জেলিবিন ৪.২.১ চালিত ৫ ইঞ্চি ২৯৪ PPI করনিং গরিলা গ্লাস সমৃদ্ধ এক অসাধারণ ফোন হল Micromax Canvas 4 । ফোনটি ফুল সাইজ ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই সাপোর্ট করে। পিছনে রয়েছে লিড ফ্লাশ সহ ১৩ মেগা পিক্সেল ক্যামেরা আর সামনে ৫ মেগা পিক্সেল। পিছনের ক্যামেরা ১০৮০ P @ ৩০ FPS ভিডিও করতে পারে। CPU ব্যবহৃত হয়েছে Quad-core 1.2 GHz Cortex-A7 আর GPU হল PowerVR SGX544। 2G / 3G উভয় ব্যবহারযোগ্য এই ফোন এ রয়েছে WLAN, Wi-Fi hotspot, Bluetooth 4, Micro USB 3.0। কনফিগারেশন এর আরও ডিটেইল দেখতে চাইলে gsmarena তে ঢুঁ মারতে পারেন। আমি বরং আমার নিজের ৩/৪ ঘণ্টা ব্যবহার এর অভিজ্ঞতা শেয়ার করি।
- ফোনটির প্যাকেজিং অসাধারন
- দেখতে খুবই সুন্দর আর সলিড Build কোয়ালিটি।
- টাচ খুবই রেসপনসিভ।
- ডেড ট্রিগার, টেম্পল রান, NFS গেমগুলো ফাটাফাটি চলে।
- An Tu Tu Benchmark এ ভালই স্কোর করেছে।
- ১৩ MP ব্যাক ক্যামেরা কিন্তু অল্প আলোয় খুব একটা ভাল ছবি উঠেনা। যদিও দিনের বেলা বা ভাল আলোতে বেশ ভালই ছবি উঠে।
- ২০০০ mAh battery আমার কাছে কম মনে হয়েছে। অবশ্য সারাদিন ব্যবহার এর সুযোগ আমি পাইনি।
- Wi-Fi খুব ভাল কাজ করে।
- Voice Call কোয়ালিটি বেশ ভাল।
- Wi-Fi দিয়ে ঝকঝকে ভিডিও কল করা যায়।
- HD 720 video Playback ফাটাফাটি কিন্তু ১০২৪ গুলো মাঝে মধ্যে সামান্য আটকায়।
- মজা লেগেছে যে ফু দিয়ে ফোনটা আনলক করা যায়।
- স্পিকার আর ভলিউম সামান্য কম কিন্তু হেডফোনে ফাটাফাটি কোয়ালিটি সাউন্ড।
- ভিডিও দেখার সময় স্ক্রীন থেকে চোখ সরালে পজ হয়ে যায়। খুবই দরকারি ফিচার।
- যাদের Brand Fascination নেই তারা অনায়াসে কিনতে পারেন ২৪ হাজার টাকার মধ্যে এই ফোন।
ফোন সংক্রান্ত অনুভূতি গুলো একান্তই আমার নিজের। কাজেই কিনবার আগে বুঝেশুনে কিনবেন।
ধন্যবাদ সকলকে।
আমি Partha Sarker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dam ta kene likhen ni vai?