বর্তমান যুগে চলছে একের পরে এক প্রতিযোগিতা । নোকিয়া সাম্প্রতি নিয়ে আসল ৪১ মেগা পিক্সেল এর উইন্ডোজ চালিত মোবাইল ফোন, এর পাশাপাশি সনি নিয়ে আসলে তাদের নতুন স্মার্ট ফোন এক্সপেইয়া আই ওয়ান । আসুন দেখে নেই এই সেটের ফুল ফিচার গুলো কি কি ।
হার্ডওয়্যার ফিচার -
এটার অপারেটিং সিস্টেম হল এন্ডয়েড ৪.২.২ যেটা এন্ডয়েড এর সর্বশেষ ভার্শন , এটার সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে ২.২ গিগাহার্জের কোয়ারড কোর Krait 400 প্রসেসর । গ্রাফিক্স বা জিপিইউ হিসাবে ব্যাবহার করা হয়েছে Adreno 330 গ্রাফিক্স ইউনিট । আর এটার চিপসেট হিসাবে ব্যাবহার করা হয়েছে Qualcomm MSM8974 Snapdragon 800 চিপসেট ।
ডিসপ্লে ফিচার -
আর এই সেট এ রয়েছে ৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্কিন ডিসপ্লে , এটার ডিসপ্লে এইডি কিনা তা জানা যায় নি । আর ডিসপ্লের প্রটেকশন হিসেবে দেয়া আছে সাটার প্রুফ ও স্কাচ বা দাগ রেসিস্টান্স । আর ডিসপ্লের প্রজুক্তি হিসেবে ব্যাবহার করা হয়েছে সনি মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন টেকনোলজি যা আপনাকে দিবে আরো ক্লিন ও সচ্ছ ছবি দেখার নিশ্চয়তা ।
ক্যামেরা ফিচার -
সনি এক্সপেরিয়া আই ওয়ান এ রয়েছে ২০ মেগা পিক্সেল ক্যামেরা , আছে এইডি আর , সুইপ প্যানোমা, ইমেজ স্টাবিলাইজেশন ফিচার সহ আরো অনেক কিছু , আপনি এই সেট দিয়ে ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং করতে পারবেন । থ্রী জি ভিডিও কলের জন্য সামনে আছে ২ মেগা পিক্সেল ক্যামেরা ।
মেমরি ফিচার -
এই সেট এ বিল্ট ইন ১৬ জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে, আছে ২ জিগাবাইট ডিডি আর থ্রী র্যাম । আপনি ইচ্ছে করলে এই সেইট এর মেমরি বাড়াতে পারেন ৬৪ জিবি পর্যন্ত কারন এটায় ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে ।
বডি ফিচার -
এই সেট এর বডি হল 144×73.9×8.3 মিলিমিটার তার মানে ১৪৪ মিলিমিটার উচ্চতা, ৭৩.৯ মিলিমিটার প্রস্থ, আর মাত্র ৮.৩ মিলিমিটার পুরত্ত । এই সেটটি ময়লা ও পানি প্রতিরোধক কাজেই আপনি যে কোন পরিবেশের সাথে এই সেট নিয়ে চলতে পারবেন । এটা সর্বচ্চো এক মিটার পানির নিচে কাজ করতে সক্ষম এবং টানা ৩০ মিনিট পানির নিচে কাটাতে পারে কোন সমস্যা ছারাই !!
ব্যাটারি ফিচার -
এই সেট এ ব্যবহার করা হয়েছে ৩০০০ মিলিএম্পিয়ার এর নন রিমুভাল ব্যাটারি , তবে এর স্টান্ড বাই টাইম কত সে ব্যপারে সনি কিছু জানায়নি ।
মূল্য – এই সেট এ দাম কম হতে পারে সে ব্যপারে জানা যায় নি তবে বিসস্থ সুত্রে জানা গেছে এর দাম ৫০০০০/ হাজারের কাছাকাছি বা ৭০০৳ ডলারের কাছাকাছি থাকতে পারে । এই সেট আগস্ট মাসের দিকে পাওয়া যেতে পারে বলে সনি জানিয়েছে
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেখেতো ভাই কিনতে মন চায় কিন্তু এত টাকা নাই 🙁