এবার টাকা ছাড়াই নিজের পিসিতে বসে Nokia মাল্টিমিডিয়া মোবাইল ফ্লাস দিন।

আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবসময় এই দোয়াই করি।

আজকের পোষ্টের বিষয়টি শুনে হয়তো চমকে উঠেছেন.. তাইনা? আসলে চমকে যাবারই কথা।

কেননা যারা নোকিয়া মাল্টিমিডিয়া ফোন ব্যবহার করে থাকেন তারা সবাই জানেন ফ্লাসের এই দূরাবস্থার কথা।

প্রতিবার ফ্লাস দিতে ২০০ টাকা থেকে শুরু করে ৫০০-৬০০ টাকা পর্যন্ত গুনতে হয় মোবাইল সার্ভিস অথবা নোকিয়া সার্ভিস পয়েন্ট গুলোতে।

এতকিছুর পরও, ফ্লাস দেবার পর সেটা কত দিন টিকবে তারও কোন নিশ্চয়তা নাই।
অনেকের কিছুদিন পর পর ফ্লাস দিতে হয়। অথচ দেখুন এভাবে ফ্লাস দিতে দিতে কতগুলো টাকা আপনাকে গচ্ছা দিতে হচ্ছে।

যাইহোক, আজকে আমি আপনাদেরকে সেই সমস্যার হাত থেকে রেহাই পাবার একটি উপায় বর্ণনা দিচ্ছি। এখন থেকে আপনার পিসিতেই বসে আপনার মোবাইল টি আপনি ফ্লাস দিতে পারবেন যতবার ইচ্ছে ততবার।

এর জন্য নিচের সম্পূর্ণ লিখাগুলো মনোযোগ সহকারে পড়ুন।

প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কিছু আলোচনা:-

আসলে আপনার ফোনে ফ্লাসের সমস্যাটি হওয়ার কারণ হচ্ছে..
ফোনটিতে কিছু Firmware File থাকে যেগুলো সচল থাকলে ফোনটির সকল ফাংশন ঠিকভাবে কাজ করে।

কিন্তু এগুলো যদি নষ্ট হয়ে যায় তারপর ফোন আর ঠিকমত কাজ করেনা। এমনকি মোবাইল চালু ও পর্যন্ত হয়না।

এছাড়াও আর অনেক সমস্যা দেখায়, যেগুলো হলো- আপনার ফোনটি চালু হয়ে সাদা স্কীন দেখাবে অথবা কয়েক বার চালু হতে এবং বন্ধ হতে থাকবে। কখনো কখনো ফাংশন ঠিক মত কাজ করবে না। আবার কখনো ফোন বন্ধ হয়ে আর চালু হবেনা।

আমরা সাধারণত এধরনের সমস্যায় পড়লে মোবাইল সার্ভিস পয়েন্ট নিয়ে যাই এবং সেখানে ফ্লাসের মাধ্যমে সেটা ঠিক করে দেওয়া হয়।

ফ্লাস কি? আসলে ফ্লাস হচ্ছে Firmware Files গুলো আপনার মোবাইলে দেওয়ার একটি প্রকৃয়া বিশেষ মাত্র। মূলত ফ্লাসের মাধ্যমে নতুন করে সেই ফাইল গুলো মোবাইলে দেওয়া হয়। এবং এর ফলে মোবাইল পূর্বের মত পুররায় সচল হয়ে যায়।

Firmware Files নির্ভর করে আপনার মোবাইলের RM এর উপর। RM মূলত বিভিন্ন মোবাইলের বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন Nokia 3110 এর RM হলো 237

আপনি যদি আপনার মোবাইলের RM নম্বরটি দেখতে চান তাহলে মোবাইলের ব্যাটারী খুলে তার নিচে RM লিখাটি দেখতে পাবেন এবং তার পাশে RM নম্বর টি ও দেথতে পাবেন।
এছাড়াও আপনি চাইলে আপনার ফোনে *#0000# টাইপ করেও দেথতে পারবেন।

Phonix এর মাধ্যমে ফ্লাস দেওয়ার বিষয়টা একটু জটিল। তাই প্রথমে এ বিষয়ে কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখছি।

আপনি যে কোন সেট ই ফ্লাস দিতে যান না কেন, আপনার কাছে তার RM ফাইলগুলো অবশ্যই থাকতে হবে। তবে চিন্তিত হওয়ার কারন নেই, গুগুল এ সার্চ দিয়ে আপনি আপনার যেকোন মোবাইলের RM ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তবে Google এ কেবল শুধু RM লিখে ফাইলগুলো পেয়ে যেতে পারেন। যেমন- উদহরণস্বরুপ আপনার মোবাইল যদি নোকিয়া ৩১১০ হয় তাহলে আপনি শুধু RM-237 গুগুলে লিখে সার্চ দিলেই আপনার প্রত্যাশিত ফাইলগুলো পেয়ে যেতে পারেন।

যাইহোক, নিচে আমি দুটি লিংক দিচ্ছি যেখান থেকে আপনি কিছু মোবাইলের RM ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তবে আপনি যখন RM ফাইল ডাউনলোড করতে যাবেন তখন যদি ফাইলটি জিপ অথবা রারফাইলের অবস্থায় না থাকে তাহলে উক্ত RM এর যেগুলো সেখানে দেখতে পাবেন এর সবগুলো ফাইল ডাউনলোড করে নিবেন। মূলত কোন কোন ক্ষেত্রে ৫ টি ১০টি ইত্যাদি সংখ্যক ফাইল দেথতে পাবেন। তবে জিপ বা রার অবস্থায় থাকলে একটি ফাইল ই দেখতে পাবেন এবং সেটা ডাউনলোড করে আনজিপ করে নিলেই হবে। এবং আপনি RM ফাইলগুলো আনজিপ করার সাথে সাথেই পেয়ে যাবেন।
এগুলো মূলত বিভিন্ন সাইজের হয়ে থাকে। যেমন-২০ এমবি, ৫০ এমবি, ৮০ এমবি ইত্যাদি।

লিংক-১

লিংক-২

ফ্লাস দেওয়ার নিয়মাবলী:-

১। ফ্লাস দেওয়ার জন্য প্রথমে প্রয়োজন Phonix সফটওয়্যারটির, তাই নিচের লিংক থেকে ১০০ এমবির এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড Phonix

২। এবার ডাউনলোড শেষে সফটওয়্যার টি আপনার পিসিতে ইনস্টল দিন। অনেক ক্ষেত্রে আপনার পিসিতে ডট ফ্রেমওয়ার্ক এর আপডেট ভার্সন না থাকার কারণে phonix সফটওয়্যার টি ইনস্টল নিবে না। তাই যাদের কম্পিউটারে Phonix সফটওয়্যাটি ইনস্টল না নিবে, তারা নিচের লিংক থেকে প্রথমে ডট ফ্রেমওয়ার্ক টি ডাউনলোড করে ইনস্টল করে নিন, এবং তারপর Phonix সফটওয়্যার টি আপনার পিসিতে ইনস্টল দিন।

ডাউনলোড ডট ফ্রেমওয়ার্ক

৩। এবার আপনার মোবাইলের RM ফাইল গুলো যেগুলো আপনি পূর্বেই ডাউনলোড করে রেখেছেন সেখানে যান। যদি জিপ অবস্থায় থাকে তাহলে Extract অথবা আনজিপ করে নিন।

৪। এবার RM ফাইলগুলো কে কোথায় রাখবেন নিচ থেকে তা দেখে নিন:-

C ড্রাইভের ভিতরে গিয়ে Program files ফোল্ডার টি ওপেন করুন তারপর এর ভিতরে থাকা Nokia এবং তার ভিতরে থাকা Phonix ফোল্ডার টি ওপেন করুন, তারপর Products ফোল্ডারটি দেখতে পাবেন। এবার সেখান থেকে Products ফোল্ডারটির ভিতরে গিয়ে একটি ফোল্ডার তৈরি করুন। এবং আপনার RM অনুযায়ী সেটার নাম দিন। (যেমন উদাহরণস্বরুপ Nokia-3110 মোবাইলের RM-237, তাই ফোল্ডার টির নাম হবে RM-237)

আপনার মোবাইলের RM অনুযায়ী ফোল্ডার নাম পরিবর্তন করার পর, আপনার ডাউনলোড করা RM ফোল্ডারটি আনজিপ করে ফাইলগুলো ঐ ফোল্ডার টি তে কপি করে রাখুন।
নিচে দেখে নিন আপনার RM ফোল্ডারটির লোকেশন কিরূপ দেখাবে।

C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-237

উল্লেখ্য যে আপনার মোবাইলের RM টি RM-237 এর স্থানে দিন।

বিষয়টা বুঝতে অনেকের একটু কষ্ট হচ্ছে..তাইনা? আসলে আমরা যখন Phonix সফটওয়্যার টির ইনস্টল দিয়েছি তখন অটোমেটিক ভাবে C ড্রাইভের ভিতরে থাকা Program Files নামক ফোল্ডারটিতে Phoenix এবং এর ভিতরে Products নামক ফোল্ডার গুলো তৈরি হয়ে গিয়েছে।

আপনি C ড্রাইভে ঢুকে পর্যায়ক্রমে উপরের লোকেশন অনুযায়ী ঢুকলে Products ফোল্ডারটি দেথতে পাবেন।
এবং সেই ফোল্ডার টির ভিতরে আপনার ডাউনলোড কৃত RM ফোল্ডারটি আনজিপ করে রাখবেন। পরবর্তীতে সেই লোকেশন থেকে RM ফাইলগুলো Phonix প্রোগ্রামটি তে চলে আসবে। আশা করি এবার বিষয়টা বুঝতে পেরেছেন।

৫। এবার ডেস্কটপ থেকে Phonix প্রোগ্রামটি আপনার পিসিতে রান করান।

তারপর একটি ভালো USB ক্যাবল দিয়ে আপনার মোবাইল টি পিসির সাথে কানেক্ট করুন।
এবং নিচের চিত্র অনুযায়ী No connection সিলেক্ট করুন।

৬। এবার নিচের চিত্রটির ন্যায় ফাইল মেন্যুতে গিয়ে Open product এ ক্লিক করুন।

৭। তারপর নতুন একটি উইন্ডো আসবে। আপনি সেখান থেকে আপনার মোবাইলের RM টি সিলেক্ট করে নিন নিচের চিত্রটির মত করে।

৮। এবার মেন্যু থেকে Flashing মেন্যুতে ক্লিক করুন এবং Firmware update লিখাটি সিলেক্ট করুন নিচের চিত্রটির মত করে।

৯। তারপর নিচের চিত্রে মার্ক দিয়ে যে তিনটি ডট চিহ্ন কে বুঝানো হয়েছে ঠিক আপনিও সেই ডট চিহ্নিত স্থানটি তে ক্লিক করুন।

১০। এবার নিচের উইন্ডোটির মতো একটি উইন্ডো আসবে। আপনি সেখানে আপনার variant অথবা product code ফাইলটির উপর ক্লিক করুন।

১১। তারপর নিচের চিত্রটির মত Dead phone USB Flashing এর ঘরটিতে টিক চিহ্ন দিন। নিচের চিত্রে এই স্থানটি কে এক নম্বর দিয়ে দেথানো হয়েছে।
তারপর Refurbish এ ক্লিক করুন, নিচের চিত্রে সেই স্থানটি ২ নম্বর দিয়ে দেখানো হয়েছে।

১২। এরপর আপনার সামনে নিচের মত একটি ডায়ালগ উইন্ডো আসবে, আপনি সেই লিখাগুলো অনুযায়ী পরবর্তী কয়েকটা ধাপ করে নিন।

যেমন, সেখানে যে লিখাগুলো থাকবে সেগুলো হচ্ছে-
USB এর লাইন বিচ্ছিন্ন করতে বলবে, তারপর মোবাইল থেকে ব্যাটারী টি আলাদা করতে বলবে, তারপর পুনরায় USB কম্পিউটারের সাথে কানেক্ট করতে বলবে। এবং তারপর ব্যাটারী টি মোবাইলে প্রবেশ করানোর জন্য বলবে।
সবশেষে মোবাইলের পাওয়ার সুইচে ৮ সেকেন্ড চাপ দিতে বলবে এবং ok লিখাটিতে ক্লিক করতে বলবে।
আপনি এগুলো পর্যায়ক্রমে করে নিন।

১৩। এরপর মোবাইলে ফ্লাস নেওয়া শুরু হবে এবং নিচের চিত্রটির মত দেখাবে। আপনি ফ্লাস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

১৪। ফ্লাসের শেষ পর্যায়ে আপনি নিচের চিত্রটির মত একটি উইন্ডো দেখবেন। আপনি সেখানে ok তে ক্লিক করুন।
তারপর আপনার মোবাইল টি রিস্টার্ট নিবে। এবং ফ্লাস সাকসেসফুল দেখাবে।

পোষ্টটি করব একথা শুধু বলেই আসছিলাম। কিন্তু আজকে তা করেই ফেললাম। এই পোষ্টটির করার জন্য পাঠক পর্যায় থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছিলাম তাই কষ্ট হলেও এত বড় পোষ্টটি করতে বিন্দু মাত্র অলসতা করিনি। আশা করছি পোষ্টি পেয়ে সবাই খুশি হবেন।

উক্ত উপায়ে ফ্লাস দিতে আপনার যেকোন সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি এর যথাসম্ভব সমাধান দিব। আমাকে নিচের ফেসবুক পেজটি তে সবসময় পাবেন।

IT solution Page

যারা যারা এই পোষ্টটি পড়েছেন তারা যদি একটু কষ্টে করে এই পেজটিতে লাইক দেন তাহলে খুব খুশি হব। এবং উক্ত পেজের দ্বারা আপনাদের সহযোগিতা করার অনেকখানি সুযোগ পাব।

এই পেজটিতে আপনাদের আইটি বিষয়ক সকল প্রকার সমস্যার সমাধান পাবেন বলে আশা রাখি। লাইক দিয়ে এই পেজটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ। যদি সামান্যতম উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব।

সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nokia 6120c ar IMEI 12345610654321?
Ar somadan ki
IMEI 12345610654321?
Kikorvo

    @al_amin_12: ভাই আপনার তো আই.ই.মী সমস্যা। আ.ই.মী দিলে ঠিক হয়ে যাবে। এটা ফ্লাসে হবেনা।

      Level 0

      @Shariful Islam: Bhaiya Amar ei Software Ta Install korar somoy( Dongle Error) Massage er dialog box show kore ekon ami kibhabe eti install korbo janaben. Amar OS hocce Win7

      Level 0

      @Shariful Islam: (please insert proper dongle or configure dongle drivers) ey masseges ta asche install korar somoy jar jonno ami Phoenix service software install korte parchi Na. plz help

Level 0

ভাই অনেক ভালো লাগলো । আমি সনি এরিকসন C-905 ব্যবহার করি। আমি এর ভিতরে থাকা অরেঞ্জ থীম দূর করতে চাই । কিভাবে করব এটা নিয়ে টিউন করবেন প্লীজ?

    @Neil: ভাই, এইসব ছোট্ট বিষয় নিয়ে চাইলেও পোষ্ট করা সম্ভব হয় না। আপনি আমার ফেসবুক পেজে এসব সমস্যার সমাধান পেতে পারেন। ওখানে ২৪ ঘন্টা আইটি বিষয়ক সকল সমস্যার সমাধান দেওয়া হয়। অনেকেই সেই সেবা গ্রহন করছে, আপনি গ্রহন করুন। http://www.facebook.com/itsolutionpage

Level 0

আমার Nokia 7210 java multimedia ফোন । এটা ওপেন করলে স্ক্রীন সাদা হয়ে যায় । আধঘন্টা পর আসে তবে মাঝে মাঝে আবার সাদা হয়ে যায় । ফ্লাস দিলে কি ঠিক হবে ?

    @Jubayer: ডিসপ্লে আইসি থেকে সমস্যা না হয়ে থাকলে আশা করি ফ্লাসে ঠিক হয়ে যাবে। দিয়ে দেথতে পারেন।

    @Jubayer: Apnaar phone ta jokhon sada hoye jay tokhon ki Call asa jaowa kore??? Korle L.C.D Paltate hobe R na korle Hardware problem Eta flash a hobe na

ধন্যবাদ ভাই, আমি এই টিউন টা খুছিলাম। আপনে এই টিউন করেছেন অংসখ্য ধন্যবাদ। ভাই আমি যদি আমার সেট আপডেট দিতে চাই তাহলে ত ফেলস করলে আপডেট হয়ে যাবে তাই না ভাই ?

    @সপ্নীল সাগর: ফ্লাস দেওয়ার সময় ১১নং চিত্রের ২নং স্থানটির উপরে update software আপনি সেটা দিয়ে দেথতে পারেন।

@Atik: যেসব মোবাইলের ফ্লাস চলে গিয়ে ডেড হয়ে যায় সেগুলো হবে। তবে যেগুলো ফ্লাস নেয়না অথবা ফ্লাস দিতে গিয়ে ফেইল দেথায় সেগুলো হবেনা। আপনার পূর্বের কোন সেট যদি ফ্লাস নিতে ব্যর্থ হয় তাহলে ওটাতে এই সফটওয়্যার দিয়ে হবেনা।

Level 0

আমার নোকিয়া ৫১৩০ ক্লাসিক সেটে কন্টেক্ট সার্ভিস লেখা শো করছে…কি করা যায়…

Level 0

নোকিয়া ৩১১০ ক্লাসিক সেটে “Enter Restriction Code” শো করছে কি করবো???

Level 0

আরেকটা নোকিয়া ২৭০০ ক্লাসিক Imei No ঠিক আছে, কিন্তু যে কোন গান দু’মিনিট চলার পর সেট বন্ধ হয়ে আবার চালু হয়, অর্থাৎ Restart করে কি করা যায় বলবেন কি???

@RASELMC: Bhai Apnar 2700c settar simlock data corrupted Apni 150/200 takar moddhe Eta thik korte paren jekono bhalo mobile servicing dokane

@RASELMC Apnar নোকিয়া ৩১১০ ক্লাসিক Ta flash koren Update version 7.30 diye, Kaaz na hole power Ic change korte hobe

@RASELMC: Apnar ৫১৩০ ক্লাসিক সেটে Contact Service লেখা Ta ki on korar sathe sathe Ase na on korar kichukkhon pore ashe????????????

Level New

অনেক রিস্ক এগুলা করা, আমার মতে আপনি যদি একে বারেই আন্নন হন তাহলে ভুলেও চেষ্টা করতে যাবেন না, কেননা এতে করে আপনার সচল ফোন টি ও অচল হয়ে যেতে পারে, হা তবে আপনি যদি নিজ দায়িত্তে করতে চান তাহলে করে দেখতে পারেন, আমি এই উপায়ে একটা ফোন ফ্ল্যাশ করেছি, অনেক সহজ, শুধু আপনাকে খেয়াল রাখতে হবে যে কাজ চলাকালীন সময়ে যাতে কেবল টি ডিস্কানেকট না হয়, এটুকুই, শুভ কামনা রইল সকলের জন্য…………………………।।

Level 0

Vai IMEI kikore dibo
Ato bolben ki
IMEI কি বাবে দিতে হয়

সফটটিতে নকিয়া ২৭০০ সহ আরো নতুন অনেক সেটের মাডেলই তো শো করে না

Level 0

@Sheikh Farid ভাই ২৭০০ ক্লাসিক “simlock data corrupted” এটা কিন্তু sl2 নয়, sl3 যেটা নোকিয়ার কোন ডিভাইসে
ফ্রী নেই, ওটার জন্য ১০০-১৫০ টাকার চেয়ে বেশী লাগবে বলছে ওরা, imei/RPL কিনতে হবে যার দাম প্রায় ২০০০ টাকার চে বেশী কে দিলো এই ভূল তথ্য

    @RASELMC: Sorry এইটা জ়ে SL3 Phone আমার মনে ছিলনা

Level 0

@RASELMC Apnar নোকিয়া ৩১১০ ক্লাসিক Ta flash koren Update version 7.30 diye, Kaaz na hole power Ic change korte hobe

@Sheikh Farid ভাই “Enter Restriction Code” লেখা শো করে কে বলেছে আপনাকে এটা ফ্ল্যাশ এর সমস্যা, এটা কান্ট্রি লক, sl2, যেটা নোকিয়ার অনেক ডিভাইস যেমন “Cyclone Box” এ Unlock করলেই ok হয়ে যাবে, আমার কাছে ডিভাইস নাই তাই বললাম, কারন এখানে ডিভাইস ছাড়া কিভাবে ফ্ল্যাশ করতে হয় ঐ বিষোয়ে টিউন করা হয়েছে।

    @RASELMC: নকিয়া ৩১১০ Enter Restriction Code Problem অনেক কিছু থেকে হতে পারে, যেহেতু ডিভাইস ছাড়া কিভাবে ফ্ল্যাশ করতে হয় ঐ বিষোয়ে টিউন তাই ফ্লাশ করতে বলছি, অনেক সেট file system format and factory setings করলেও হয় tested ।

Level 0

@RASELMC: Apnar ৫১৩০ ক্লাসিক সেটে Contact Service লেখা Ta ki on korar sathe sathe Ase na on korar kichukkhon pore ashe????????????

@Sheikh Farid ভাই ৫১৩০ ক্লাসিক এটা ও SL3 এটার জন্যে ও RPL কেনা লাগবে খোঁজ করে দেখেছি দাম প্রায় ৩২০০ টাকা।

    @RASELMC: আপনার সেট টা কে কি কোন Technician কে দেখিয়েছেন? Contact service যে সুধু RPL থেকে হয় তা না। আসা করি বুজতে পেরেছেন।

sorry brother i am not success this error message appeared my set model no: nokia N70
[The flashing failed. Do you want to retry the flashing?
HRESULT 0x8401f141 (-2080247487)
Flash: Boot rom was not detected after phone boot up. Unable to start flashing].

Level 0

vai nokia 5130c RM-495 er file koita ektu bolben ? ami downlode korte gele 13 ta file dekhai. er modhe 2 tar size 100 mega opre. ami ki sobgulo downlode korbo ?

    @Sanu: 5130c (RM-495) Total File 3 ta (rm495__07.97.mcusw)
    (rm495__07.97.ppm_ms)
    (rm495__07.97.image_ms_red)
    Tobe kichu (.dcp)(.vpl)(_signature.bin) file thake auto file detect korar jonno.Ja na thakleo hobe.
    Total (42-45 MB) Hote pare

Level 0

Thank you Sheikh Farid vai. Ami file gulu downlode kore try kortesi

Level 0

Farid Vai BB5 DCT4 bolte ki bojai ?downlode korte gele (BB5 DCT4) dejhai.

    @Sanu: (BB5/DCT4) Egulo hocche Nokiar ekekta series Jemon(BB5)Baseband-5 (DCT4)duale core technology-4 Apnaar 5130c ta hocche (BB5) series er.

Level 0

উপকারী পোস্ট

খুবই ভালো লাগল!

ধন্যবাদ ভালো একটা পোষ্ট উপহার দেওয়ার জন্য………….

ভাই আমার একটা সমস্যা সমাধান করলে আমি অনেক উপকৃত হব আমার সমস্যা হল আমার নকিয়া ৫০০ মডেলের সেট আছে আমি আমি বেশিদিন হল এই সেটটা কিনিনি আমার ফ্লাস দেয়া অতি প্রয়োজন আমি আপনার টিউন হিসেবে সবকিছু সবকিছু করেছি ফনিক্স টা সেটাপ করার পর আামার সেটের Product code/software version অনুসারে http://www.mrcrab.net/Nokia-Product-Code.html?ProductCode=059G799 এই লিংক থেকে সবগুলো ফাইল ডাউনলোড করেছি আামার মোট ফাইট হইছে ১৮টা এবং আপনার কথা মত C:\Program Files\Nokia\Phoenix\Products এটি জায়গায় সেভ করেছি কিন্তু শেষে এসে আমার যে সমস্যা হচ্ছে প্রডাক্ট কোড আসতেছেনা আর প্রডাক্ট কোড না আসলে তো ফ্লাস দিতে পারবো না আপনি দয়া করে নিচে দেয়া দুটি Screenshot ইমেজটি দেখুন তাহলে আমার সমস্যাটি বুঝতে পারবেন।
আমার ডাউনলোড করা ফাইলগুলি= http://i.imgur.com/nUbsWq5.jpg
আমার সমস্যার চিত্রটি= http://i.imgur.com/j4XQKyX.jpg
ভাই আমার সমস্যা দয়া করে সমাধার করুন আমি অনেক আসা নিয়ে আপনাকে কমেন্ট করলাম