  sure আমার ব্লগ এ গেলে ভাল নতুন কিছু পাবেন  ।

add me on facebook

Level 0

আমি limon0808227। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত কষ্ট করে টিউনটা করলেন, সাথে যদি কয়েকটা ফটো আপলোড করে দেখিয়ে দিতেন তাহলে টিউনটা পরিপূর্ণতা পেত । ধন্যবাদ

Level 0

Ther are so many type of theme in the world. Such as mobile theme, web theme, windows theme, Games theme etc.

SO it would better that U would mention the theme type on post title, to understand it clearly.

Level 0

amar kase ekta nokiar cilo kinto ektu kothin apnarta khub e simpol like it thnks

চুরি তো ভালই শিখছেন। বানান সহ চুরি। আধা পাগল। https://www.techtunes.io/featured/tune-id/649