টেলিটকের নতুন প্রতারণা- 3G এর মোড়কে 2G সীম……!!!!!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের সামনে আজকে টেলিটকের একটি প্রতারণার কথা তুলে ধরব।

আমি গত ২৪-০৭-২০১৩ ইং তারিখে ফরিদপুর জেলার সদর থানার নিউ মার্কেট এরিয়ার একজন রিটেইলারের কাছ থেকে ০১৫৫২-৯৬৪৪১৪ ক্রমিক নং এর একুশ প্যাকেজের একটি 3G SIM ক্রয় করি। যার মূল্য সে আমার কাছ থেকে মাত্র ১৪০ টাকা নিল। প্রকৃত মূল্যে একুশ প্যাকেজের একটি 3G SIM এর দাম ৪৫০ টাকা। যার আক্টিভিশন বোনাস হিসেবে আছে ১ জিবি ডাটা, ১০০ মিনিট ভয়েস কল, ৫০ মিনিট ভিডিও কল। এত কম টাকা নেয়ায় আমি তাকে বারে বারে জিজ্ঞাসা করেছি, এটা 3G SIM কিনা। সে আমাকে নিশ্চিত করেছে যে, এটা 3G SIM.

নিচের চিত্র টি লক্ষ্য করুন।

আমি সীমটি অ্যাক্টিভ করে পেলাম 2G SIM এর বোনাস...!!! মাত্র ৫০ মিনিট ভয়েস কল এবং ১০ এমবি ডাটা...!!!

ফরিদপুর কাস্টোমার কেয়ারে যোগাযোগ করা হলে তারা বললেন, ফরিদপুরে টেলিটকের কোন ৩জি সীম নাই। আপনার সীমটি ২জি। ৩জি এর কোড নাম্বার নাকি ০১৫৫৩...

এখন প্রশ্ন হচ্ছে, ফরিদপুরে যদি টেলটকের ৩জি সীম না থাকে, তাহলে তাদের রিটেইলারদের কাছে এই সীম আসলো কিভাবে...???

এবং কোম্পানি তাদের ৩জি এর সীল ছাপ্পর মারা সীম কার্ডে ২জি নেটওয়ার্কের সীম মার্কেটে ছেড়ে সাধারণ মানুষের সাথে এই প্রতারণার মানে কি...???

জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল।

Level 0

আমি মধ্যরাতের ট্রেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

SALARA PROTARAK.AMR SATHE AMR INTERNET PACKAGE NIYAO PROTARONA KORCE

Level 0

ভাই এইডা কি দেখাইলেন ? আমি তো পুরা শেষ । কয়েকদিন আগে আমি ঠিক এইরকম একটা সিম কিনছি ১৮০ টাকায় তারপর ফ্রি মিনিস আর ১০ এমবি ব্যবহার করে ফেলে রাখছি । মনে করছি 3G সীম । আমাদের কিশোরগঞ্জে যেদিন 3G আসবে সেদিন চালাব !
*কি করবেন ভাই বলুন , সরকারী কোম্পানী হয়েও মানুষের সাথে প্রতারনা করে ! এদের জুতা মারা উচিত ।

২৩ দিন আগে আমার আরেকটা ২জি সীমে ১ জিবি ডাটা কিনেছিলাম। ২৩ দিন পর আজকে নেট কানেক্ট হইছে…!!!

Level 0

ভাই আমিও একটা কিনছি ৫ জিবি ডেটা ফ্রি আইসে সিম কার্ড এর বক্সে লেখা dongle prepaid মোবাইল নাম্বার ০১৫৩৪১৪২৩… আমার টা কি ৩জি না ২জি ???

যারা থ্রিজি সিম ইউজ করে এবং কোন কারনে যেমন যেখানে থ্রিজি নেটওয়ার্ক নেই এরকম এলাকায় প্রবেশ করে তখন তাদের থ্রিজি সিমটি টুজি সার্ভিসই প্রদান করে। আর ০১৫৩ থাকার পরও টেলিটক নির্দিষ্ট ফির বিনিময়ে তাদের পুরাতন গ্রাহকদেরকে থ্রিজিতে রুপান্তর করছে, তখন কিন্তু অন্য সিরিয়ালের নাম্বার গোলোও থ্রিজি হয়ে জাচ্ছে।

রাজীব ভাই, পোস্ট টা আবার পড়েন।
এমন তো না যে থ্রিজি নেটওয়ার্ক এর আওতার বাইরে গেলে বোনাস গুলাও চলে যাবে… আর থ্রিজি সিম টুজি নেটওয়ার্ক এ গেলেও সেটা থ্রিজি ই থেকে যায়, শুধু সার্ভিসটাই টুজি হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন।

Saimor ভাই, আপনার টা ৩জি।

Level 0

ভাই এটা প্রতারণা না, teletalk এর সব সিম ই এমন লোগো থাকবে. আপনি 3G প্যাকেজ নিলে 3G use করতে পারবেন

turjo ভাই, ২জি সীম কার্ডে কখনো ৩জি লেখা থাকেনা। ২জি এর সীম কার্ড-ই আলাদা…

vai apni ki amake 140 tk bkash korle emon sim ekta pathate parben. Couriar khoroch amar.

পারবো। সাথে বিকাশ খরচটাও দিয়া দিয়েন।