সবাই কেমন আছেন। টিউন করতে বসলাম একটি হেডসেট সম্পর্কে । কিছুদিন আগে টেকটিউন্স এ একটি টিউন পরে skullcandy headset সম্পর্কে। কমদামে ভাল হেডসেট পাওয়া অনেক কষ্টকর। beats এর হেডসেট তো স্বপ্নের কাছাকাছি। তাই skullcandy হেডসেট এর স্বাদ নিতে ইচ্ছে হল। এইদিকে আবার fake হেডসেট অভাব নেই। তাই সিদ্ধান্ত নিলাম gadget & gear এ খোজ নেয়া দরকার। skullcandy ink'd 2.0 black
আজকে হেডসেট টা কিনে ফেললাম একটি মোবাইল বিক্রি করে দিয়ে। গান শুনব বলে কথা ! সাউন্ড এক কথায় বুম। এত ক্লিন, আর bass ও অসাধারন। পাগলামি করে কিনলাম, এখন মনে হচ্ছে কাজে দিয়েছে। সাউন্ড সম্পর্কে আমার অত ধারণা নেই ,তবে হেডসেট টা ভাল । একদম only mp3 phone এ পর্যন্ত tested . যেভাবে fake skullcandy headset চিনবেন দাম ১৬৯০ টাকা নিয়েছে। যেইটা দিয়ে কথা বলতে পারবেন ওইটা আরো ২০০ টাকা বেশি চাইল gadget & gear এ। বাইরে হয়তো কম নিতে পারে, কিন্তু fake যদি হয়। ভাল থাকবেন। মতামত অবশ্যই।
আমি riasadrion। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ১হাজারের টাকার ভিতর কোন ভাল হেডফোন পামু??