নোকিয়া নিয়ে সত্যিই অনেক দিন পর লিখছি ! আসলে আমার ভাগ্যটাই খারাপ ! আমি টিউনার হিসেবে বেশিরভাগ সময় শুধু নোকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেম সমন্ধে বিভিন্ন টিউন করেছি ! কিন্তু দুঃখের বিষয় গত কয়েকমাস হল নোকিয়া তাদের তৈরী "সিমবিয়ান" অপারেটিং সিস্টেমটিকে বিলুপ্ত ঘোষণা করেছে ! যা আমারতো বটেই বরং সকল নোকিয়া সিমবিয়ান প্রেমীদের মনে আঘাত হেনেছে !
যদিও অনেকে নোকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ফোনগুলিকে স্মার্টফোন হিসেবে ধরে না কিন্তু আমার জানামতে সিমবিয়ানই অনেক পুরোনো স্মার্টফোন অপারেটিং সিস্টেম যেটি এশিয়া মহাদেশে একসময় অনেক জনপ্রিয়তা কামিয়েছে ! তাছাড়া নোকিয়া এখনো দারুন একটি ব্র্যান্ড ! যাহোক নোকিয়া বর্তমানে তাদের মোবাইলগুলিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করছে। নোকিয়ার একজন শক্ত ভক্ত হিসেবে অবশ্যই তাদের নতুন এই পরিবর্তনকে স্বাগত জানাই। ভবিষ্যতে নিয়েও লিখব যদি আল্লাহ একটা Lumia নেয়ার তৌফিক দান করেন। 🙂
আইফোন নিয়েও আমি চেইন টিউন শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি। উইনডোজ ফোনের পাশাপাশি iPhone নিয়েও লেখার ইচ্ছা আছে। তাই আইফোনপ্রেমীদের মন খারাপ করার কিছু নাই। আসলে আমি iPhone নিয়ে সত্যিই লিখতে চাই কিন্তু প্রধান সমস্যা আমার iPhone নাই :/ আল্লাহ সামনে যদি টাকা পয়সা দেয় তাহলে সেকেন্ড হ্যান্ড কোন iPhone কিনে নেয়ার ইচ্ছা আছে। তখন ধুমসে আবার iPhone নিয়ে লিখব ইনশাআল্লাহ।
আজকের টিউনটির উদ্দেশ্য শুধুমাত্র সিমবিয়ান ব্যবহারকারীদের জন্য নয় বরং বর্তমান সকল নোকিয়া ভক্ত এবং ব্যবহারকারীদের জন্য। আপনারা অনেকেই আপনাদের ফোনে বিভিন্ন রকমের CFW ইনস্টল করে ব্যবহার করছেন। আবার অনেকের বিভিন্ন সমস্যার কারণে নতুন করে OFW দিতে চাচ্ছেন কিংবা CFW থেকে OFW তে ফিরে আসতে চাচ্ছেন কিংবা যারা মোবাইল সার্ভিসিং এর ব্যবসা করেন তারা বিভিন্ন ফোনের জন্য অরিজিনাল ফার্মওয়্যার ডাউনলোড করতে চাচ্ছেন। কিন্তু সমস্যা হল বর্তমানে Navifirm+ সফটওয়্যারটি দিয়ে আর ফার্মওয়্যার ডাউনলোড করা যাচ্ছে না। নাভিফার্ম সফটওয়্যারটি চালু করলেই
“Service specific exception com.nokia.posti.server.caresuite.webservice.UnauthorizedFault” এরকম Error দেখাচ্ছে :(
জানা গেছে, নোকিয়া তাদের ফার্মওয়্যার ডাউনলোডের সাইটে পাবলিক একসেস বন্ধ করে দিয়েছে। তাই বর্তমানে নোকিয়ার অথোরাইজড কোন প্রতিনিধি/কর্মকর্তা ছাড়া আর কেউ অরিজিনাল ফার্মওয়্যার তাদের সাইট থেকে ডাউনলোড করতে পারবে না। তবে চিন্তার কোন কারণ নেই! ওইযে কথায় আছেনা? "When a door closes, many doors will open." আর তাই আজকে আমরা জানব কিভাবে Navifirm+ ছাড়াই নোকিয়ার অরিজিনাল ফার্মওয়্যার ডাউনলোড করা যায়।
১. Nokia Care Suite এর লেটেস্ট ভার্সন
২. usergroupsconfiguration.cfg নামক একটি মোডিফাইড ফাইল
১. প্রথমে ডাউনলোডকৃত ফাইলটি থেকে Nokia Care Suite সেটাপ দেয়া শুরু করে দিন এবং সেটাপের শেষে সফটওয়্যারটি চালু করবেন না।
২. Nokia Care Suite টি পুরোপুরিভাবে ইনস্টল হয়ে গেলে ডাউনলোডকৃত ফাইলটি থেকে usergroupsconfiguration.cfg নামক ফাইলটি Copy করে C:\Program Files (x86)\Nokia\Nokia Care Suite\Product Support Tool For Store 5.0 এর ভিতরে Paste এবং Replace করুন।
Nokia Care Suite থেকে ফার্মওয়্যার ডাউনলোড করবেন যেভাবেঃ
১. ডেস্কটপ Nokia Care Suite চালু করুন এবং "Product Support Tool For Store 5.0" এ ডাবলক্লিক করে Open করুন। [ Security Alert আসলে Allow Access এ ক্লিক করুন ]
২. নিচের মত একটি বক্স আসবে এখানে 'Sign in to' থেকে "CareSuite External" সিলেক্ট করুন এবং নিচে "Sign In" এ ক্লিক করুন।
৩. এরপর মেন্যু থেকে "Tools" এ ক্লিক করুন এবং "Firmware Download" এ ক্লিক করুন।
৪. এবার আপনার ফোনের Product Code টি লিখুন এবং "Check Online" বাটনটিতে ক্লক করুন। [ বেশিরভাগ ফোনের ব্যাটারি খুললেই স্টিটারটিতে আপনার ফোনের Product Code দেখতে পাবেন। যদি ব্যাটারি খুলে কোন স্টিকার না পান (পুরানা মোবাইল হলে), তাহলে আপনার ফোনটি ক্যাবলের সাহায্যে কানেক্ট করুন তাহলে অটোমেটিক পেয়ে যাবে অথবা অন্য কারো কাছ থেকে জেনে নিন। আর যদি আপনি Nokia Lumia বা ব্যাটারি খুলা যায়না এমন সেট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে লিষ্টটিতে আপনার Product Code জেনে নিতে পারেন। ]
৫. ফার্মওয়্যার ফাইলগুলির সাথে নোকিয়া প্রদত্ত কিছু অপশনাল কনটেন্ট থাকে। তবে এই ফাইলগুলি ছাড়াই ফোন ফ্লাস দিতে পারবেন। যদি Optional Content ডাউনলোড করতে চান তাহলে "Optional Content Files" এ টিক দিন এবং "Download" বাটন এ ক্লিক করুন।
৬. ব্যাস এবার ফাইলগুলি ডাউনলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ডাউনলোড হয়ে গেলে
৭. আপনি এই ফাইলগুলি দিয়ে আপনার ফোন ফ্লাস দিতে পারবেন। কিভাবে ক্যাবলের সাহায্যে নোকিয়া ফ্লাস করতে হয় তা নিয়ে আমার এই টিউনটি দেখতে পারেন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
vai iphone unlockinger upor new kuno tune ki korben na?