অল্প সময় ব্যবহার করে ভাল লাগলো Micromax Canvas 4

জেলিবিন ৪.২.১ চালিত ৫ ইঞ্চি ২৯৪ PPI করনিং গরিলা গ্লাস সমৃদ্ধ এক অসাধারণ ফোন হল Micromax Canvas 4 । ফোনটি ফুল সাইজ ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই সাপোর্ট করে। পিছনে রয়েছে লিড ফ্লাশ সহ ১৩ মেগা পিক্সেল ক্যামেরা আর সামনে ৫ মেগা পিক্সেল। পিছনের ক্যামেরা ১০৮০ P @ ৩০ FPS ভিডিও করতে পারে। CPU ব্যবহৃত হয়েছে Quad-core 1.2 GHz Cortex-A7 আর GPU হল PowerVR SGX544। 2G / 3G উভয় ব্যবহারযোগ্য এই ফোন এ রয়েছে WLAN, Wi-Fi hotspot, Bluetooth 4, Micro USB 3.0। কনফিগারেশন এর আরও ডিটেইল দেখতে চাইলে gsmarena  তে ঢুঁ মারতে পারেন। আমি বরং আমার নিজের ৩/৪ ঘণ্টা ব্যবহার এর অভিজ্ঞতা শেয়ার করি।

- ফোনটির প্যাকেজিং অসাধারন

-  দেখতে খুবই সুন্দর আর সলিড Build  কোয়ালিটি।

-  টাচ খুবই রেসপনসিভ।

-  ডেড ট্রিগার, টেম্পল রান, NFS গেমগুলো ফাটাফাটি চলে।

-  An Tu Tu Benchmark  এ ভালই স্কোর করেছে।

-  ১৩ MP ব্যাক ক্যামেরা কিন্তু অল্প আলোয় খুব একটা ভাল ছবি উঠেনা। যদিও দিনের বেলা বা ভাল  আলোতে বেশ ভালই ছবি উঠে।

-  ২০০০ mAh battery আমার কাছে কম মনে হয়েছে। অবশ্য সারাদিন ব্যবহার এর সুযোগ আমি পাইনি।

-  Wi-Fi খুব ভাল কাজ করে।

-  Voice Call  কোয়ালিটি বেশ ভাল।

-  Wi-Fi দিয়ে ঝকঝকে ভিডিও কল করা যায়।

-  HD 720 video Playback  ফাটাফাটি কিন্তু ১০২৪ গুলো মাঝে মধ্যে সামান্য আটকায়।

- মজা লেগেছে যে ফু দিয়ে ফোনটা আনলক করা যায়।

- স্পিকার আর ভলিউম সামান্য কম কিন্তু হেডফোনে ফাটাফাটি কোয়ালিটি সাউন্ড।

- ভিডিও দেখার সময় স্ক্রীন থেকে চোখ সরালে পজ হয়ে যায়। খুবই দরকারি ফিচার।

- যাদের Brand Fascination নেই তারা অনায়াসে কিনতে পারেন ২৪ হাজার টাকার মধ্যে এই ফোন।

ফোন সংক্রান্ত অনুভূতি গুলো একান্তই আমার নিজের। কাজেই কিনবার আগে বুঝেশুনে কিনবেন।

ধন্যবাদ সকলকে।

Level 0

আমি Partha Sarker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Dam ta kene likhen ni vai?

Bd te 22 theke 24 hazar ar moddhe hobe…ami Indian ak bondhur ta koyek ghonta use koresi… Dhonnobaad apnake.

Level 0

Im sorry

Thanks again.

oi mia 32-35 hazar hoile akhon brand new samsung galaxy s3 paoya jay…market er khobor rakhen.amar frnd 2 din aage 35 dia bosundhara theika kina anse aar ei kisu takar jonno micromax kinben keno

    @arifuzzaman aman: আপনি টিউনটি নিশ্চয়ই খুব ভালোভাবে পড়ে দেখেননি …! এখানে শেষে একটি কথা লিখেই দিয়েছেন টিউননার যে ‘যাদের Brand Fascination’ ! আর যদি স্যামসাঙ্গে আপনার এতই স্বাচ্ছন্দ তবে মাইক্সোম্যাক্স এর টাইটেল লেখা টিউনে ঢুকেছেন কেন ? আর, আপনার কি মনে হয় যে মাইক্রোম্যাক্স ফেলনা কোম্পানি ? যাই হোক, মান্ধাতা যুগ থেকে বের হন … ব্র্যান্ড নেইম এর মাঝেই শুধু পরে থাকবেন না !

      Level 0

      @রুমার: বাদ দেন ভাই। এই সব প্লাস্টিক ইউজার আসলে টাকা দিয়ে ফোন কিনে না। ফোনের ব্রান্ড কিনে। যাতে বাইরে মানুষরে দেখায়ে পার্ট নিতে পারে। আসলে এরা আন্ড্রয়েড কি, এইটাও মনে হয় বলতে পারবে না। ৩০-৫০ হাজার টাকা দিয়ে ফোনে কিনে কেবল কানে দিয়ে কথা বলা আর দু একটা গেম খেলা ছাড়া এদের আসলে কোন কাজ নাই। ভালো সেট হলে তাকে ভালো বলতেই হবে। আর বর্তমানে সিম্ফনি মাইক্রম্যাক্স এর মত কোম্পানিগুলো চাইনিজ হলেও মান অসাধারন!

Awesome 😀

Level 2

great phone.

আমান ভাই ২৪ থেকে ৩৫ আর দূরত্ব ১১ হাজার। আমার কাছে অনেক টাকা। তাছাড়া আমার কাছে মূল্যমানের তুলনায় সক্ষমতা টা বেশি জরুরি। দিয়ে দেখি না নুতুন কোম্পানি কে খানিকটা সুযোগ !!…ধন্যবাদ।

অনেক ধন্যবাদ রুমার ভাই

Thanks Hacker Bhai

ফোন টা অফিশিয়ালি Mid Sept/13 এ বিডি বাজারে আসবে। আমার কিন্তু ব্যবহার করে ভাল ই লেগেছে। ধন্যবাদ Buddy ভাই

সেট এর লুক টা অসাধারন। ব্রান্ড এর চাইতে কোন দিক দিয়ে পিছিয়ে নেই। সমসসা এক্টাই ইন্ডিয়ান মাল।

@Nahid Indian brand but made in Chaina