এখনো সিমবিয়ান ব্যবহার করছেন? আপনার জন্য সুখবর ! Smart Movie এবং X-Plore এখন সম্পূর্ণ ফ্রি!

সিমবিয়ান বিলুপ্ত হয়েছে তো কি হয়েছে? আমাদের ফোনগুলি তো আর উধাও হয়ে যায়নি ! যেমন আমার কথাই ধরা যাক, আমার কাছে এখনো Nokia 5530 XM হ্যান্ডসেটটা আছে। এটাতো আর ফেলে দিতে পারিনা। তাছাড়া অনেকদিন ব্যবহার করায় মায়া চলে এসেছে তাই বিক্রিও করতে ইচ্ছা করেনা। যদিও বর্তমানে এন্ড্রয়েট চালিত ফোনও আছে।

আজকের টিউনটা করার উদ্দেশ্য আপনাদেরকে একটা সুখবর জানানো। আপনারা প্রায় সবাই জানেন Smart Movie এবং Xplore এপ্লিকেশন দুটি সিমবিয়ান ব্যবহারকারীদের জন্য কাছে কতটা জনপ্রিয় এবং নিত্য প্রয়োজনীয় এপ্লিকেশন। সিমবিয়ান ফোন থাকা মানেই এ দুটি এপ্লিকেশন ইনস্টল থাকতেই হবে। এপ্লিকেশনদুটি খুবই প্রয়োজনীয় এবং জনপ্রিয় হলেও এগুলি কিন্তু ফ্রি নয়। হয় আপনাকে কিনে নিতে হবে নতুবা ক্রাক ভার্সন ব্যবহার করতে হবে।

কিন্তু সম্প্রতি কয়েকমাস হল এপ্লিকেশনদুটির নির্মাতা Lonely Cat Games নামক প্রতিষ্ঠানটি এগুলি সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে ! তাই এগুলি এখন তাদের ওয়েবসাইট থেকেই সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তাই অন্তত এদুটি এপ্লিকেশন ব্যবহার করার জন্য ক্রাক খুজতে হবেনা এবং ফোন হ্যাকও করতে হবেনা।

Smart Movie ডাউনলোডঃ

আগেই বলেছি। এপ্লিকেশনগুলি অফিসিয়ালভাবে ফ্রি করে দেয়া হয়েছে। তাই এগুলি ইনস্টল করার জন্য ফোন হ্যাক করতে হবেনা তাই Certificate Error , Expired Certificate এরকম ম্যাসেজ আসার প্রশ্নই আসেনা। তবে হ্যা ! এপ্লিকেশনগুলি ডাউনলোডের পর ইনস্টল করার আগে আগের ভার্সনগুলি রিমুভ করে নিতে হবে নাহলে Update Error বা এরকম ম্যাসেজ পেতে পারেন।

Symbian S60 V2

Symbian S60 V3, V5 ইডিশন এবং Symbian ^3 / Anna / Belle

X-plore ডাউনলোডঃ

Xplore ইনস্টল করতেও কোন প্রকার Error পাবেন না। এবং যারা সিমবিয়ান ফোনগুলি হ্যাক করতে গিয়ে Xplore এর Certificate Error ম্যাসেজের জন্য ইনস্টল করতে পারেননি তারা এটা অনায়াসে ইনস্টল করতে পারবেন।

Symbian S60 V2

Symbian S60 V3, V5 ইডিশন এবং Symbian ^3 / Anna / Belle

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে জটিল কাজের ২টি সফটওয়ার । যদিও আমি সিমবিয়ার ব্যবহার করি না

Level 0

Thanks vai.

Level New

Lcg jukebox ta out kore Dilo S60v2 er jonne 🙁

সাইফুল ভাই, আপনি অনেকদিন ধরে টিউন করে যাচ্ছেন।
আপনার টিউন আমি নিয়মিত দেখি।
আমার মনে হ্য় symbian এর বিষয়ে আপনার চেয়ে বেশী কেউ টিউন করে নি techtune এ।
আমিও আপনার মত android এ divert হয়েছি।
xperia active use করছি।
কিন্তু সখের বশে সেই পুরোনো operating system এর nokia E52 নিয়েছি সাথে।
কিন্তু অনেকগুলো software ই পাচ্ছি না। যেগুলো পচ্ছি সেগুলো install হচ্ছে না।
আমার বিশ্বাস আপনার কাছে E52 এর huge collection আছে।
আপনার most used & favorite software গুলা যদি দিতেন তাহলে উপকৃত হব।
যদি upload করতে ঝামেলা থাকে তবে atleast কিছু লিন্ক + আপনার পছন্দের অ্যাপস sugest করবেন Please.
thanks in advance.