অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অন্যতম বৈশিষ্ট্য হল কাস্টমাইজেশন। আর এই কাস্টমাইজেশনের জন্যই অ্যান্ড্রয়েডের এত জনপ্রিয়তা। স্মার্টফোন কাস্টমাইজ করার জন্য রয়েছে বিভিন্ন লাঞ্চার, আইকন প্যাক, লাইভ ওয়ালপেপার, উইজেট এবং আরও অনেক কিছু। মাঝে মাঝে স্টক রমের ডিফল্ট আইকন গুলো খুব বেশি বিরক্তিকর লাগে। তাই আপনার স্মার্টফোন কে জটিল একটা লুক দেয়ার জন্য নিয়ে এলাম Click UI Icon Pack. প্লে স্টোরে এই আইকন প্যাক টির দাম 1.29$. আশা করি আইকন প্যাকটি আপনাদের ভাল লাগবে। পোস্টের নিচেই ফ্রী ডাউনলোড লিংক দিলাম... So download it & Say hello to Click......
সাপোর্টেড লাঞ্চারঃ
-Nova Launcher
-Apex Launcher
-Go Launcher
আইকন সাইজঃ
- Nova Launcher (Prime): 110%
- Apex Launcher: 110%
- Go Launcher: Big
আইকন থিম পরিবর্তন করার পদ্ধতিঃ
১) Nova launcher- Nova settings>Look and Feel>Icon Theme> click UI
২) Go Launcher- Preferences> Visual settings>Icon>Theme icon/dock icon/folder icon
পোস্ট টি বিডি ড্রয়েড থেকে নেয়া হয়েছে
আমি শিশির বিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apkvolt.com