Walton Primo D1: ওয়ান ক্লিক রুট এবং আনরুট

প্রায় অনেক দিন হয়ে গেল Primo D1 বাজারে এসেছে। বাংলাদেশের স্মার্টফোন বাজারে কম বাজেটের স্মার্টফোন গুলোর মধ্যে Primo D1 অন্যতম। বেশ কিছুদিন হল আমিও একটি Primo D1 কিনেছি। কিনার পর থেকে D1 এর রুট মেথডের অপেক্ষা করছিলাম। রুট মেথডের জন্য প্রায় ওয়াল্টনের ফোরাম ভিজিট করেছি। কিন্তু অনেকদিন অপেক্ষা করার পরেও কোন রুট মেথড পেলাম না। অবশেষে নিজেই D1 রুট করার সিদ্ধান্ত নিলাম। আমার কাছে অনেক রুটিং টুলকিট ছিল। একে একে সব ট্রাই করেছি। কিন্তু কোন কাজ হল না। তবে সব কিছু ট্রাই করার পর এই রুট টুলকিট দিয়ে রুট এবং আনরুট করতে পারলাম। তাই আজ আপনাদের সাথে D1  রুট এবং আনরুট পদ্ধতি শেয়ার করছি।

gallery_5191ea0fec2cc

রুট করতে যা যা লাগবেঃ

১) ডাটা ক্যাবল

২) রুটিং টুলকিট

৩) এবং আপনার Primo D1 হ্যান্ডসেট

রুট করার পদ্ধতিঃ

১) প্রথমে আপনার পিসি তে Primo D1 ইউএসবি ড্রাইভার ইন্সটল করে নিন। ইউএসবি ড্রাইভার ইন্সটল করার পদ্ধতি নিচের লিঙ্ক এ পাবেন।

USB Driver installation method

২) ইউএসবি ড্রাইভার ইন্সটল করা হয়ে গেলে নিচের লিঙ্ক থেকে রুটিং টুলকিট ডাউনলোড করে নিন।

Rooting Toolkit

৩) এবার রুটিং টুলকিট টি ওপেন করুন।

root kit open

৪) আপনার Primo D1 হ্যান্ডসেটের Settings> Applications>Development এ যেয়ে Unknown sources এবং USB Debugging অন করে নিন।

333   222

৫) এবার ইউএসবি ক্যাবল দিয়ে আপনার Primo D1 পিসিতে কানেক্ট করুন।

৬) ইউএসবি ড্রাইভার যদি ঠিক মত ইন্সটল হয়ে থাকে তাহলে রুটিং টুলকিটে Primo D1 লিখা দেখতে পাবেন। যদি কোন কারণে টুল কিট আপনার ডিভাইস ডিটেক্ট করতে না পারে তাহলে টুল কিট টি ক্লোজ করে আবার ওপেন করুন।

৭) Primo D1 লিখা উঠার পর এবার টুলকিটের ROOT বাটনে ক্লিক করুন।

root dev

৮) কিছুক্ষণ অপেক্ষা করুন। টুলকিটে পর পর ৪ টি স্টেপে টিক চিহ্ন দেখতে পাবেন।

rooted

ব্যাস আপনার কাজ শেষ। রুট হয়ে গেল আপনার Primo D1.

আনরুট করার পদ্ধতিঃ

১) আনরুট করার জন্য টুল কিট টি পুনরায় ওপেন করুন।

২) আপনার ডিভাইস ইউএসবি ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট করুন।

৩) পুনরায় টুলকিটের রুট বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন।

ব্যাস কাজ শেষ। আপনার Primo D1 আনরুট হয়ে যাবে।

 

পোস্ট টি বিডি ড্রয়েড থেকে নেয়া হয়েছে।

Level 0

আমি শিশির বিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ami onno akta method baboher kore D1 root korsi. tobe apner method oneak easy. very good. walton D1 er custom rom kothai pabo please aktu janaben. and aita ics or jelly been upgread kora jabe ki. janaben please. custom rom khub dorker………..please……..

Level 3

Eta die ki walton primo x1 root kora jabe?

কিন্তু আমি যতদূর জানি ফোন রুট করলে তার আর ওয়ারেন্টি দেয়না বিক্রিত কোম্পানি। এবং রুট করে ফোন/ হ্যান্ডসেটের সিস্টেম Upgrade করা সম্ভব হলেও তা হ্যান্ডসেটের স্ট্রেন্থ কমিয়ে দেয়। সবাইকে একটু এদিকে খেয়াল রাখতে হবে যারা রুট করবেন বলে ভাবছেন। বাইদ্য ওয়ে; প্রিমো D1 রুট করে কি আইসক্রিম স্যান্ডউইচ কিংবা জেলি-বিনে রুপান্তর করা সম্ভব হয়েছে?
কেউ জেনে থাকলে জানাবেন।

Level 0

primo R1 এইটা দিয়ে রুট করা যাবে?

Level 0

walton d1 er custom rom setup tutorial and custom rom dile upokar hobe bhai.

Level 0

d1 er custom rom link din