আপনার মেসেজ অন্য আরেকজন পড়বে কেন? প্রটেক্ট করুন। আমি দেখিয়ে দিচ্ছি।

ফেসবুকে মোস্ট ওয়ান্টেড টিপস নিন 

আপনার ফ্রেন্ড কি সবসময়  আপনার মোবাইলে গেমস খেলতে চায়? আপনার বোন কিংবা ভাইি আপনার গোপনীয় কোন কিছু যেনে যাবে এ ব্যাপারে উদ্বিগ্ন? ‍SMS Lock এ্র্যাপসটি আপনাকে সাহায্য করবে।

এটি হচ্ছে একটি লাইট টুল যা আপনার পারসনাল শর্ট ম্যাসেজ প্রটেক্ট করবে। এটি প্রাইভেসি প্রটেকশনের জন্য এন্ড্রয়েড ওএস ডিজাইন করেছে। আপনি এ্যাপসটি এনাবল করার পর লক পেটার্ন পাবেন। যা ইনবক্স খোলার সময় দিয়ে প্রবেশ করতে হবে।

প্যাটার্ন লক দিতে পারবেন নিচের চিত্রের মতো

ডাউনলোড করে নিন আমার ফেসবুক পেজ  থেকে। ওখানে আগে প্রকাশিত হয়েছে।

আরও কতোগুলো রিকোয়ারম্যন্ট রয়েছে:

১. Size ছোট ( 547 kb)

২. বর্তমান ভার্সন: 2.2.0

৩. এন্ড্রয়েডের যে ভার্সনটি দরকার: ২.১ এবং তার উপরে

ফেসবুকে মোস্ট ওয়ান্টেড টিপস নিন । ভালো লাগলে উৎসাহ দিবেন।

Level 0

আমি apon16। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস