আপনার স্মার্টফোনের ডিসপ্লে রেজুলেশন এর পেছনে আছে নাকি কোন মন্দ দিক?

ইদানিং অনেকের হাতেই স্মার্টফোন শোভা পাচ্ছে। স্মার্টফোন এর ব্যাপারে যারা একটু জানে তারা অনেক কিছুর সাথে ডিসপ্লে রেজুলেশনটা দেখে কেনে। অনেকে আছে ডিসপ্লে রেজুলেশন সম্পর্কে কোন ধারনাই রাখেনা, তবুও এই ব্যাপারে বেশ খুত খুতে, তাদের ধারনা ডিসপ্লে রেজুলেশন যত বেশি, স্মার্টফোনটা তত ভালো। কিন্তু আসলেই কি তাই? সে আলোচনায় আমরা পরে আসবো।

ডিসপ্লে রেজুলেশনঃ  ডিসপ্লে রেজুলেশন হলো ডিসপ্লে এর গ্রাফিক্যাল আয়তন। যেমন C1, D1, W5, W10, W15, W20, W30, W35 স্মার্টফোন গুলোর গ্রাফিক্যাল আয়তন হলো 320x480 গ্রাফিক্যাল আয়তন মাপা হয় পিক্সেলে। তার মানে হলো উপরের ফোন গুলোর ডিসপ্লের উচ্চতা ৩২০ পিক্সেল আর প্রস্থ ৪৮০ পিক্সেল। ডিসপ্লের গ্রাফিক্যাল প্রস্থ ও গ্রাফিক্যাল উচ্চতাকে ডিসপ্লে রেজুলেশন বলে।  অর্থাৎ কোন ডিসপ্লে এর প্রস্থে পিক্সেল সংখ্যা ও উচ্চতার পিক্সেল সংখ্যা দ্বারা এর রেজুলেশন বা গ্র্যাফিক্যাল আয়তন প্রকাশ করা হয়রেজুলেশন এর গ্রাফিক্যাল প্রস্থ ও উচ্চতাকে  গুনন আকারে প্রকাশ করা হয়।

ডিসপ্লে রেজুলেশন কেনঃ যে কোন ডিজিটাল ডিসপ্লে ইউনিটে (টিভি, কম্পিঊটার মনিটর, স্মার্ট ডিভাইস) রেজুলেশন বাধ্যতামূলক এবং অতি গুরুত্বপুর্ন। রেজুলেশন ছাড়া ডিসপ্লেতে কিছুই দেখা যাবেনা। ডিসপ্লের আকৃতির সাথে সামঞ্জস্য রেখে ডিসপ্লে রেজুলেশন দেয়া হয়। নির্দিষ্ট আকৃতির ডিসপ্লে ইউনিটে রেজুলেশন পরিবর্তন যোগ্য তবুও এর ব্যবহারিক স্ট্যন্ডার্ড আছে, যেমনঃ ১৫” CRT কম্পিউটার মনিটরের স্ট্যন্ডার্ড রেজুলেশল (৮০০X৬০০), ১৭” CRT কম্পিউটার মনিটরের স্ট্যন্ডার্ড রেজুলেশল (১০২৪X৭৬৮), ১৮.৫” LCD, LED কম্পিউটার মনিটরের স্ট্যন্ডার্ড রেজুলেশল (1366 x 768), ২১.৫” LCD, LED কম্পিউটার মনিটরের স্ট্যন্ডার্ড রেজুলেশল (1920 x 1080)

 নিচে স্মার্টফোনে বহুল ব্যবহৃত কয়েকটি রেজুলেশন দেয়া হলো।

HVGA (320x480)

WVGA (480x800)

QHD (540x960)

HD (720x1280)

FWVGA (480 X 854)

Full HD (1080x1920)

HVGA, WVGA, QHD, HD, FWVGA, Full HD (1080x1920)হলো ডিসপ্লে রেজুলেশন এর নাম। এই প্রত্যেকটি নামের পেছনেও ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যায় যাবনা।

আপনার হাতের কাছে সচরাচর স্মার্টফোন গুলোর ডিসপ্লে রেজুলেশন নিচের মতঃ  

HVGA (320x480)

Primo, C1, D1, W5, W10,W15,W20,W30,W32,W35

WVGA(480x800)

G1, R1, F1,W60,W70,W80,W90, W65

QHD(540x960)

G2, N1, H1, H2,W125

FWVGA (480 X 854)

G3,W71,W92

HD(720x1280)

X1, W150,ZI,ZII,R2,NX

Full HD(1080x1920)

X2

 

আপনার স্মার্টফোনের ডিসপ্লের গ্রাফিক্যাল রেজুলেশন ফিজিক্যাল আয়তনের তুলনায় যত বেশি হবে, আপনি তত বেশি বিস্তারিত নিখুত ইউজার ইন্টারফেস উপভোগ করবেন। একটু সহজ করে বলি, Primo N1 এ পাঁচ ইঞ্চিস্ক্রীনে QHD(540x960) রেজুলেশন। এই ক্ষেত্রে তুলনামুলক ভাবে কম, সাড়ে চার ইঞ্চির Primo H1 QHD (540x960) রেজুলেশন  যা N1 এর সমান। সুতরাং Primo H1 এ আপনি বেশি বিস্তারিত নিখুত ইউজার ইন্টারফেস উপভোগ করবেন। কারন এতে কম আয়তনে বেশি রেজুলেশন দেয়া হয়েছে।

আপনার ফোনের রেজুলেশন যত বেশি হবে, প্রসেসর , র‍্যাম, জিপিইউ এর উপর তত বেশি চাপ পড়বে। আপনার ইন্টারনেট ব্রাউজিং এ তত বেশি ডাটা খরচ হবে। আপনার ফোন ধীর গতির মনে হতে পারে।

কারন আপনার  HVGA (320x480) রেজুলেশন এর ফোনটি ১৫৩৬০০টি পিক্সেল নিয়ে কাজ করছে।

আর আপনার QHD (540x960) রেজুলেশন এর ফোনটি ৫১৮৪০০ টি পিক্সেল নিয়ে কাজ করছে।

প্রায় সাড়ে তিনগুন বেশি পিক্সেল নিয়ে কাজ করছে QHD(540x960) রেজুলেশন এর ফোনটি।

তার মানে এটা প্রায় সাড়ে তিন গুন বেশি হার্ডওয়্যার ব্যবহার করবে, সাড়ে তিন গুন বেশি ইন্টারনেট ডাটা খাবে, যা আপনার খরচ বাড়িয়ে দেবে। প্রসেসর , র‍্যাম, জিপিইউ শক্তিশালী না হলে ধীর গতিতে চলবে। আসলে রেজুলেশন যত বেশি, ফোনের উপর বোঝাটা তত বড়।

আপনার প্রশ্ন জাগতে পারে ১৫৩৬০০ টি পিক্সেল এবং ৫১৮৪০০ টি পিক্সেল কোথায় পেলাম?

এবার অংক করুন, গুন করলেই পেয়ে যাবেন মোট পিক্সেল সংখ্যাঃ

 HVGA (320x480=153600)

  QHD (540x960=518400)

আজ এটুকুই, লেখাটা মনের মত হয়নি, ইচ্ছা ছিল একটু হলেও রেজুলেশন সম্পর্কিত ধারনা দেয়া। হয়ত পারিনি। ভালো থাকুন। ঈদের শুভেচ্ছা সবার জন্য।

আসুন, আপনার স্মার্টফোনের সেন্সর গুলোর কারসাজী সম্পর্কে একটু জেনে নেই।

একটি মেগা টিপস, টাক মাথায় তাক লাগানো সমাধান

iphone, Samsung galaxy, Xperia, Motorolla, HTC, LG, Lumia, Walton, Symphony এবং অন্যান্য স্মার্টফোনে আচ্ছা করে স্ক্রীন প্রটেক্টর লাগাচ্ছেনতো?

স্মার্টফোনের দুরন্ত স্মুথ গতির জন্য একটি মাইক্রো টিউন, কিন্তু গুরুত্বটা মেগা

আপনার মাথায় কি স্মার্টফোন নামে ঘুন পোকা আছে? যা আপনার ক্ষতি করছে।

স্মার্টফোন কেনার পুর্বে ১০ টা ফিচার নিশ্চিত হয়ে কিনুন।

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভালো লাগলো।

Ai dhoroner tune aro chai ……………………..

Thanks…

Level 0

awsome tune

Superb and Informative tune!

Level 3

Should be a sticky tune.