নকিয়া পরে সনি নিয়ে আসলে ২০ মেগা পিক্সেল এর ক্যামেরা ফোন সাথে আরো অনেক কিছু

বর্তমান যুগে চলছে একের পরে এক প্রতিযোগিতা । নোকিয়া সাম্প্রতি নিয়ে আসল ৪১ মেগা পিক্সেল এর উইন্ডোজ চালিত মোবাইল ফোন, এর পাশাপাশি সনি নিয়ে আসলে তাদের নতুন স্মার্ট ফোন এক্সপেইয়া আই ওয়ান  । আসুন দেখে নেই এই সেটের ফুল ফিচার গুলো কি কি ।

হার্ডওয়্যার ফিচার -

Sony Xperia i1

এটার অপারেটিং সিস্টেম হল এন্ডয়েড ৪.২.২ যেটা এন্ডয়েড এর সর্বশেষ ভার্শন , এটার সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে  ২.২ গিগাহার্জের কোয়ারড কোর Krait 400 প্রসেসর । গ্রাফিক্স বা জিপিইউ হিসাবে ব্যাবহার করা হয়েছে Adreno 330 গ্রাফিক্স ইউনিট । আর এটার চিপসেট হিসাবে ব্যাবহার করা হয়েছে Qualcomm MSM8974 Snapdragon 800 চিপসেট ।

ডিসপ্লে ফিচার -

Sony Xperia i1 pic

আর এই সেট এ রয়েছে ৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্কিন ডিসপ্লে , এটার ডিসপ্লে এইডি কিনা তা জানা যায় নি । আর ডিসপ্লের প্রটেকশন হিসেবে দেয়া আছে  সাটার প্রুফ ও স্কাচ বা দাগ রেসিস্টান্স । আর ডিসপ্লের প্রজুক্তি হিসেবে ব্যাবহার করা হয়েছে সনি মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন টেকনোলজি যা আপনাকে দিবে আরো ক্লিন ও সচ্ছ ছবি দেখার নিশ্চয়তা ।

ক্যামেরা ফিচার -

Sony Xperia i1 camer

সনি এক্সপেরিয়া আই ওয়ান এ রয়েছে ২০ মেগা পিক্সেল ক্যামেরা , আছে এইডি আর , সুইপ প্যানোমা, ইমেজ স্টাবিলাইজেশন ফিচার সহ আরো অনেক কিছু , আপনি এই সেট দিয়ে ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং করতে পারবেন । থ্রী জি ভিডিও কলের জন্য সামনে আছে ২ মেগা পিক্সেল ক্যামেরা  ।

মেমরি ফিচার -

এই সেট এ বিল্ট ইন ১৬ জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে, আছে ২ জিগাবাইট ডিডি আর থ্রী র‍্যাম । আপনি ইচ্ছে করলে এই সেইট এর মেমরি বাড়াতে পারেন ৬৪ জিবি পর্যন্ত কারন এটায় ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে ।

বডি ফিচার -

sony i1 body

এই সেট এর বডি হল 144×73.9×8.3 মিলিমিটার তার মানে ১৪৪ মিলিমিটার উচ্চতা, ৭৩.৯ মিলিমিটার প্রস্থ, আর মাত্র ৮.৩ মিলিমিটার পুরত্ত । এই সেটটি ময়লা ও পানি প্রতিরোধক কাজেই আপনি যে কোন পরিবেশের সাথে এই সেট নিয়ে চলতে পারবেন । এটা সর্বচ্চো এক মিটার পানির নিচে কাজ করতে সক্ষম  এবং টানা ৩০ মিনিট পানির নিচে কাটাতে পারে কোন সমস্যা ছারাই !!

ব্যাটারি ফিচার -

এই সেট এ ব্যবহার করা হয়েছে ৩০০০ মিলিএম্পিয়ার এর নন রিমুভাল ব্যাটারি , তবে এর স্টান্ড বাই টাইম কত সে ব্যপারে সনি কিছু জানায়নি ।

মূল্য –  এই সেট এ দাম কম হতে পারে সে ব্যপারে জানা যায় নি তবে বিসস্থ সুত্রে জানা গেছে এর দাম  ৫০০০০/ হাজারের কাছাকাছি বা ৭০০৳ ডলারের কাছাকাছি থাকতে পারে । এই সেট আগস্ট মাসের দিকে পাওয়া যেতে পারে বলে সনি জানিয়েছে

পূর্বে প্রকাশিত এখানে 

Level 0

আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখেতো ভাই কিনতে মন চায় কিন্তু এত টাকা নাই 🙁

Level 0

আরে মিয়া এইটাতো সবাই জানে যে এক মোবাইল কোম্পানি একটা মোবাইল বাহির করলে আরেক কোম্পানি আরেকটা বাহির করব। এইটা নতুন আর কি সবাই জানে। ফালতু……….আলাপ হুদাই পেচাল পারে। এত দামের মোবাইল না আপনার কেনার সামর্থ আছে না আমার। কিনতে পারলে না হয় একটা হইত। আমিতো মিয়া নকিয়া 1110 চালাই। হি হি হি হো হো হো

Level 0

ভাই আপনার আর আমার মত ফকিরের জন্যতো সনি সেট বাহির করে নাই আপনার আর আমাদের জন্য সিম্ফনি ইস বেস্ট ।